বাংলা নিউজ > ঘরে বাইরে > ভারতে প্রথম, করোনা পজিটিভ চিড়িয়াখানার ৮ সিংহ!

বাদ গেলেন না বনের রাজাও। এবার কোভিড পজিটিভ রিপোর্ট এল আটটি সিংহের। ঘটনা হায়দরাবাদের নেহরু জুওলজিকাল পার্কের। ভারতে এই প্রথম চিড়িয়াখানার প্রাণী করোনাভাইরাসে আক্রান্ত হল।

সুত্রের খবর, গত মাসে হঠাৎ জ্বর আসে সিংহগুলির। তার সঙ্গে খাওয়া-দাওয়ায় অরুচি। এরপরেই সন্দেহ হয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের। তড়িঘড়ি তাদের করোনা টেস্টের ব্যবস্থা করা হয়। সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজির তরফে সিংহগুলির নমুনা সংগ্রহ করা হয়। আরটি-পিসিআর টেস্টের পর রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা গিয়েছে।

এ বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তবে সূত্রের খবর, জিন সিকোয়েন্সিং করে ভাইরাসের স্ট্রেন বিশ্লেষণ করাই এখন মূল লক্ষ্য। ঠিক কীভাবে সংক্রমণ হল, তাহলেই তা জানা যাবে। এর দু'দিন আগেই করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে চিড়িয়াখানা সাধারণের জন্য বন্ধ করা হয়। ফলে বাইরের মানুষের থেকে সংক্রমিত হওয়ার আশঙ্কা কম। তবে, সিংহদের কেয়ারটেকারের মাধ্যমেও এমনটা হওয়ার আশঙ্কা করছেন অনেকে। 

এর আগে গত বছর এপ্রিলে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্রঙ্কস-এর চিড়িয়াখানায় মোট আটটি বাঘ ও সিংহ করোনা পজিটিভ হয়। যদিও অন্যান্য প্রাণীদের মধ্যে কোভিডের কোনও লক্ষণের হদিশ মেলেনি।

বন্ধ করুন