বাংলা নিউজ > টুকিটাকি > Bangla Jokes Collection: উফ কী গরম! তার মধ্যেও মন থাক চাঙ্গা, পড়ুন দিনের সেরা ৫ জোকস

Bangla Jokes Collection: উফ কী গরম! তার মধ্যেও মন থাক চাঙ্গা, পড়ুন দিনের সেরা ৫ জোকস

পড়ে নিন দিনের সেরা ৫ জোকস।

Viral Bangla Jokes: পড়ে নিন দিনের সেরা ৫ জোকস। আর মঙ্গলবার সকালটা হয়ে উঠুক দারুণ আনন্দের।

১। গান শিখতে গিয়েছে মিতা।

গুরুজিকে প্রশ্ন করল, মাসে কত করে মাইনে দিতে হবে?

গুরুজি: প্রথম মাসে ৩০০ টাকা, দ্বিতীয় মাসে ২০০ টাকা, তৃতীয় মাস থেকে ১০০ করে টাকা দিতে হবে।

মিতা: তা হলে তৃতীয় মাস থেকেই আসব।

(আরও পড়ুন: সকাল সকাল ছুটুক হাসির ফোয়ারা! সপ্তাহের প্রথম কাজের দিনে পড়ুন সেরা ৫ জোকস)

২। খাবার টেবিলে বসে:

ছেলে: বাবা, তেলাপোকা খেতে কেমন?

বাবা: খাওয়ার সময় বাজে কথা বলতে হয় না। চুপচাপ খাওয়া শেষ করো। পরে শুনব।

খাওয়া শেষ হওয়ার পর:

বাবা: হুম, কী যেন বলছিলে?

ছেলে: বলছিলাম, ডালে একটা তেলাপোকা পড়েছে। কিন্তু তুমি তো সবটুকু ডাল খেয়ে ফেলেছ!

(আরও পড়ুন: আজ আকাশের মুখ ভার! তবে আপনার মুখ থাকুক হাসিতে উজ্জ্বল, পড়ুন দিনের সেরা ৫ জোকস)

৩। এক লোকের ইচ্ছা হয়েছে তিনি ভোটে দাঁড়াবেন। দাঁড়িয়েও গেলেন ভোটে। নির্দল প্রার্থী হিসেবে। ভোট হলে। গণনা শেষে দেখা গেল, তিনি মাত্র তিনটি ভোট পেয়েছেন। 

লোকটির স্ত্রী তো রেগে আগুন। বলল, ‘আমি আগেই সন্দেহ করেছিলাম, তুমি নিশ্চয় অন্য কোনেও মেয়েকে ভালোবাস। তা না হলে তৃতীয় ভোটটা দিল কে?’

(আরও পড়ুন: ছুটির দিনে সকাল সকাল পড়ুন দিনের সেরা ৫ জোকস! জন্মাষ্টমীর দিনটি হোক মজাদার)

৪। দুজন শেয়ারবাজার বিশ্লেষকের মধ্যে কথা হচ্ছে।

প্রথম জন: বলো তো, বিধাতা কেন পৃথিবীতে শেয়ারবাজার বিশ্লেষকের মতো একটি পেশা তৈরি করেছেন?

দ্বিতীয় জন: যাতে আবহাওয়াবিদ পেশাটি টিকে থাকে।

প্রথম জন: কীভাবে?

দ্বিতীয় জন: আমরা আছি বলেই আবহাওয়াবিদদের ভবিষ্যদ্বাণী তুলনামূলক ভালো হয় বলে লোকজন মনে করে।

(আরও পড়ুন: রবিবার সকালটা কাটুক হাসিমজায়! পড়ুন দিনের সেরা ৫ জোকস)

৫। –আপনার দোকানে আরশোলা মারার ওষুধ পাওয়া যাবে?

—হ্যাঁ, পাবেন।

—আরশোলা মারার পাপ আপনার হবে, নাকি আমার?

—কারও হবে না, আরশোলা মরলে তো।

বন্ধ করুন