বাংলা নিউজ > ঘরে বাইরে > Asaduddin Owaisi: ‘রাস্তার কুকুরের থেকেও কম সম্মান পান মুসলিমরা’, গুজরাতের ঘটনা নিয়ে সরব ওয়াইসি

Asaduddin Owaisi: ‘রাস্তার কুকুরের থেকেও কম সম্মান পান মুসলিমরা’, গুজরাতের ঘটনা নিয়ে সরব ওয়াইসি

আসাদউদ্দিন ওয়াইসি  (ANI)

শনিবার সন্ধ্যায় হায়দরাবাদে একটি অনুষ্ঠানে যোগ দেন আসাদউদ্দিন। তিনি অভিযোগ করেন, ‘বিজেপি শাসিত রাজ্যে বসবাসকারী মুসলমানরা যেন জেলের মধ্যে রয়েছে।’ এরপরেই খেদা জেলার ঘটনার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ‘গরবা অনুষ্ঠানে পাথর ছোড়ার অভিযোগে মুসলমানদের প্রকাশ্যে লাঠি দিয়ে মারধর করা হয়েছে।’

গুজরাতের খেদা জেলায় কয়েকজন মুসলিম যুবককে পুলিশের মারের ঘটনায় এবার সরব হলেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। এই ঘটনাযর তীব্র নিন্দা করে তিনি বিজেপি শাসিত রাজ্যগুলিতে মুসলিমদের অবস্থার কথা বলতে গিয়ে রাস্তার কুকুরের প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন, ‘রাস্তার কুকুরেরও সম্মান রয়েছে। কিন্তু বিজেপি শাসিত রাজ্যে মুসলিমদের সেইটুকু সম্মানও নেই।’

মুসলিমরাই সবচেয়ে বেশি কন্ডোম ব্যবহার করে’, দাবি আসাদউদ্দিন ওয়াইসির

শনিবার সন্ধ্যায় হায়দরাবাদে একটি অনুষ্ঠানে যোগ দেন আসাদউদ্দিন। তিনি অভিযোগ করেন, ‘বিজেপি শাসিত রাজ্যে বসবাসকারী মুসলমানরা যেন জেলের মধ্যে রয়েছে।’ এরপরেই খেদা জেলার ঘটনার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ‘গরবা অনুষ্ঠানে পাথর ছোড়ার অভিযোগে মুসলমানদের খুঁটির সঙ্গে বেঁধে প্রকাশ্যে লাঠি দিয়ে মারধর করা হয়েছে। জনতার ভিড়ে মুসলমান যুবকদের মারধর করে পুরো সম্প্রদায়কে অসম্মান করা হয়েছে।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে তার প্রশ্ন, ‘এটাই কি আমাদের সম্মান? আপনি তো সেখান কার মুখ্যমন্ত্রী ছিলেন। আপনিই বলুন।’

ওয়াইসি আরও বলেন, এটি যদি ন্যায়বিচারের ধারণা হয় তবে দেশের আদালতগুলি বন্ধ করে দেওয়া উচিত। আইন প্রয়োগকারী সংস্থাগুলিকে বরখাস্ত করা উচিত। খেদার পুলিশ সুপার রাজেশ গাধিয়া ইতিমধ্যেই এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, খেদা জেলায় গত ৩ অক্টোবর নবরাত্রির অনুষ্ঠানে পাথর ছোড়ার অভিযোগ উঠেছিল। সেই অভিযোগে সাদা পোশাকে বেশ কয়েকজন পুলিশ কয়েকজন মুসলিম যুবককে বেধড়ক মারধর করে। একজন খুঁটির সঙ্গে তাদের একে একে আটকে ধরে এবং অন্যজন পিছন থেকে তাদের লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। আর রাস্তায় থাকা মানুষজন তার প্রতিবাদ না করে পুলিশকে মারধর করার জন্য আরও উৎসাহিত করতে থাকে।

পরবর্তী খবর

Latest News

‘ক্যানসারের চিকিৎসা রোগটার থেকেও…', মৃত্যর সঙ্গে প্রতি মুহূর্তে লড়াই, অকপট কিরণ টেস্টে কিন্তু আমি এত বাউন্স করি না- ৪ উইকেট নিয়ে কী বললেন জসপ্রীত বুমরাহ? 'প্রতিবাদ করতে হলে কলকাতায় যান, রাস্তায় নামুন, এখানে সকলে গান শুনতে এসেছেন' বিক্রান্ত মাসে ‘দ্য সবরমতী রিপোর্ট’-এর মুক্তির নতুন দিন ঘোষণা! কীসের ভিত্তিতে জামিন পেলেন কেষ্ট? ফিরবেন অনুব্রত, বীরভূমে মিষ্টিমুখ, আবীর খেলা সৃজিত এত্ত প্রেম করেছে যে অস্কার পেতে পারে, তবে তাতে কাজ পাওয়া যায় না: স্বস্তিকা অভিমন্যু ঈশ্বরন থেকে অভিষেক পোড়েল, বাংলার দুই তারকার ব্যাটে জমে উঠল দ্বিতীয় দিন মমতার পালটা, বাংলা থেকে যাওয়া যাত্রীবাহী গাড়ি ঝাড়খণ্ডে আটকালেন বাসিন্দারা ডাব চিংড়ি তো খেলেন অনেক, এবারে দুর্গাপুজোয় খেয়ে দেখুন ডাব পনির পুজোর বাজার কাঁপাচ্ছে ‘জিমিচুর’, কী বিশেষত্ব এই শাড়ির

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.