HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ঘরে বাইরে > Covid-19 Vaccine: করোনা আক্রান্ত ২৫ লাখ পারের মধ্যেই আশা জোগালেন মোদী, ৩ টিকা কোন পর্যায়ে আছে?

Covid-19 Vaccine: করোনা আক্রান্ত ২৫ লাখ পারের মধ্যেই আশা জোগালেন মোদী, ৩ টিকা কোন পর্যায়ে আছে?

শুধু তাই নয়, ভারতে কমপক্ষে আরও চারটি ‘ভ্যাকসিন ক্যান্ডিডেট’ চূড়ান্ত প্রি-ক্লিনিকাল পর্যায়ে আছে।

ভারতে তিনটি টিকা হিউম্যান ট্রায়ালের বিভিন্ন পর্যায়ে আছে, জানালেন মোদী (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স)

স্বাধীনতা দিবসের দিন সকালে ভারতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ছাড়িয়ে গেল। যদিও সেই পরিসংখ্যান প্রকাশের কিছুক্ষণ আগেই লালকেল্লার মঞ্চ থেকে আশা দেখিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, ভারতে তিনটি করোনা টিকার ট্রায়াল চলছে। একবার তা সবুজ সংকেত পেলেই বৃহাদাকারে উৎপাদন শুরু করে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল আটটা থেকে শনিবার আটটা পর্যন্ত) দেশে ৬৫,০০২ জন নয়া করোনা আক্রান্তের হদিশ মিলেছে। তার জেরে গত ৩০ জানুয়ারি প্রথম করোনা আক্রান্তের খোঁজ পাওয়ার পর স্বাধীনতা দিবসে ভারতে মোট সংক্রমিতের সংখ্যা ২৫ লাখ ছাড়িয়ে যায়। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৫২৬,১৯৩। মৃতের সংখ্যাও বেড়ে হয়েছে ৪৯,০৩৬। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় ৯৯৬ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, করোনা যুদ্ধে জয়ী হয়েছেন ১,৮০৮,৯৩৭ জন রোগী।

সেই উদ্বেগজনক পরিসংখ্যানের আগে অবশ্য আশার ঝিলিক দেখিয়ে মোদী জানান, করোনার টিকা ছাড়পত্র পেলে তা কীভাবে প্রত্যেক ভারতবাসীর কাছে পৌঁছাবে, সেই রোডম্যাপ তৈরি আছে। তিনি বলেন, ‘আমাদের বিজ্ঞানী অত্যন্ত কঠোর পরিশ্রম করছেন। ভারতে একটা বা দুটো নয়, ট্রায়ালের বিভিন্ন ধাপে আছে তিনটি টিকা। আমাদের বিজ্ঞানীরা সবুজ সংকেত দিলেই বৃহদাকারে উৎপাদন শুরু হবে। আমরা সেজন্য ইতিমধ্যে প্রস্তুত আছি। উৎপাদনের পাশাপাশি যতদূর কম সম্ভব সময়ে প্রত্যেক ভারতবাসীর কাছে কীভাবে টিকা পৌঁছায়, তা নিশ্চিত করতে একটি রোডম্যাপও আঁকা আছে।’

কোন কোন করোনা টিকার কথা বলেছেন মোদী?

ভারতে যে তিনটি টিকার মানবদেহে পরীক্ষানিরীক্ষা চলছে, তার মধ্যে দুটিই তৈরি করেছে ভারত বায়োটেক। 

১) কোভ্যাক্সিন (Covaxin) : ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল কাউন্সিলের (আইসিএমআর) সঙ্গে যৌথভাবে 'কোভ্যাক্সিন' (Covaxin) তৈরি করছে ভারত বায়োটেক। সেটির দ্বিতীয় পর্যায়ের হিউম্যান ট্রায়াল চলছে। এই পর্যায়ে শরীরের বিভিন্ন কোষ এবং ফ্লুইডের প্রতিক্রিয়া খতিয়ে দেখা হবে। সংস্থার তরফে জানানো হয়েছে, ১৫ মাসের বেশি ট্রায়াল চলবে।

২) জাইডকোভ ডি (ZydCov D) : ভারতের দ্বিতীয় ‘ভ্যাকসিন ক্যান্ডিডেট’ তৈরি করছে ভারত বায়োটেকের জাইডাস ক্যাডিলা। সেই সম্ভাব্য টিকার নাম জাইডকোভ ডি (ZydCov D)। যা একটি ডিএনএ-নির্ভর প্রতিষেধক। আপাতত দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল চলছে। সংস্থার আশা, আগামী বছরের মধ্যে টিকার চূড়ান্ত ছাড়পত্র পেয়ে যাবে।

