বাংলা নিউজ > ঘরে বাইরে > Fixed Deposit Interest Rate at 9%: ফিক্সড ডিপোজিটে প্রায় ৯% সুদ! অবিশ্বাস্য রিটার্ন পাবেন এই স্থায়ী আমানতে

Fixed Deposit Interest Rate at 9%: ফিক্সড ডিপোজিটে প্রায় ৯% সুদ! অবিশ্বাস্য রিটার্ন পাবেন এই স্থায়ী আমানতে

 ফাইল ছবি: রয়টার্স (Reuters)

গত কয়েক মাস ধরেই ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়ানো হচ্ছে। এমন পরিস্থিতিতে আরও বেশি বেশি করে আমানতকারীরা স্থায়ী আমানতের প্রতি আকৃষ্ট হচ্ছেন।

বাজারে এখন বিনিয়োগের হাজারো অপশন রয়েছে। শেয়ার বাজার থেকে শুরু করে বিভিন্ন মিউচুয়াল ফান্ড, গোল্ড বন্ড ইত্যাদি। কিন্তু তা সত্ত্বেও এখনও নিরাপদ বিনিয়োগ বলতে সকলে ফিক্সড ডিপোজিটই (FD) বোঝেন। স্টক, SIP বা মিউচুয়াল ফান্ডের মতো ইক্যুইটিতে বিনিয়োগের তুলনায় ব্যাঙ্কে FD করাটাই সকলে নিরাপদ বলে মনে করেন। আরও পড়ুন: Fixed Deposit High Interest Rate: এই সরকারি ব্যাঙ্কের বিশেষ ফিক্সড ডিপোজিটে মিলছে প্রায় ৮% সুদ, লাভের মুখ দেখুন আজই

গত কয়েক মাস ধরেই ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়ানো হচ্ছে। এমন পরিস্থিতিতে আরও বেশি-বেশি করে আমানতকারীরা স্থায়ী আমানতের প্রতি আকৃষ্ট হচ্ছেন।

তবে স্মল ফাইন্যান্স ব্যাঙ্কগুলিতে তুলনামূলকভাবে আরও বেশি হারে সুদ পাবেন। ফলে সেখানে বিনিয়োগ করলে আরও বেশি রিটার্ন পেতে পারেন।

এমনই একটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক হল ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক। এই ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে দীর্ঘ মেয়াদে ৯% পর্যন্ত সুদ পাবেন। আর সিনিয়র সিটিজেন হলে তো কথাই নেই। সেক্ষেত্রে নিয়মমাফিক প্রবীণ নাগরিকদের জন্য নির্ধারিত অতিরিক্ত সুদের হারও পাবেন। FD-তে সিনিয়র সিটিজেনরা ৯.৫% সুদ পাবেন।

সাধারণ নাগরিকদের জন্য ফিক্সড ডিপোজিটে সুদের হার

৬ মাসের কম থেকে ২০১ দিন : ৮.৭৫%

৫০১ দিন : ৮.৭৫%

১০০১ দিন : ৯.০০%

প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে ফিক্সড ডিপোজিটে সুদের হার

৬ মাসের কম থেকে ২০১ দিন : ৯.২৫%

৫০১ দিন : ৯.২৫%

১০০১ দিন : ৯.৫০%

উত্কর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক

আরও এক স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক, উত্কর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্কেও ৭০০ দিনের আমানতে সর্বোচ্চ ৯% সুদ পাবেন।

Fincare স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক

ফিনকেয়ার স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে সাধারণ নাগরিকরা ৩% থেকে ৮.৪% এবং প্রবীণ নাগরিকরা ৩.৬০% থেকে ৯.০১% পর্যন্ত FD সুদের হার মিলবে। আরও পড়ুন: Special FD scheme with additional interest: সুদের হার বেশি, এই বিশেষ FD-র মেয়াদ বাড়ল আরও ৬ মাস, নিয়ম কী? কত লাভ হবে?

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন