বাংলা নিউজ > ঘরে বাইরে > গলিতে খেলছিল, পুলিশ-জনতা খণ্ডযুদ্ধে পদপিষ্ট হয়ে মৃত্যু ৮ বছরের সাগেরের

রাস্তার পাশে সরু গলিতে খেলছিল বছর আটেকের মহম্মদ সাগের। পুলিশের তাড়া খেয়ে সেখানে আচমকা চলে আসে বিক্ষোভকারীদের ভিড়। পদপিষ্ট হয় সাগের। দ্রুত তাকে হাসপাতালে ভরতি করা হলেও শেষরক্ষা হয়নি। মৃত্যু হয় তার। আজ কড়া নিরাপত্তায় শেষকৃত্য সম্পন্ন হল ওই বালকের।

সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে দিনকয়েক ধরেই উত্তাল উত্তরপ্রদেশ। গতকাল বারাণসীর বজরডিহা এলাকায় মিছিল শুরু হয়। মিছিল থেকে পুলিশের দিকে উড়ে আসে পাথর-ইট। পালটা পুলিশ লাঠিচার্জ করলে বিক্ষোভকারীরা দৌড়ে পালানোর চেষ্টা করে। সেই সময় পদপিষ্ট হয় সাগের।

দ্রুত উদ্ধার করে তাকে ট্রমা সেন্টারে ভরতি করা হয়। পরে সেখানেই মৃত্যু হয় সাগেরের। আজ সকালে কড়া নিরাপত্তার মধ্যে তাকে করব দেওয়া হয়। জেলাশাসক কৌশল রাজ শর্মা জানান, সাগেরের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে প্রশাসেন উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন তিনি।

বন্ধ করুন