গরম পড়তেই বারবার কাহিল হয়ে পড়ছে আদরের পোষ্য। এই সময় ওকে সুস্থ রাখতে কিছু অভ্যাসে বদল আনতেই হবে। নয়তো পরিস্থিতি আরও সঙ্গীন হয়ে উঠতে পারে।
1/5গরম পড়তেই বারবার কাহিল হয়ে পড়ছে আদরের পোষ্য। এই সময় ওকে সুস্থ রাখতে কিছু অভ্যাসে বদল আনতেই হবে। নয়তো পরিস্থিতি আরও সঙ্গীন হয়ে উঠতে পারে। (Freepik)
2/5জল বেশি করে খাওয়ান: এই গরমে পোষ্যের শরীরে জল কমে যাওয়ার সম্ভবনা সবচেয়ে বেশি। তাই ওকে বেশি করে জল খাওয়ান। দিনে ঘন ঘন জলের কাছে নিয়ে যান ওকে। শরীরে জলের মাত্রা ঠিক থাকলে সহজ কাহিল হবে না আদুরে সদস্য। (Freepik)
3/5লোম কেটে দিন: পোষ্যের গায়ে লোম বেশি বলে ওদের গরমও বেশি লাগে। তাই এই ভ্যাপসা গরমে ওর লোম ছোট ছোট করে কেটে দিন। এতে গরম অনেকটাই কম লাগবে। দিনের শেষে সুস্থ থাকবে আপনার পোষ্য। (Freepik)
4/5নিয়ম মেনে স্নান: নিয়ম মেনে পোষ্যকে স্নান করান। ওকে এই গরমে ঘন ঘন স্নান করালে ওরই ভালো। এতে হাঁসফাঁস দশা কমবে পোষ্যের। পাশাপাশি শরীরের তাপমাত্রাও নিয়ন্ত্রণে থাকবে। দরকারে চিকিৎসকের সঙ্গে কথা বলে ঠিক করে নিন, সপ্তাহে কতবার স্নান করাবেন। (Freepik)
5/5বেশি দৌড়ঝাঁপ নয়: এই গরমে পোষ্যকে বেশি দৌড়ঝাঁপ করতে দেওয়া মোটেই ঠিক নয়। এতে পরিশ্রম বেশি হবে ফলে সহজে ক্লান্ত হয়ে পড়বে। তাই যতটা সম্ভব শান্ত রাখার চেষ্টা করুন বাড়ির আদুরে সদস্যকে। (Freepik)