অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদ-উল-মুসলিমিন(এআইএমআইএম) বিধায়ক আখতারুল ইমান শুক্রবার জাতীয় সংগীত গাইতে অস্বীকার করলেন। বিহারের ওই বিধায়কের এই আচরণকে ঘিরে স্বাভাবিকভাবেই বিতর্ক দানা বেঁধেছে। বিহার বিধানসভা শীতকালীন অধিবেশেনে তিনি এই কাণ্ড ঘটান বলে খবর। বিধায়ক জানিয়েছেন, জাতীয় সংগীত গাওয়া কেন গুরুত্বপূর্ণ? এটা চাপিয়ে দেওয়া ঠিক নয়। পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন, জাতীয় সংগীত গাওয়া নিয়ে আমার কোনও সমস্যা নেই। তবে জাতীয় সংগীত গাওয়াটা সংবিধানে বাধ্যতামূলক বলে উল্লেখ করা নেই।
এদিকে তাঁর এই মন্তব্যকে ঘিরে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে। পরে সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেন, স্পিকার একটি নতুন সংস্কৃতি চাপিয়ে দিতে চাইছেন। বিধানসভা কি আগে চলেনি? আমাদের পূর্বপুরুষদের কি ভারতের প্রতি ভালোবাসা ছিল না? একটি নির্দিষ্ট সংস্কৃতি আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে।
এনিয়ে তীব্র প্রতিক্রিয়া বিজেপির। বিজেপি বিধায়ক সঞ্জয় সিং বলেন, জাতীয় সংগীত যারা গাইতে চাইছেন না তাদের নিয়ে আমাদের সমস্যা আছে। যদি কারোর বন্দে মাতরম গাইতে আপত্তি থাকে তবে বুঝতে হবে তাদের মতলব ঠিক নেই। স্পিকার বিজয় কুমার সিনহা জানিয়েছেন, এটা সংসদেও মেনে চলা হয়। এটা আমাদের দেশের মর্যাদাকে আরও বৃদ্ধি করে।