এবার আর্থিক প্রতারণার অভিযোগ তুলে আগ্রার হরি প্রভাত থানায় অভিযোগ দায়ের করলেন ভারতের প্রাক্তন টেস্ট ক্রিকেট খেলোয়াড় ও আন্তর্জাতিক ধারাভাষ্যকার আকাশ চোপড়া। হায়দরাবাদের এক বাসিন্দার বিরুদ্ধে তিনি অভিযোগ দায়ের করেছেন। সব মিলিয়ে ৩৩,৩০,০০০ টাকার আর্থিক প্রতারণার অভিযোগ এনেছেন তিনি।
আকাশ চোপড়ার দাবি স্পোর্টস স্যুয়ের ব্যবসার জন্য তিনি ৫৭ লাখ টাকা বিনিয়োগ করেছিলেন। আর ওই ব্যক্তি সেই ব্যবসার চুক্তি ভঙ্গ করেছেন।
শনিবার আগ্রার ওই থানায় মামলা দায়ের করা হয়েছে। ধ্রুব পারেখ ও তার বাবা কমলেশ পারেখের বিরুদ্ধে এই মামলা হয়েছে। তারা দুজনেই হায়দরাবাদের বাসিন্দা।
চোপড়া তাঁর অভিযোগপত্রে লিখেছেন, অভিযুক্ত ধ্রুব পারেখ তাঁর কাছ থেকে ৫৭,৮০,০০০ টাকা নিয়েছিলেন। স্পোর্টস জুতোর ব্যবসাতে বিনিয়োগের জন্য তিনি এই টাকা নিয়েছিলেন। কমলেশ পারেখ হলেন হায়দরাবাদ স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন ম্যানেজার। সেকেন্দ্রাবাদে তাদের স্পোর্টসের জিনিসপত্রের দোকানও আছে। আর সেই নিরিখে কমলেশকে চেনেন আকাশ। সেই মতো কমলেশের ছেলেকে বিশ্বাস করে টাকা দিয়েছিলেন তিনি।
এদিকে ৩০ দিনের মধ্য়ে ২০ শতাংশ লভ্যাংশ ফিরিয়ে দেবে বলে জানিয়েছিল ধ্রুব। কিন্তু মাত্র ২৪.৫ লাখ টাকা দেওয়া হয়েছে। দাবি আকাশ চোপড়ার। কমলেশও টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সেটা তিনি পূরণ করেননি।
আকাশ চোপড়ার দাবি, ওরা আমার ফোন ধরছে না। আমার আসল টাকা ৩৩,৩০,০০০ টাকা ফেরত দিতে হবে। হিন্দুস্তান টাইমসে প্রকাশিত প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, পুলিশ জানিয়েছে, শনিবার অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত চলছে।
এদিকে সূত্রের খবর, অপর এক ক্রিকেট খেলোয়াড়ের পরিবারের সদস্যও হরি প্রভাত পুলিশ স্টেশনে এই ধরনের অভিযোগ জানিয়েছিলেন। তবে তিনি শেষ পর্যন্ত স্বস্তি পান। এবার আর্থিক প্রতারণার অভিযোগ তুলে ওই থানায় অভিযোগ দায়ের করলেন ভারতের প্রাক্তন টেস্ট ক্রিকেট খেলোয়াড় ও আন্তর্জাতিক ধারাভাষ্যকার আকাশ চোপড়া। হায়দরাবাদের এক বাসিন্দার বিরুদ্ধে তিনি অভিযোগ দায়ের করেছেন।