বাংলা নিউজ > ঘরে বাইরে > ‘‌ওয়ার রুম’‌ হাতছাড়া হয়ে যাচ্ছে কংগ্রেসের, নয়াদিল্লির মাটিতে আবার মিলল ধাক্কা

‘‌ওয়ার রুম’‌ হাতছাড়া হয়ে যাচ্ছে কংগ্রেসের, নয়াদিল্লির মাটিতে আবার মিলল ধাক্কা

ওয়ার রুম হাতছাড়া হতে চলেছে কংগ্রেসের (PTI)

আজ এই ঠিকানা হাতছাড়া হতে চলেছে। গুরুদ্বার রাকাবগঞ্জ রোডের সরকারি বাংলো এতদিন কংগ্রেসের কোনও সাংসদের নামে বরাদ্দ থাকত। এই বাংলোয় ‘ওয়ার রুম’ চলত। এবার সেটা বিজেপির সমর্থনে হরিয়ানা থেকে রাজ্যসভায় জিতে আসা নির্দল সাংসদ কার্তিকেয় শর্মার জন্য বরাদ্দ করা হয়েছে। কংগ্রেসের ‘ওয়ার রুম’‌ বন্ধ হচ্ছে।

এই বাড়িতে রয়েছে রাজনীতির নানা সাক্ষ্য। এই বাড়িতে বসেই নানা রাজনৈতিক কৌশল নেওয়া হয়েছিল। সোনিয়া গান্ধীর রাজনৈতিক সচিব আহমেদ প্যাটেল এখানে নিয়মিত আসতেন। এই বাড়িতেই সচিন পাইলটের সঙ্গে বৈঠক করেছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। যখন দল ছাড়তে চেয়েছিলেন পাইলট। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পরে কংগ্রেসের নতুন সাংসদদের সঙ্গে এই বাড়িতেই দেখা করেন সোনিয়া গান্ধী। রাহুল গান্ধী বিধানসভা নির্বাচনের রণকৌশল নিয়ে এই বাড়িতেই বৈঠক করেছেন। এবার এই ওয়ার রুম হাতছাড়া হতে চলেছে কংগ্রেসের বলে খবর।

এদিকে এই বাড়ির ঠিকানা, ১৫ গুরুদ্বার রাকাবগঞ্জ রোড। এটা জাতীয় রাজনীতির অলিন্দে কংগ্রেসের ‘ওয়ার রুম’ বলেই পরিচিত। দশকের পর দশক ধরে নয়াদিল্লিতে কংগ্রেসের রণকৌশল এখানে বসেই ঠিক হতো। আজ এই ঠিকানা হাতছাড়া হতে চলেছে। গুরুদ্বার রাকাবগঞ্জ রোডের সরকারি বাংলো এতদিন কংগ্রেসের কোনও সাংসদের নামে বরাদ্দ থাকত। এই বাংলোয় ‘ওয়ার রুম’ চলত। এবার সেটা বিজেপির সমর্থনে হরিয়ানা থেকে রাজ্যসভায় জিতে আসা নির্দল সাংসদ কার্তিকেয় শর্মার জন্য বরাদ্দ করা হয়েছে। সুতরাং কংগ্রেসের ‘ওয়ার রুম’‌ বন্ধ হচ্ছে।

অন্যদিকে বিজেপি এই সরকারি বাংলো থেকে কংগ্রেসকে ঠিকানাচ্যুত করতে চাইছিল। তার জন্য সুযোগ খুঁজছিল। এবার তাতে সাফল্য মিলল। এই বিষয়ে কংগ্রেস নেতা মণীশ চতরথ বলেন, ‘‌যে সাংসদের নামে বাংলোটি বরাদ্দ ছিল, তাঁর মেয়াদ শেষ হয়েছে। তাই বাংলো ছেড়ে দিতে হবে।’‌ ইউপিএ জমানার শুরুতে রাষ্ট্রপতি মনোনীত এক সাংসদের নামে বাংলোটি বরাদ্দ ছিল। পরে বাংলো বরাদ্দ হয় রাজ্যসভায় মনোনীত অভিনেত্রী রেখার নামে। পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্যও বাংলোটি পেয়েছিলেন। সুতরাং এখন ওয়ার রুম আর কংগ্রেসের থাকছে না।

আরও পড়ুন:‌ আবার কি মুখ্যমন্ত্রী–রাজ্যপাল মুখোমুখি দেখা হতে চলেছে?‌ নয়াদিল্লিতে একই বাড়িতে দু’‌জন

আর কী জানা যাচ্ছে?‌ এই ওয়ার রুম ছিল রাজধানীর নির্জন এলাকায়। তাই গোপন বৈঠক করা হতো। অনেক উত্থান–পতনের সাক্ষী এই বাংলো। এই ওয়ার রুমে দুটি অত্যাধুনিক কনফারেন্স রুম, একাধিক অস্থায়ী কেবিন, তথ্য–পরিসংখ্যান বিশ্লেষণের পরিকাঠামো আছে। এই ওয়ার রুম হাতছাড়া হওয়ার বিষয় নিয়ে কংগ্রেস নেতা মণীশ চতরথ সংবাদমাধ্যমে বলেন, ‘‌আপাতত ওয়ার রুম ছাড়তে হবে। তারপর নয়াদিল্লির কোটলা মার্গে কংগ্রেসের নতুন সদর দফতর হবে। সেখান থেকেই ওয়ার রুমের কাজ চলবে।’‌

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

রাজ্যে শুরু ২০২৫ সালের বাজেটের প্রস্তুতি, এবারও কি বাড়বে সরকারি কর্মীদের ডিএ? উৎসবের রাজপথে চৌকি বইলেন চিকিৎসকরা, শিরদাঁড়ার জোরের কাছে হার মানল কলকাতা পুলিশ সে জানে আমার জন্য কোনটা ভালো- নিজের সাফ্যলের কৃতিত্ব কাকে দিলেন মায়াঙ্ক? পুজোয় শুধু ঘর নয়, আলোর বন্যায় সেজে উঠুক বাগান-ছাদও,রইল টিপস ঋতাভরীর চোখে তাঁর মা দুর্গা এবং আর দিদি লক্ষ্মী! পুজোর আগে আবেগে ভাসলেন নায়িকা পুজোয় এবার বানিয়ে ফেলুন পেঁয়াজ পায়েস! ঠাকুরবাড়ির বিখ্যাত পরমান্ন ৭৬৩ বছর ধরে পূজিত হন ‘বুড়ো মা’, রানাঘাটের এই পুজোর নেপথ্যে চমকপ্রদ ইতিহাস Bahurupi Review: ‘এটা রক্তবীজের বাপ…সময়োপযোগী', বহুরূপীর রিভিউ দিলেন কৌশিক ধ্রুপদী শিরোপার মান রাখতে বেসরকারি স্কুলে বাংলা ফেরাতে উদ্যোগী রাজ্য ভিডিয়ো: এবি ডি'ভিলিয়ার্সের ব্যাটিং দুর্বলতা কী? পার্থিব প্যাটেলের মজার উত্তর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.