Honey for Glowing Skin: এখন চারদিকে খালি বিয়েবাড়ি। এমন সময়ে সবাই একটু ফিটফাট থাকতে চান। এদিকে শীতকাল। এমন সময়ে ত্বকের যত্ন নিতে মধু-ই আপনার সেরা অস্ত্র।
1/5শীতে অনেকেরই ত্বকের জেল্লা কমে যায়। আমাদের জলবায়ুতে শীতে আর্দ্রতা কমে যায়। আর সেই কারণে ত্বক রূক্ষ, শুষ্ক লাগে। ছবি: পিক্সাবে
2/5এমন অবস্থায় ত্বকের যত্নে মধুর ব্যবহার করতে পারেন। মধু শুধু সর্দি-কাশিতে খাওয়ার জন্যই নয়। এটি খেলে ও মাখলে ত্বকেরও দারুণ উপকার পাবেন। ছবি: পিক্সাবে
3/5
ಚರ್ಮದಲ್ಲಿ ಅನೇಕ ಸಣ್ಣ ಸಣ್ಣ ರಂಧ್ರಗಳಿರುತ್ತವೆ. ದಿನವಿಡಿ ಆ ರಂಧ್ರಗಳಲ್ಲಿ ಧೂಳು ಸಂಗ್ರಹವಾಗುತ್ತದೆ. ಇದು ಮೊಡವೆಗಳಿಗೆ ಕಾರಣವಾಗುತ್ತದೆ. ಜೇನುತುಪ್ಪವನ್ನು ನಿಯಮಿತವಾದ ಹಚ್ಚುವುದರಿಂದ ಈ ಧೂಳನ್ನು ತೆಗೆದುಹಾಕುತ್ತದೆ.
4/5বিশেষত মধুর এই জিঙ্ক ত্বকের জন্য অত্যন্ত উপকারি। অনেক সময়েই আমাদের প্রাত্যহিক ডায়েটে সেই চাহিদা পূরণ হয় না। সেক্ষেত্রে এটি সাপ্লিমেন্ট হিসাবে কাজ করবে। ছবি: পিক্সাবে
5/5এর পাশাপাশি মধুর সঙ্গে কাঁচা হলুদ, চন্দন, মুলতানি মাটি মিশিয়ে ফেস প্যাক বানিয়ে নিতে পারেন। তবে হাতের কাছে সব না পেলে, শুধুমাত্র মধু-ই মুখে মেখে ফেলুন। ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এটি ত্বকের জন্য বেশ উপকারি। ছবি: পিক্সাবে