বর্ষা আসতেই চিকুনগুনিয়ার প্রকোপ বাড়তে শুরু করেছে। এবং এটা খুব জরুরি যাতে আপনি নিজেকে এই রোগ থেকে বাঁচাতে পারেন তার জন্য সচেতন হওয়া, কারণ এই রোগ আপনার হাড় এবং গাঁটগুলোকে দীর্ঘকালীন সমস্যার দিকে ঠেলে দেয়। এই রোগটির বেশ কিছু লক্ষণ ডেঙ্গু এবং জিকার সঙ্গে মেলে। দেখে নিন কোন উপায়ে চিনবেন চিকুনগুনিয়াকে।
চিকুনগুনিয়া হচ্ছে একটি মশাবাহিত রোগ যা অ্যান্থ্রোপড জাত আলফা ভাইরাস থেকে হয়। এই রোগটি হলে দেহের সমস্ত গাঁটে প্রচণ্ড ব্যথা হয়।
চিকুনগুনিয়ার লক্ষণ
যাঁরা চিকুনগুনিয়ায় আক্রান্ত হন তাঁদের প্রচণ্ড জ্বর হয় শুরুর দিকে তার সঙ্গে গায়ের প্রতিটা গাঁটে অসম্ভব ব্যথা হতে থাকে। চিকুনগুনিয়া ভাইরাস ইনফেকশনের সব থেকে খারাপ লক্ষণ হচ্ছে গায়ে ব্যথা যা দীর্ঘদিন থাকে।
ত্বকের ক্ষতি হয় চিকুনগুনিয়া হলে। গায়ে র্যাশ বেরোতে থাকে এই রোগটি হলে। এই রোগটি শরীরে বাসা বাঁধে তিনদিনের মধ্যেই এই র্যাশটি সাধারণত বের হয়।
কতটা ভয়াবহ এই রোগ?
৬৫ বছর বয়সী কিংবা তার বেশি যাঁদের বয়স তাঁদের ক্ষেত্রে ভয়াবহ হয়ে উঠতে পারে এই রোগ। বিশেষ করে যাঁদের আরও একাধিক রোগ আছে। তাই এই বর্ষাকালে তাঁদের সাবধানে রাখা উচিত।
কী করে চিকুনগুনিয়াকে চিহ্নিত করা হয়?
চিকুনগুনিয়া ভাইরাল RNA এবং অন্য সময়ে রিভার্স ট্রান্সক্রিপশন পলিমেরেজ চেন রিঅ্যাকশন এবং চিকুনগুনিয়া ভাইরাস সেলোলোজির মাধ্যমে এই রোগ চিহ্নিত করা হয় থাকে।
এই রোগের চিকিৎসা কী?
চিকুনগুনিয়ার কোনও ভ্যাকসিন বা কিছু হয় না। এতে খালি নজর রাখতে হয় যে লক্ষণগুলো শরীরে দেখা দিয়েছিল সেগুলো চলে গেল কিনা।