বাংলা নিউজ > ঘরে বাইরে > ফের রাহুল গান্ধীকে সভাপতি করার দাবি সনিয়ার বৈঠকে, গুজরাতে দায়িত্ব পেলেন হার্দিক

ফের রাহুল গান্ধীকে সভাপতি করার দাবি সনিয়ার বৈঠকে, গুজরাতে দায়িত্ব পেলেন হার্দিক

রাহুল গান্ধী 

সংসদের আগামী অধিবেশনের রণকৌশল ঠিক করতে এই বৈঠক হয়েছিল। 

শনিবার কংগ্রেস সাংসদদের একটি বৈঠকে রাহুল গান্ধীর সামনেই তাঁকে দলের দায়িত্ব নেওয়ার জন্য বায়না জুড়লেন অনেকেই। এখনই রাহুল দায়িত্ব নিলে কংগ্রেস সঠিক পথে যেতে পারে বলে তাঁরা মনে করেন। অন্যদিকে তরুণ তুর্কী হার্দিক প্যাটেলকে গুজরাত কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি হিসাবে নিযুক্ত করলেন সনিয়া গান্ধী। 

শনিবার কোভিড পরিস্থিতি ও দেশের সামগ্রিক হাল হকিকত নিয়ে একটি বৈঠক ডেকেছিলেন সনিয়া গান্ধী। সেখানে কথা ঘুরে যায়। অনেকেই দাবি করতে থাকেন যে দ্রুত রাহুলকে দলের সভাপতি পদে ফেরানো হোক। প্রসঙ্গত লোকসভা ভোটে ভরাডুবির পর দায়িত্ব ছেড়েছিলেন রাহুল। ফের দায়িত্ব নেন সনিয়া। কিন্তু এক বছরের কুল-অফ পিরিয়ডের পর রাহুল আবার সভাপতি হিসাবে আসীন হন, সেটাই চান অনেক সাংসদ। 

লোকসভায় কংগ্রেসের চিফ হুইপ কে সুরেশ প্রথমে এই দাবি করেন। তাঁকে সমর্থন করেন ভার্চুয়াল বৈঠকে উপস্থিত থাকা অধিকাংশ সাংসদ। সুরেশ বলেন যে করোনা পরিস্থিতিতে যেভাবে রাহুল সরকারের বিরুদ্ধে ইস্যু নিয়ে সরব হচ্ছেন, তাঁর দায়িত্ব নেওয়ার সময় হয়েছে।  এই কথাকে সমর্থন করেন গৌরব গোগোই, সপ্তগিরি উলাকা, মানিকরাম ঠাকুর প্রভৃতি। বৈঠকে উপস্থিত সনিয়া ও রাহুল যদিও এই নিয়ে কিছু বলেননি। 

এদিনের বৈঠকে আসন্ন বর্ষাকালীন অধিবেশনে কংগ্রেসের রণকৌশল ঠিক করা হয়। কোভিড থেকে চিন, এই নিয়ে সরকারকে বিঁধতে চায় কংগ্রেস। একই সঙ্গে এমপি ল্যাডের টাকা বন্ধ করা ও জ্বালানির দাম বৃদ্ধি নিয়েও সংসদ উত্তপ্ত হবে, সেটা এদিন কংগ্রেস নেতাদের বক্তব্যে স্পষ্ট। 

রাহুল গান্ধী বলেন তাঁরা চিন ইস্যুতে রাজনীতি করতে চান না। কিন্তু যেভাবে সরকার তথ্য ধামাচাপা দিচ্ছে ও পরস্পরবিরোধী কথা বলছে বলে তিনি মনে করেন, সেটা নিয়ে কেন্দ্রের কাছ থেকে জবাবদিহি চাওয়া হবে। 

অন্যদিকে এদিন গুজরাত কংগ্রেসের দায়িত্ব দেওয়া হল প্যাটেল নেতা হার্দিক প্যাটেলকে। গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস হেরে গেলেও ভালো ফল করেছিল। কিন্তু তারপর থেকেই ক্রমশ একে একে বিধায়ক গেরুয়া শিবিরে যোগ দিচ্ছেন। দলের মনোবল তলানিতে। লোকসভা ভোটে সুইপ করার পর থেকেই ক্রমশ রাজ্যে শক্তি বাড়াচ্ছে বিজেপি। 

সেই পরিস্থিতি প্যাটেল কোটার জন্য আন্দোলনের পুরোভাগে থাকা তরুণ নেতা হার্দিক প্যাটেলের ওপর দায়িত্ব দিলেন সনিয়া গান্ধী। সচারচর কংগ্রেসে খুব একটা তরুণ নেতাদের প্রমোট করা হয় না, যদি না তাঁরা কোনও রাজনৈতিক পরিবারের সদস্য হন। সেদিক থেকে হার্দিক প্যাটেলের গুজরাাত কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি হিসাবে নির্বাচন, বিশেষ ইঙ্গিতবাহী। কিছুদিন আগেই কর্নাটক কংগ্রেসের দায়িত্ব নিয়েছেন আরেক জনপ্রিয় নেতা ডিকে শিবকুমার।  

আগামী দিনে যদি রাহুল গান্ধী ফের কংগ্রেসের দায়িত্বনেন, তাহলে তাঁর অনেক পছন্দের লোককে তিনি পাবেন বিভিন্ন রাজ্যের কংগ্রেস সংগঠনের মাথায়। 

বন্ধ করুন