মঙ্গলবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল রাজ কাপুরের ছোট ছেলে, অভিনেতা রাজীব কাপুরের।
2/8
মাত্র ৫৮ বছর বয়সেই চলে গেলেন রাজীব কাপুর। দর্শক তাঁকে সবচেয়ে বেশি মনে রেখেছেন ‘রাম তেরি গঙ্গা মৈলি’ ছবিতে অভিনয়ের জন্য। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
৯ মাসের অন্তঃসত্ত্বা করিনা। আগামী সপ্তাহেই সন্তানের জন্ম দেবেন তিনি। তবে পরিবারের কঠিন সময়ে পাশে থাকলেন তিনিও। কাকার মৃত্যুর খবর পেয়েই ছুটে যান করিশ্মাও। এদিন সাদা-কুর্তা ও কালো লেগিংসে দেখা গেল করিনাকে। করিশ্মা পরেছিলেন নীল-সাদা চেক ড্রেস।
ছোটভাইয়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন করিশ্মা-করিনার বাবা রণধীর কাপুর। ঋষির পর রাজীবকেও হারালেন তিনি। (ছবি-সংগৃহীত)
8/8
রাজ কাপুর ও কৃষ্ণা কাপুরের তিন পুত্র- রণধীবর, ঋষি ও রাজীব। দুই কন্যা- ঋতু নন্দা, রিমা জৈন। গত বছর মৃত্যু হয়েছে ঋতু নন্দা ও ঋষি কাপুরের। এবার চলে গেলেন পাঁচ ভাই-বোনের মধ্যে সবচেয়ে ছোট রাজীব।