
মুম্বইয়ের হোটেলে মিলল সাতবারের সাংসদের দেহ
১ মিনিটে পড়ুন . Updated: 22 Feb 2021, 05:47 PM IST- প্রাথমিক ভাবে আত্মহত্যা বলে মনে করছে পুলিশ।
দাদরা ও নাগর হাভেলির সাত বারের সাংসদ মোহন দেলকরের মৃতদেহ সোমবার মুম্বইয়ের একটি হোটেল থেকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে পুলিশের সন্দেহ, আত্মহত্যা করেছেন এই ৫৮ বছর বয়সী এই নির্দল সাংসদ।
মুম্বইয়ের অভিজাত মেরিন ড্রাইভে একটি সি ফেসিং হোটেলে উঠেছিলেন এই প্রভাবশালী সাংসদ। সেখান থেকেই তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। গুজরাতি ভাষায় লেখা একটি সুইসাইড নোটও পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। তবে ময়নাতদন্তের পরেই মৃত্যুর কারণ নিশ্চিত ভাবে বলা যাবে বলে পুলিশের সূত্রে জানানো হয়েছে। দেলকরের স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রয়েছে। সংসদে বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটির সদস্য ছিলেন তিনি।
আদিবাসীদের অধিকারের জন্য আজীবন কাজ করেছেন তিনি। প্রথম দিকে ছিলেন ট্রেড ইউনিয়ন নেতা। ১৯৮৯ সালে প্রথমবার কংগ্রেস টিকিটে লোকসভায় আসেন তিনি। ২০০৪ অবধি টানা পেয়েছেন জনতার আশীর্বাদ। তবে এরপর হেরে যান ২০০৯ ও ২০১৪ সালে। কিন্তু গত ভোটে ফের জেতেন তিনি। নিজের প্রতিষ্ঠিত ভারতীয় নবশক্তি পার্টিক টিকিটে জয়যুক্ত হন দেলকর। মাঝে তিনবার কংগ্রেস ও তিনবার বিজেপির টিকিটে জিতেছিলেন এই বর্ষীয়ান রাজনীতিবিদ।