স্বপ্ন ছিল ল্যাম্বরগিনি চালানোর। আর স্বপ্নকে বৃথা যেতে দিতে চাননি ৩১ বছর বয়সী নুরুল হক। পেশায় মেকানিক, নুরুল নিজের স্বপ্নকে পুরোপুরি সত্যি হয়তো করতে পারেননি, তবে স্বপ্নের কিছুটা জাল বাস্তবের মাটিতে নিজের হাতে বুনেছেন তিনি। ১০ লাখ টাকা খরচ করে তিনি একটি মারুতি সুইফ্টকে বানিয়ে দিয়েছেন ল্যাম্বরগিনির মতো দেখতে! শুনে অবাক লাগলেও সেটাই সত্যি! আর এই গাড়ি তিনি উপহার দিতে চান অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে।
নুরুলের কাছে স্বপ্ন ছিল ল্যাম্বরগিনি চালানো। তিনি বলছেন,‘আমি সবসময় চালাতে চেয়েছি ল্যাম্বরগিনি’। বহু কোটি টাকা মূল্যের গাড়ির স্টিয়ারিং তাঁর হাতে এখনও আসেনি তো কি হয়েছে, স্বপ্নকে ছুঁতে চেষ্টা কম করেননি তিনি। নিজের অনুপ্রেরণাদায়ক সফরের কথা বলতে গিয়ে নুরুল বলছেন, ‘ আগে আমি মোটর মেকানিক হিসাবে কাজ করতাম ডিমাপুরে (নাগাল্যান্ড) আর গাড়ির চেহারা করতে শুরু করি। গত বছর একটি গাড়িকে স্পোর্টস কার হিসাবে তৈরি করি, যা দেখতে ল্যাম্বরগিনির মতো। তারপর আরেকটি গাড়িকে ল্যাম্বরগিনির রেপ্লিকা তৈরি করি। যা আমি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে উপহার দেব। পুরনো সুইফ্ট গাড়িকে চেহারা পাল্টে ল্যাম্বরগিনি তৈরি করতে ৪ মাস সময় লেগেছে। ’
এমন গাড়ির চেহারা পাল্টে তাকে অন্য রূপ দেওয়ার নুরুলের ক্ষমতার প্রশংসায় পঞ্চমুখ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও। টুইটে তিনি সেই গাড়ির ছবি পোস্ট করে, জানান অসমের করিমগঞ্জের বাসিন্দা নুলুকের কথা। ল্যাম্বরগিনি নিয়ে তো নুরুলের অসামান্য কীর্তির ছবি সকলে দেখেছেন। এরপর থেমে থাকতে রাজি নিন নুরুল। এবার তিনি চাইছেন, ফেরারি মডেল হাতে করে তৈরি করতে। সকলের আশা এবারেও তিনি সফল হবেন।