Border Drug Smuggling: বাংলার সীমান্তে গাঁজা পাচার! সংসদে হিসেব পেশ স্বরাষ্ট্রমন্ত্রকের, চমকে দেওয়া তথ্য
1 মিনিটে পড়ুন Updated: 14 Aug 2023, 11:22 PM ISTসীমান্তে মাদক পাচার নিয়ে তথ্য পেশ করল স্বরাষ্ট্রমন্ত্রক।
আগরতলায় বিএসএফের পাহারা। (PTI Photo)
আগরতলায় বিএসএফের পাহারা। (PTI Photo)
ফের বাংলার প্রসঙ্গ সংসদে তুলল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সীমান্ত এলাকায় মাদক পাচার প্রসঙ্গে কথা বলতে গিয়ে বাংলার প্রসঙ্গ আনলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতি মন্ত্রী নিত্যানন্দ রাই। তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা সীমান্তে সবথেকে বেশি গাঁজা উদ্ধার করা হয়েছে।
গত ৯ অগস্ট রীতিমতো এনিয়ে হিসেব পেশ করেন তিনি। নিত্যানন্দ রাই জানিয়েছেন, ২০২০ সালে ৫ হাজার ৩৩১ কেজি, ২০২১ সালে ১৩ হাজার ১৭৬ কেজি, ২০২২ সালে ১৮ হাজার ৬৩৬ কেজি, আর ২০২৩ সালের জুন মাস পর্যন্ত এই গাঁজা উদ্ধারের পরিমাণ ১১ হাজার ৩৩২ কেজি। এগুলি ত্রিপুরা থেকে উদ্ধার করা হয়েছে। এবার বাংলা থেকে বাজেয়াপ্ত গাঁজার পরিমাণটা জেনে নিন। ২০২০ সালে ৬ হাজার ৮২, ২০২১ সালে ৫ হাজার ৭০৫, ২০২২ সালে ৯ হাজার ৯৬, আর ২০২৩ সালের জুন মাস পর্যন্ত ৩ হাজার ৬৬৫ কেজি বাংলা থেকে বিএসএফ বাজেয়াপ্ত করেছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে এই মাদক পাচারের প্রসঙ্গ উল্লেখ করেন। তিনি জানিয়েছেন, চলতি বছরের জুন মাস পর্যন্ত পঞ্চাবে পাচারের জন্য় আনা হেরোইনের পরিমাণ ২৪৮.১০ কেজি। ২০২০ সালে পঞ্জাব থেকে পাচারের জন্য আনা ৫০৬.২৪ কেজি হেরোইন বাজেয়াপ্ত করা হয়। এরপরের বছরের পরিসংখ্যানও তিনি জানিয়েছেন। তিনি জানিয়েছেন, ২০২১ সালে এর পরিমাণ ছিল ৪৮৫.৫৮ কেজি। ২০২২ সালে ৩২০.৮৮ কেজি হেরোইন বাজেয়াপ্ত করা হয়।
বিএসএফ নানা সময় পোস্ত বাজেয়াপ্ত করেছে বলেও তিনি জানিয়েছেন। ২০২০ সালে ৭০ কেজি, ২০২১ সালে ২৩ কেজি ও ২০২২ সালে ১০৬ কেজি পোস্ত বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।