HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ঘরে বাইরে > অবশেষে ঝুলি থেকে বেরল বিড়াল, ৩৭০ ধারা লোপের জন্যই সীমান্তে অশান্তি, কবুল চিনা আধিকারিকের

অবশেষে ঝুলি থেকে বেরল বিড়াল, ৩৭০ ধারা লোপের জন্যই সীমান্তে অশান্তি, কবুল চিনা আধিকারিকের

চিনা আধিকারিকের মন্তব্যের এহেন সময় নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা।

জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহারের সঙ্গে ভারত-চিন সীমান্ত বিবাদের যোগ বলে জানালেন চিনা আধিকারিক (ছবিটি প্রতীকী, সৌজন্য এএফপি)

শেষপর্যন্ত ঝুলি থেকে বেরিয়েই পড়ল বিড়াল। জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহারের সঙ্গে ভারত-চিন সীমান্ত বিবাদের যোগ রয়েছে বলে জানালেন পাকিস্তানে চিনা দূতাবাসের মুখপাত্র ওয়াং জিয়ানফেং। কূটনৈতিক মহলের মতে, ৩৭০ ধারা বিলোপের জন্যই যে পূর্ব লাদাখ সীমান্তে অশান্তি চলছে, তা স্বীকার করে নিয়েছেন ওই চিনা আধিকারিক।

একটি টুইটবার্তায় ওই আধিকারিক বলেন, ‘কাশ্মীরের মর্যাদা পরিবর্তন এবং আঞ্চলিক উত্তেজনা ক্রমশ বাড়ানোর ক্ষেত্রে ভারতের একতরফা পদক্ষেপগুলি চিন এবং পাকিস্তানের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে এবং ভারত-পাকিস্তান ও চিন-ভারত সম্পর্ককে আরও জটিল করে তুলেছে।’

সংশ্লিষ্ট মহলের বক্তব্য, পাকিস্তানের সংবাদমাধ্যমের সঙ্গে যোগসূত্র বজায় রাখার দায়িত্ব করেন জিয়ানফেং। যিনি টুইটারে নিজেকে ইসলামাবাদে চিনা দূতাবাসের প্রেস অফিসার হিসেবে পরিচয় দিয়েছেন। তিনি যে টুইট করছেন, তা যদিও বা নিজের মত হয়, তা সত্ত্বেও এই প্রথম কোনও চিনা আধিকারিক নয়াদিল্লি-বেজিংয়ের সীমান্ত দ্বন্দ্বের সঙ্গে কাশ্মীরের যোগসূত্র টানলেন।

সেই টুইটের সঙ্গে ‘চিন ইনস্টিটিউটস অফ কনটেম্পরাপি ইন্টারন্যাশনাল রিলেশনস’-এর বিশেষজ্ঞ ওয়াং শিদার একটি নিবন্ধও জুড়েছেন জিয়ানফেং। সেই লেখায় ভারত-চিন সীমান্ত বিবাদের সঙ্গে কাশ্মীরের মর্যাদা পরিবর্তনের যোগ রয়েছে বলে দাবি করা হয়েছে।সেই নিবন্ধের শুরুতেই বলা হয়েছে, ‘কাশ্মীরের মর্যাদা পরিবর্তন এবং আঞ্চলিক উত্তেজনা বাড়ানোর ক্ষেত্রে’ গত বছর অগস্ট থেকে ‘লাগাতার একতরফা পদক্ষেপ’ করছে ভারত। একইসঙ্গে চিনের সুরক্ষা মন্ত্রক বা প্রধান গোয়েন্দা এজেন্সির স্বীকৃতিপ্রাপ্ত প্রভাবশালী সংস্থার ওই বিশেষজ্ঞের সেই নিবন্ধে বলা হয়েছে, কাশ্মীরের মর্যাদা পরিবর্তন করা নিয়ে ভারতের সিদ্ধান্তে ‘আঞ্চলিক শান্তির ক্ষেত্রে বড়সড় সংকট তৈরি হয়েছে’।

গত বছর ৫ অগস্ট যখন জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপ করা হয়েছিল, তখন নয়াদিল্লির সেই সিদ্ধান্তের সমালোচনা করে দুটি বিবৃতি জারি করেছিল বেজিং। পূর্বতন রাজ্য জম্মু ও কাশ্মীর ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা নিয়ে বিবৃতিতে বলা হয়েছিল, 'ভারত-চিন সীমান্তের পশ্চিম দিকের চিনা ভূখণ্ডকে ভারতের প্রশাসনিক ক্ষেত্রে অন্তর্ভুক্তির বরাবর বিরোধিতা করেছে চিন।' লাদাখ নিয়ে বেজিংয়ের তরফে সেই ক্ষোভ প্রকাশ করা হয়েছিল।

শিদার প্রবন্ধেও লাদাখ প্রসঙ্গ তোলা হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘চিনের দিকে মানচিত্রে ভারত নয়া ভূখণ্ডের প্রসার ঘটিয়েছে। জিনজিয়াং এবং তিব্বতের স্থানীয় (প্রশাসনের) আওতার জায়গাকে লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল বানানো হয়েছে এবং তথাকথিত কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের মধ্যে পাকিস্তান-শাসিত কাশ্মীরকে রেখেছে।’ আর সেজন্যই পূর্ব লাদাখ সীমান্তে চিন অশান্তি পাকাচ্ছে বলে নিবন্ধে স্বীকার করা হয়েছে। তাতে বলা হয়েছে, ‘এটা চিনকে কাশ্মীর বিতর্কে জড়িয়েছে এবং কাশ্মীর ইস্যুতে চিন এবং পাকিস্তানকে পালটা পদক্ষেপ করতে বাধ্য করেছে, নাটকীয়ভাবে চিন এবং ভারতের মধ্যে সীমান্ত সমস্যা সমাধানের ক্ষেত্রে জটিলতা বাড়ানো হয়েছে।’

