বাংলা নিউজ > টুকিটাকি > Who chief on covid: কীভাবে এসেছে কোভিড? এটি কি অস্ত্র হিসাবে তৈরি হয়েছিল? WHO দিল কড়া বার্তা

Who chief on covid: কীভাবে এসেছে কোভিড? এটি কি অস্ত্র হিসাবে তৈরি হয়েছিল? WHO দিল কড়া বার্তা

হু-এর কড়া অবস্থানে বিপদ কার (Fabrice Coffrini/Pool via REUTERS)

Who chief on covid: কীভাবে ছড়িয়েছে কোভিডের মতো মারণ ভাইরাস। কোন দেশ এর নেপথ্যে রয়েছে। খুঁজে বার করবেই রাষ্ট্রসংঘ।

কীভাবে কোভিড মারণরোগের উৎপত্তি? কারা রয়েছে এর পিছনে? কোনও মানুষের হাত রয়েছে না প্রকৃতিরই অভিশাপ এই মারণরোগ! দুই বছর আগে কোভিড মহামারি যখন শুরু হয়, তখন এমন নানা প্রশ্নের সম্মুখীন হয় সারা বিশ্ব। চিন থেকেই ছড়িয়েছে এই মারণরোগ। এমন দাবিও করেন অনেকে। জৈবিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে এই ভাইরাস এমন বিষ্ফোরক দাবিও উঠে আসে বিশেষজ্ঞদের কথায়। ইদানিং সেই প্রশ্নগুলো অনেকটাই ধামাচাপা পড়ে গিয়েছিল। বিশ্ব জুড়ে এত মানুষের মৃত্যুর পিছনে কারা দায়ী। সেই নিয়ে আলোচনাও কিছুটা স্তিমিত হয়ে গিয়েছিল। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই নিয়ে এখনও তৎপর। কীভাবে এই প্রাণনাশী ভাইরাসের উৎপত্তি তা খুঁজে বার করতেই হবে। এমনটাই জানালেন হু প্রধান টেড্রস ঘেবরেসাস।

আরও পড়ুন: মধ্যমা বা মাঝের আঙুল দেখানো ‘ভগবান প্রদত্ত’ অধিকার! বিস্ফোরক রায় বিচারকের

আরও পড়ুন: পেটে পাথরের শিশু! তবু গর্ভপাত করালেন না মা, ৯ বছর ঘুরলেন সঙ্গে নিয়ে, কী হল তারপর

রাষ্ট্রসংঘ এই নিয়ে বেশ কড়া অবস্থান নিয়েছে তা এই দিনের কথায় স্পষ্ট করে দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ঘেবরেসাস। দুই বছর আগে এই মার্চ মাসেই ভারতে কোভিডের জন্য লকডাউন শুরু হয়। গত দুই বছরে দফায় দফায় চলেছিল এই লকডাউন। ততদিনে বিশ্বের অনেক দেশেই ছড়িয়ে পড়েছে এই মারণরোগ। ধীরে ধীরে বাড়ছিল রোগীর সংখ্যা। সম্প্রতি কোভিড ১৯এর বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন রাজনীতিক, সমাজকর্মী ও শিক্ষাবিদরা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে এই মর্মে চিঠি দেন। তার প্রেক্ষিতেও এই দিন ঘেবরেসাসের বক্তব্য বেশ কড়া ছিল।

আরও পড়ুন:  আদালত কক্ষে দুধ খাওয়াচ্ছেন! মাকে বেরিয়ে যাওয়ার নির্দেশ বিচারপতির, সমালোচনার ঝড়

আরও পড়ুন: রাতে কী স্বপ্ন দেখেছেন মনে পড়ছে না তো? আর চিন্তা নেই! রোবটই এঁকে দেবে সেই ছবি

তিনি জানান, কোভিডের উৎস খুঁজে বার করা রাষ্ট্রসংঘের একটি নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। শুধু তাই নয়, এর উৎস সম্পর্কে যে কটি ধারণা করা হয়েছে, তার সবকটিই খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দেন হু প্রধান। কোভিড ভাইরাসে সারা বিশ্ব জু়ড়ে যত মানুষ মারা গিয়েছে অন্তত তাদের কথা ভেবেই এই খোঁজ চলবে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup 

 

বন্ধ করুন