৩) চ্যাডক্স১-এস (ChAdOx1-S০) : অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং সুইডিশ-ব্রিটিশ বায়োটেক সংস্থা অ্যাস্ট্রাজেনেকা যৌথভাবে সেই সম্ভাব্য টিকা তৈরি করেছে। ব্রাজিল ও আমেরিকা-সহ বিশ্বের বিভিন্ন অংশে সম্ভাব্য টিকার তৃতীয় তথা শেষ পর্যায়ের ট্রায়াল চলছে। ভারতে সেই টিকার ট্রায়াল শুরু করার জন্য ইতিমধ্যে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার (ডিসিজিআই) অনুমোদন পেয়েছে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এসআইআই)। আগামী নভেম্বরের মধ্যে ট্রায়াল শেষ হবে। সংস্থার তরফে জানানো হয়েছে, যদি মানবদেহে পরীক্ষানিরীক্ষা সফল হয়, তাহলে ১০০ কোটি ডোজ তৈরি করা হবে।

শুধু তাই নয়, ভারতে কমপক্ষে আরও চারটি ‘ভ্যাকসিন ক্যান্ডিডেট’ চূড়ান্ত প্রি-ক্লিনিকাল পর্যায়ে আছে। সেগুলি শীঘ্রই মানুষের উপর প্রয়োগ করে পরীক্ষানিরীক্ষার পর্যায়ে প্রবেশ করবে। চারটি সম্ভাব্য টিকাই কেন্দ্রের জৈবপ্রযুক্তি বিভাগের তত্ত্বাবধানে হচ্ছে।

ঘরে বাইরে খবর

Latest News

দুয়ারে রেশন নিয়ে সুপ্রিম কোর্টে ‘বিস্ফোরক হলফনামা’ কেন্দ্রের, ফের দুর্নীতি? MI বোলারদের যখন ছাতু করছিলেন ম্যাকগার্ক, তখন রাগে ফেটে পড়েন হার্দিক- ভিডিয়ো টোটোচালক থেকে প্রভাবশালী, শাহজাহানের শাগরেদ আবু তালেবকে তন্ন তন্ন করে খুঁজছে CBI 'বউয়ের 'স্ত্রীধন' নিয়ন্ত্রণে রাখতে পারেন না স্বামী', রাস্তা দেখাল সুপ্রিম কোর্ট বুড়ো হাড়েই ভেলকি, ফিটনেস রহস্যটা কি? ফাঁস করলেন ধোনির কোচ MI-এর পঞ্চম ব্যাটার হিসেবে IPL-এ ছক্কার সেঞ্চুরি সূর্যর, বাকিরা কারা? খুঁটিয়ে দেখা হল এক একটা জিনিস, কেমন ছিল কলকাতার নয়া রুটে মেট্রোর ট্রায়াল রান? বৈশাখের জ্বালাপোড়া গরমে আবির-মিমির আলাপ যেন মিষ্টি প্রেমের দমকা বাতাস,কেমন হল? ঢাকা প্রিমিয়র লিগে ‘মহিলা আম্পায়ার’, মাঠে নামতে চাইলেন না বাংলাদেশের ক্রিকেটাররা কেমন কাটবে আগামিকাল? কারা পাবেন ভাগ্যের সাহায্য? জেনে নিন ২৮ এপ্রিলের রাশিফল

Latest IPL News

MI বোলারদের যখন ছাতু করছিলেন ম্যাকগার্ক, তখন রাগে ফেটে পড়েন হার্দিক- ভিডিয়ো বুড়ো হাড়েই ভেলকি, ফিটনেস রহস্যটা কি? ফাঁস করলেন ধোনির কোচ ১৫ বলে হাফ-সেঞ্চুরি ম্যাকগার্কের, তিলকের ব্যাটে লড়ে হার মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ চলাকালীনই রোহিতের হাত থেকে ঘুড়ি নিয়ে অন্য খেলায় মাতলেন পন্ত,ভাইরাল ভিডিয়ো কান্নাকাটি বন্ধ করে নিজেদের ক্ষমতার সেরা ব্যবহার করো, বোলারদের উপদেশ শাস্ত্রীর 4,4,6,4,4,4: মুড়ি-মুড়কির মতো চার-ছয় স্টাবসের, উডের ওভারে সব বল গেল মাঠের বাইরে স্ট্যাম্প ভেঙে দিয়েছিলাম,আশা করি ওর মনে আছে,দলনায়ককে নিয়ে মন্তব্য আক্রমের! গেইলকে ভয় পান বোল্ট! ১০০ মিটারে ক্রিকেটারের সঙ্গে দৌড়াতে নারাজ তারকা দৌড়বিদ টি-২০ বিশ্বকাপের ভারতীয় দলে ঋষভ পন্ত না সঞ্জু স্যামসন-কাকে বাছলেন সৌরভ? চোখের নিমেষে ৫০, নিজের পুরনো নজির ছুঁলেন ফ্রেজার, বেঁচে গেল গেইলের বিশ্বরেকর্ড

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.