রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রয়াগরাজের আদালতে মামলা দায়ের করলেন এক এআইএমআইএম নেতা। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, মহম্মদ ফারহান নামে ওই এআইএমআইএম নেতা দাবি করেছেন, সম্প্রতি মা সোনিয়াকে রাহুল যে পোষ্য কুকুর উপহার দিয়েছেন, সেই পোষ্য কুকুরের নামে তাঁর ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে। সেজন্য ওয়াইনাডের কংগ্রেস সাংসদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে।
বিশ্ব প্রাণী দিবসে মা'কে ওই পোষ্য কুকুর উপহার দেন রাহুল। কিন্তু সেই পোষ্য কুকুরের নাম নিয়ে কেন আপত্তি প্রকাশ করেছেন ওই এআইএমআইএম নেতা? পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, সোনিয়াকে রাহুল যে পোষ্য উপহার দিয়েছেন, সেটির নাম 'নুরি'। ফারহানের বক্তব্য, সেই নামে তাঁর ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে। যে নামের সঙ্গে নির্দিষ্টভাবে ইসলাম ধর্মের যোগ আছে। কোরানেও 'নুরি' শব্দের উল্লেখ আছে বলে দাবি করেছেন এআইএমআইএম নেতা।
ওই প্রতিবেদন অনুযায়ী, এক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিশ্চিত করেছেন যে প্রয়াগরাজের আদালতে মামলা দায়ের করেছেন এআইএমআইএম নেতা। ফারহানের আইনজীবী মহম্মদ আলি জানিয়েছেন যে ভারতীয় দণ্ডবিধির ২৯৫এ ধারার (ধর্মীয় ভাবাবেগে আঘাত) আওতায় রাহুলের বিরুদ্ধে এফআইআর দায়েরের আর্জি জানিয়ে প্রয়াগরাজের আদালতের দ্বারস্থ হয়েছেন।
ওই আইনজীবীর দাবি, বিভিন্ন সংবাদমাধ্যম, রাহুলের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে ওই পোষ্য কুকুরের নামের বিষয়ে জানতে পারেন ফারহান। বিভিন্ন সংবাদমাধ্যম এবং অন্যান্য মাধ্যমের মধ্যে দিয়ে রাহুলকে জনসমক্ষে ক্ষমা চাইতে বলেছিলেন। কুকুরের নাম পালটাতে বলেছিলেন ফারহান। কিন্তু রাহুল সেই পথে হাঁটেননি। সেজন্য ফারহান আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেছেন আলি।
আরও পড়ুন: Rahul Gandhi in Adani Issue: আপনি পাখার সুইচ দিলেই আদানির পকেটে টাকা চলে যায়, তোপ দাগলেন রাহুল
পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, ফারহানের আইনজীবী আলি জানিয়েছেন যে দীপাবলির আগে আগামী ৮ নভেম্বর তাঁর মক্কেলকে তলব করেছে প্রয়াগরাজের আদালত। সেদিন এআইএমআইএম নেতার বয়ান শোনা যাবে। অভিযোগ শোনার পর রাহুলকেও তলব করতে পারে আদালত। বিষয়টি নিয়ে আপাতত কংগ্রেসের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। কোনও মন্তব্য করেননি রাহুলও।