বাংলা নিউজ > ঘরে বাইরে > Manish Sisodia moves Supreme Court: গ্রেফতারির বিরোধিতায় সুপ্রিম কোর্টে সিসোদিয়া, আবগরি মামলায় স্বস্তি পাবে AAP?

Manish Sisodia moves Supreme Court: গ্রেফতারির বিরোধিতায় সুপ্রিম কোর্টে সিসোদিয়া, আবগরি মামলায় স্বস্তি পাবে AAP?

দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া  (HT_PRINT)

দিল্লি আবগারি কেলেঙ্কারি মামলায় রবিবার আম আদমি পার্টির 'সেকেন্ড ইন কমান্ড'কে গ্রেফতার করে সিবিআই। এরপর গতকাল বিশেষ সিবিআই বিচারক এমকে নাগপালের এজলাসে পেশ করা হয়েছিল সিসোদিয়াকে। দুই পক্ষের সওয়াল জবাবের পর বিচারক সিসোদিয়াকে ৪ মার্চ পর্যন্ত সিবিআই হেফজতে পাঠান।

সিবিআই-এর হাতে নিজের গ্রেফতারির বিরোধিতায় সুপ্রিম কোর্টে গেলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। আজ প্রধান বিচারপতির সামনে এই মামলাটি উত্থাপিত করা হতে পারে। এর আগে গতকালই সিসোদিয়াকে পাঁচদিনের জন্য সিবিআই হেফাজতে পাঠিয়েছিল দিল্লির আদালত। প্রসঙ্গত, দিল্লি আবগারি কেলেঙ্কারি মামলায় রবিবার আম আদমি পার্টির 'সেকেন্ড ইন কমান্ড'কে গ্রেফতার করে সিবিআই। এরপর গতকাল বিশেষ সিবিআই বিচারক এমকে নাগপালের এজলাসে পেশ করা হয়েছিল সিসোদিয়াকে। দুই পক্ষের সওয়াল জবাবের পর বিচারক সিসোদিয়াকে ৪ মার্চ পর্যন্ত সিবিআই হেফজতে পাঠান। আর এই আবহে আজ সুপ্রিম কোর্টে এই গ্রেফতারির বিরোধিতা করে মামলা করলেন সিসোদিয়া। (আরও পড়ুন: ১৮ দফতরের দায়িত্বে থাকা সিসোদিয়ার গ্রেফতারির পর এবার কোন পথে হাঁটবেন কেজরিওয়াল?)

উল্লেখ্য, ২০২১-২২ সালের দিল্লির আবগারি নীতি প্রণয়ন নিয়ে দুর্নীতির অভিযোগের তদন্ত করছে সিবিআই। এই মামলায় বেশ কয়েক মাস ধরেই সিসোদিয়ার ওপর নজর ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। সিসোদিয়ার বিরুদ্ধে অভিযোগ, এক শ্রেণির ব্যবসায়ীদের সুবিধা পাইয়ে দেওয়া হয়েছিল এই নীতিতে। সেই নিয়ে দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের নির্দেশে তদন্ত করে সিবিআই। মুখ্য সচিবের প্রতিবেদনের প্রেক্ষিতেই এই সুপারিশ করেন লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা। দিল্লির মুখ্য সচিবের রিপোর্টে আবগারি নীতিতে উপমুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এর আগে এই মামলার তদন্তে মণীশ সিসোদিয়ার বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। তাঁর ব্যাঙ্কের লকারেও তল্লাশি চালানো হয়েছিল। সিসোদিয়ার পাশাপাশি দিল্লির তৎকালীন আবগারি কমিশনার আরভ গোপী কৃষ্ণের বাড়িতেও অভিযান চালিয়েছিল সিবিআই। উল্লেখ্য, আবগারি দফতর মণীশ সিসোদিয়ারই অধীনে। শুধু আবগারি নয়, শিক্ষা, স্বাস্থ্য, অর্থের মতো গুরুত্বপূর্ণ ১৮টি দফতরের দায়িত্ব রয়েছে সিসোদিয়ার ওপর।

রবিবার সিসোদিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল সিবিআই। সিবিআই দফতরে যাওয়ার আগেই সিসোদিয়া 'ভবিষ্যদ্বাণী' করেছিলেন যে তিনি জেলে যাবেন। এই আবহে দীর্ঘ প্রায় ৮ ঘণ্টার জেরার পর তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতা করার অভিযোগ উঠেছে। সোমবারও আদালতে সিবিআই সিসোদিয়ার বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেছে। এদিকে এই দুর্নীতি মামলায় করা এফআইআর-এ সিসোদিয়ার নাম এক নম্বর অভিযুক্ত হিসেবে রয়েছে। যদিও এই নিয়ে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে সরব হয়েছে আম আদমি পার্টি।

বন্ধ করুন