বাংলা নিউজ > ঘরে বাইরে > Owaisi on Muslims Using Condoms: ‘মুসলিমরাই সবচেয়ে বেশি কন্ডোম ব্যবহার করে’, ভাগবতকে তোপ দেগে দাবি ওয়াইসির

Owaisi on Muslims Using Condoms: ‘মুসলিমরাই সবচেয়ে বেশি কন্ডোম ব্যবহার করে’, ভাগবতকে তোপ দেগে দাবি ওয়াইসির

আসাদউদ্দিন ওয়াইসি  (ANI)

এর আগে বিজয় দশমীর বক্তৃতা দেওয়ার সময় মোহন ভাগবত জনসংখ্যা নিয়ন্ত্রণ আইনের পক্ষে সওয়াল করেছিলেন। বলেছিলেন, ধর্মের ভিত্তিতে জনসংখ্যার ভারসাম্য যদি বিগড়ে যায় তাহলে ভৌগোলিক সীমানা পরিবর্তন হয়ে যেতে পারে।

জনসংখ্যা বৃদ্ধি নিয়ে সম্প্রতি এক মন্তব্য করেছিলেন আরএসএ প্রধান মোহন ভাগবত। সেই মন্তব্যের প্রেক্ষিতে এবার জবাব দিলেন ‘মজলিস এ ইত্তেহাদ মুসলিমিনে’র প্রধান তথা হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি। তিনি দাবি করেন, ভারতে মুসলিমরাই সবথেকে বেশি কন্ডোম ব্যবহার করেন। তবে আরএসএস প্রধান এই বিষয়টি নিয়ে মুখ খুলবেন না বলে দাবি করেন ওয়াইসি। হায়দরাবাদের সাংসদের দাবি, ভারতে মুসলমানদের জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে না বরং তা কমছে।

এর আগে বিজয় দশমীর বক্তৃতা দেওয়ার সময় মোহন ভাগবত জনসংখ্যা নিয়ন্ত্রণ আইনের পক্ষে সওয়াল করেছিলেন। বলেছিলেন, ‘ধর্মের ভিত্তিতে জনসংখ্যার ভারসাম্য যদি বিগড়ে যায় তাহলে ভৌগোলিক সীমানা পরিবর্তন হয়ে যেতে পারে। জনসংখ্যা নিয়ন্ত্রণ ও ধর্মভিত্তিক জনসংখ্যার ভারসাম্য গুরুত্বপূর্ণ বিষয়। তাই কোনও ভাবেই এই ইস্যুগুলিকে অগ্রাহ্য করা যায় না। দেশের স্বার্থে একটি সামগ্রিক জনসংখ্যা নীতি গ্রহণের প্রয়োজন রয়েছে। এই নীতি সবার ক্ষেত্রে সমান ভাবে প্রযোজ্য হওয়া উচিত।’

আরএসএস প্রধানের এই বক্তব্যের জবাবেই ওয়াইসি শনিবার বলেন, ‘আতঙ্কিত হবেন না। কারা সবচেয়ে বেশি কন্ডোম ব্যবহার করেন? আমরা। মোহন ভগবত এ নিয়ে কিছু বলেন না। ভারতে মুসলিমদের জন্মহার বৃদ্ধি পাচ্ছে না। বরং কমছে। আমি আপনার সামনে তথ্য পেশ করছি। কেন্দ্রের তথ্যই বলছে মুসলিমদের জন্মহার ২ শতাংশ কমেছে। তথ্য বিকৃত করা উচিত নয় আপনার। বিজেপি এবং আরএসএস সিদ্ধান্ত নিয়েছে যে, তারা দেশের জনগণকে খাবারের ব্যবস্থা না করে মুসলিমদের উপর হামলা করবে।’

বন্ধ করুন