এদিনই সংসদে ২০২২-২৩ অর্থবর্ষের জন্য বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারামন। আর তারপরই মমতা বন্দ্যোপাধ্যায় থেকে রাহুল গান্ধীর মতো বিরোধী নেতারা এই বাজেটকে ‘শূন্য বাজেট’ বলে কটাক্ষ করেছেন। তবে বাজেট বিয়ে বক্তৃতা দিতে গিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, ‘এই বাজেটে যুব সমাজ ও গরিবদেরকথা ভাবা হয়েছে।’
প্রধানমন্ত্রী এদিন বলেন, ‘এই বাজেট মানুষের জন্য নতুন আশা ও সুযোগ নিয়ে এসেছে। এটি অর্থনীতিকে শক্তিশালী করবে, 'আরও পরিকাঠামো নির্মাণ করবে, আরও বিনিয়োগ আনবে, আরও প্রবৃদ্ধি হবে এবং আরও চাকরির সূযোগ তৈরি হবে। সবুজ চাকরির একটি নতুন বিধানও রয়েছে বাজেটে। এই বাজেট তরুণদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করবে।’
মোদী আরও বলেন, ‘মা গঙ্গা পরিষ্কারের পাশাপাশি কৃষকদের কল্যাণে একটি বড় পদক্ষেপ নেওয়া হয়েছে বাজেটে। উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গে গঙ্গা নদীর তীরে প্রাকৃতিক চাষের প্রচার করা হবে। এটি গঙ্গাকে রাসায়নিকমুক্ত করতে সাহায্য করবে। ২.২৫ লক্ষ কোটি টাকার বেশি MSP-এর ঘোষণা হয়েছে বাজেটে। এই টাকা সরাসরি হস্তান্তর করা হবে (কৃষকদের কাছে); বাজেট কৃষকদের আয় দ্বিগুণ করবে। এমএসএমইগুলির জন্য ক্রেডিট গ্যারান্টি এবং অনেকগুলি নতুন স্কিম ঘোষণা করা হয়েছে।’
মোদী বলেন, ‘দেশে প্রথমবারের মতো হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু ও কাশ্মীর, উত্তর-পূর্বের মতো অঞ্চলগুলির জন্য 'পর্বত মালা' প্রকল্প চালু করা হচ্ছে। এটি পাহাড়ে আধুনিক পরিবহন ও সংযোগ ব্যবস্থা সহজতর করবে। এটি সীমান্তবর্তী গ্রামগুলির নিরাপত্তা আরও বাড়বে। ’প্রধানমন্ত্রী এদিন আরও বলেন, ‘বিজেপি আমাকে আগামীকাল সকাল ১১টায় বাজেট ও স্বনির্ভর ভারত বিষয়ে বক্তৃতা করার জন্য আমন্ত্রণ জানিয়েছে। আগামীকাল বাজেট নিয়ে বিস্তারিত কথা বলব।’