বাংলা নিউজ > ঘরে বাইরে > Delhi Municipal Election: ৪৫ শতাংশ মনোনয়ন বাতিল করা হল, মোট প্রার্থী কতজন?

Delhi Municipal Election: ৪৫ শতাংশ মনোনয়ন বাতিল করা হল, মোট প্রার্থী কতজন?

দিল্লি নির্বাচন কমিশনার বিজয় দেব (Photo by Sanchit Khanna/ Hindustan Times) (Hindustan Times)

নির্বাচন কমিশন জানিয়েছে, অন্তত ২৪টি ওয়ার্ডে ত্রিমুখী লড়াই হবে।৫৩টি ওয়ার্ডে চারজন করে প্রার্থী থাকবেন। ৫৯টি ওয়ার্ডে পাঁচজন করে প্রার্থী থাকবেন। সব মিলিয়ে ৭৫,০৭,৫০০ টাকার নমিনেশন ফি আদায় করেছে ১৪১৬জন প্রার্থীর কাছে থেকে।

পরশ সিং

রাজধানী দিল্লির ২৫০টি মিউনিপ্যাল ওয়ার্ডের ভোটে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করল রাজ্য নির্বাচন কমিশন। সব মিলিয়ে ১৪১৬ জন প্রার্থীর  তালিকা প্রকাশ করা হয়েছে। ১১৯৬টি আবেদনকে বাতিল করা হয়েছে।

তবে ২০১৭ সালের পুরভোটে অন্তত ২৮০৯জন প্রার্থী ছিলেন ২৭২টি ওয়ার্ডে। তবে সম্প্রতি ডিলিমিটেশনের জেরে ওয়ার্ডের সংখ্য়া কিছুটা কমে গিয়েছে। প্রার্থীর সংখ্যাও কমে গিয়েছে। এত প্রার্থীপদ বাতিল হল কেন?

নির্বাচন কমিশন জানিয়েছে, আসলে প্রচুর ক্ষেত্রে নথিপত্র ঠিক ছিল না।প্রস্তাবকদের কাগজপত্রও ছিল না। জাতিগত শংসাপত্রেরও সমস্য়া ছিল।

এদিকে অনেকেই একাধিক মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যার জেরেও মনোনয়ন বাতিল হয়ে যায়। পার্টিগত হিসাবে দেখা যাচ্ছে আপ ও বিজেপি ২৫০জন করে প্রার্থী দিয়েছে। কংগ্রেস ২৪৭জন প্রার্থী দিয়েছেন। সব মিলিয়ে এবার ৪৩৯জন নির্দল প্রার্থী রয়েছেন। বহুজন সমাজ পার্টির প্রার্থী রয়েছেন ১৩৮জন। অন্য়ান্য ১১টি রাজনৈতিক দল যেমন মিম, সমাজবাদী পার্টি, জনতা দল ইউনাইটেড,এই নির্বাচনী লড়াইতে নামছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, অন্তত ২৪টি ওয়ার্ডে ত্রিমুখী লড়াই হবে।৫৩টি ওয়ার্ডে চারজন করে প্রার্থী থাকবেন। ৫৯টি ওয়ার্ডে পাঁচজন করে প্রার্থী থাকবেন। সব মিলিয়ে ৭৫,০৭,৫০০ টাকার নমিনেশন ফি আদায় করেছে ১৪১৬জন প্রার্থীর কাছে থেকে। 

বন্ধ করুন