বাংলা নিউজ > ঘরে বাইরে > Budget 2022: চালু হবে ই-পাসপোর্ট, পাতায় থাকবে অত্যাধুনিক চিপ, ঘোষণা নির্মলার

Budget 2022: চালু হবে ই-পাসপোর্ট, পাতায় থাকবে অত্যাধুনিক চিপ, ঘোষণা নির্মলার

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (ছবি সৌজন্যে পিটিআই) (PTI)

ই-পাসপোর্টে আরও নিরাপত্তা বৈশিষ্ট্য থাকবে এবং এতে রেডিও-ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন এবং বায়োমেট্রিক্স ব্যবহার করা হবে।

দেশে চালু হতে চলেছে ই-পাসপোর্ট। ২০২২-২৩ অর্থবর্ষের বাজেট পেশের সময় এই ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই ই-পাসপোর্টে চিপ এমবেড করা থাকবে বলে জানান অর্থমন্ত্রী। সীতারমন জানান, মানুষ সহজেই বিদেশে যেতে পারেন, তাই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাজেটের লাইভ ব্লগ পড়ুন

কর্মকর্তাদের মতে, ই-পাসপোর্টে আরও নিরাপত্তা বৈশিষ্ট্য থাকবে এবং এতে রেডিও-ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন এবং বায়োমেট্রিক্স ব্যবহার করা হবে। পাসপোর্টগুলো ইস্যু করা হবে আন্তর্জাতিক নিয়ম মেনে।

এদিকে ডিজিটাল ব্যাঙ্কিংয়ে উত্সাহ প্রদানের কথা জানিয়ে সীতারমন ঘোষণা করেন, ‘দেশের ৭৫ টি জেলায় ৭৫ টি ডিজিটাল ব্যাঙ্কিং শাখা তৈরি করা হবে।’ পাশাপাশি অ্যানিমেশন ক্ষেত্রে টাস্ক ফোর্স তৈরি করা হবে। অ্যানিমেশন, ভিস্যুয়াল এফেক্টস, গেমিংস এবং কমিকসে বাড়তি জোর দিতেই এই টাস্ক ফোর্স গঠন করা হবে। অর্থমন্ত্রী আশা ব্যক্ত করেন যে এতে করে দেশীয় এবং আন্তর্জাতিক চাহিদা পূরণে সহায়তা হবে। পাশাপাশি কর্মসংস্থানের সুযোগও বাড়বে।

তাছাড়া বৈদ্যুতিক গাড়ির জন্য চার্জিং স্টেশন তৈরির জন্য প্রকল্পের ঘোষণা করে নির্মলা সীতারমন বলেন, ‘শহুরে এলাকায় জায়গার অভাবের বিষয়টি বিবেচনা করে ব্যাটারি সোয়াইপ পলিসি চালু করবে কেন্দ্রীয় সরকার। এতে করে বৈদ্যুতিক গাড়ির জন্য চার্জিং স্টেশনের সমস্যা সুরাহা হবে বলে আশা করা যাচ্ছে। পাশাপাশি ব্যাটারি তৈরির বিষয়ে পরিষেবা প্রদান করতে পারবে বিভিন্ন সংস্থা।’

বন্ধ করুন