নিবন্ধে শিদা দাবি করেছেন, গত বছর ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর যখন বেজিং সফরে গিয়েছিলেন, তখন এই বিষয়গুলিতে চিনের অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন সেদেশের বিদেশমন্ত্রী ওয়াং ইউ। তিনি বলেছিলেন, ‘ভারতের পদক্ষেপ চিনের সার্বভৌমত্বের অধিকার এবং স্বার্থকে চ্যালেঞ্জ করেছে এবং দু'দেশের সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার চুক্তিকে লঙ্ঘন করেছে।’ যদিও সেই সময় জয়শংকর স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, নয়াদিল্লি যা পদক্ষেপ করেছে তা একান্তই ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং তাতে ভারতের বাইরের সীমান্তের উপর কোনও প্রভাব পড়বে না।

তা সত্ত্বেও গত মাসের শুরু থেকে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর পূর্ব লাদাখের একাধিক জায়গায় ভারত-চিন দ্বন্দ্ব শুরু হয়েছে। কূটনৈতিক এবং সামরিক স্তরে আলোচনার মাধ্যমে সেই সমস্যার ‘দ্রুত সমাধান’-এর উপর জোর দেওয়া হলেও এখনও পর্যন্ত কোনও আলোচনাই সেভাবে ফলপ্রসূ হয়নি। 

তারইমধ্যে চিনা আধিকারিকের টুইটের সময় নিয়ে প্রশ্ন তুলেছেন রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংয়ের (র) প্রাক্তন বিশেষ সচিব অমিতাভ মাথুর। তিনি বলেন, ‘মনে হচ্ছে চিন আমাদের উপর চাপ তৈরি করছে এবং অনেকে যতটা তুলে ধরছেন, পরিস্থিতি ততটা সহজ নয়। এটাও অদ্ভূত যে এরকম টুইট করছেন ইসলামাবাদের এক চিনা আধিকারিক এবং এটা যেন অনেকটা (মনে হচ্ছে) পাকিস্তানিদের পুনরায় আশ্বস্ত করার চেষ্টা করছে চিন।’

ঘরে বাইরে খবর

Latest News

‘‌দেখবেন বীরভূমের ভোট হয়ে যাবে, কেষ্টও ছাড়া পেয়ে যাবে’‌, অনুব্রতর প্রশংসায় মমতা লাইসেন্সহীন মেশিনে ৭ বছর ধরে দেওয়া হচ্ছে ভুয়ো USG রিপোর্ট, হাতেনাতে ধরলেন লকেট পুংকা শাক জানেন? সাঁতার কাটতাম, ধান কাটতাম…, বীরভূমে গিয়েই শৈশবে ফিরলেন মমতা আইপিএলে চতুর্থবার গোল্ডেন ডাক ধোনির, হার্ষালের বলে আউট, ভিডিয়ো মুস্তাফিজুর, চাহারের পর ফের বড় ধাক্কা খেল CSK, দেশে ফিরে গেলেন লঙ্কান পেসারও সিকিমে আসছে বন্দে ভারত! ৫ ঘণ্টায় পৌঁছে যাবেন গুয়াহাটি? ‘আমি খুব স্বার্থপর হয়ত, তাই মায়ের উপর…’ রচনার সামনে একী বললেন মেয়ে! ‘‌বাংলার মা–বোনেদের আত্মসম্মান নিয়ে খেলবেন না’‌, সন্দেশখালি ইস্যুতে তোপ মমতার ভরসা কেরল! এবার দুই অঙ্কে পৌঁছবে সিপিএমের আসন, আশার বার্তা দলীয় রিপোর্টে IPL- দুরন্ত বলে বিরাটকে করেছিলেন আউট, সেই নূরকেই ম্যাচের পর উপহার ‘দাদা’ কোহলির

Latest IPL News

আইপিএলে চতুর্থবার গোল্ডেন ডাক ধোনির, হার্ষালের বলে আউট, ভিডিয়ো IPL- দুরন্ত বলে বিরাটকে করেছিলেন আউট, সেই নূরকেই ম্যাচের পর উপহার ‘দাদা’ কোহলির ‘এসব দলের বিরুদ্ধে খেলে বিশ্বকাপের স্বপ্ন দেখা উচিত নয়’, বিস্ফোরক শাকিব আল হাসান ৩৫ বছর বয়সেও এমন ফিল্ডিং, নিখুত থ্রো! কোহলিকে দেখে গ্রিনও অবাক হয়ে গেলেন IPL 2024- লাস্ট বয়ের কাছে হেরে ৯ নম্বরে দল, কি সাফাই দিলেন গুজরাট অধিনায়ক শুভমন? সামনে WC,তাই অসুস্থতা উপেক্ষা করে খেলেছেন ম্যাচ,সেরার পুরস্কার পেয়ে বললেন সিরাজ পার্পেল ক্যাপ জিতে মেয়েকে নিলেন কোলে,সোমবার ফের ক্যাপ পুনর্দখল করতে মরিয়া নটরাজন IPL 2024: T20 তে বড় রেকর্ড গড়লেন SA-র ডু প্লেসি, গেইলকে পিছনে ফেলল RCB-র ফ্যাফ হঠাৎই Undertaker-এর ভূমিকায় কেকেআর ক্রিকেটার, মারলেন চোকস্লাম, দেখুন ভিডিয়ো ভক্তদের ভিড়ে আটকে পড়লেন এনরিখ ক্লাসেন! হঠাৎ রেগে গেলেন SRH-এর তারকা ক্রিকেটার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