উচ্চ রক্তচাপের মাপ কত হলে রোগীকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত? কত হলেই বা তা স্বাভাবিক রকতচাপ বোঝায়? জেনে নিন কী বলছেন চিকিৎসকরা।
1/5উচ্চ রক্তচাপের কোন মাপটা স্বাভাবিক? বিশেষজ্ঞদের কথায়, প্রাপ্তবয়স্কদের একেকজনের ক্ষেত্রে একেকরকম রক্তচাপ স্বাভাবিক হয়। তবে গড়ে সেটি এক বিশেষ মাপের আশেপাশেই থাকে। সেই রক্তচাপকেই স্বাভাবিক বলে মনে করা হয়। (Freepik)
2/5বিশেষজ্ঞদের মতে, রক্তচাপের মাপ ১২০/৮০ হলে তা স্বাভাবিক। উপরের মাপকে বলে সিস্টোলিক, নিচেরটিকে বলা হয় ডায়াস্টোলিক। সিস্টোলিক মাপ ১২০-১২৯ এর মধ্যে ও ডায়াস্টোলিক মাপ ৮০এর কম থাকলে তাকে উচ্চ রক্তচাপের শুরু বলে ধরা যেতে পারে। (Freepik)
3/5রক্তচাপের সিস্টোলিক মাপ ১৩০-১৩৯ এর মধ্যে ও ডায়াস্টোলিক মাপ ৮০-৮৯ এর মধ্যে পরিস্থিতি ধীরে ধীরে খারাপের দিকে গড়ায়। উচ্চ রক্তচাপের রোগীকে এই সময় নিয়মের মধ্যে থাকতে হবে। (Freepik)
4/5রক্তচাপের সিস্টোলিক মাপ ১৪০-১৮০ এর মধ্যে ও ডায়াস্টোলিক মাপ ৯০ এর বেশি হলে তা বেশ উচ্চ রক্তচাপের দ্বিতীয় পর্যায়। এই পর্যায়ে রোগী সতর্ক না হলে পরিস্থিতি গুরুতর হতে পারে। এই অবস্থায় চিকিৎসকের পরামর্শও নেওয়া জরুরি। (Freepik)
5/5রক্তচাপের সিস্টোলিক মাপ ১৮০এর বেশি ও ডায়াস্টোলিক মাপ ১২০এর বেশি হলে তা বড়সড় বিপদের ইঙ্গিত। জরুরি ভিত্তিতে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিলে যেকোনও সময় অঘটন ঘটে যাওয়ার আশঙ্কা থাকে। রক্তচাপের এই মাপগুলো একেক রোগীর একেকরকম হলেও গড় মাপ এর কাছাকাছি। (Freepik)