বাংলা নিউজ > ঘরে বাইরে > Govt Employees Salary Hike: মহার্ঘ ভাতা বাড়েনি, তবে সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির কাজ চলছে, ঘোষণা বাংলাদেশের

Govt Employees Salary Hike: মহার্ঘ ভাতা বাড়েনি, তবে সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির কাজ চলছে, ঘোষণা বাংলাদেশের

মহার্ঘ ভাতা বাড়েনি, তবে সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির কাজ চলছে, ঘোষণা বাংলাদেশের। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রবি কুমার)

মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে বেতন কীভাবে বাড়ানো হচ্ছে, তা এখন স্পষ্ট নয়৷ বেতন বৃদ্ধি জুলাই থেকে কার্যকর হতে পারে৷ সরকারি চাকুরেরা শতকরা ২০ ভাগ মহার্ঘ ভাতা দাবি করেছিলেন৷

বাজেটে মহার্ঘ ভাতার ঘোষণা না থাকলেও মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে সরকারি চাকুরেদের বেতন বাড়ানোর একটি প্রক্রিয়া চলছে৷ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন, এটা প্রধানমন্ত্রী কয়েকবার বলেছেন, বাকি কাজ অর্থ মন্ত্রকের৷

মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে বেতন কীভাবে বাড়ানো হচ্ছে, তা এখন স্পষ্ট নয়৷ বেতন বৃদ্ধি জুলাই থেকে কার্যকর হতে পারে৷ সরকারি চাকুরেরা শতকরা ২০ ভাগ মহার্ঘ ভাতা দাবি করেছিলেন৷

বাংলাদেশে সরকারি চাকুরেদের সর্বশেষ পে-স্কেল ঘোষণা করা হয় ২০১৫ সালে৷ প্রতি পাঁচ বছর পরপর তাঁদের বেতন বাড়ার কথা৷ আট বছর হয়ে গেলেও করোনা এবং ইউক্রেন যুদ্ধের কারণে এই সময়ে আর বাড়ানো হয়নি৷ তবে প্রতিবছর শতকরা পাঁচ ভাগ হারে ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে৷ সেই হিসেবে সরকারি কর্মচারীরা আট বছরে ৪০ ভাগ ইনক্রিমেন্ট পেয়েছেন৷

কিন্তু অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, সরকারি চাকুরিরা মোট কর্মরত জনগোষ্ঠীর পাঁচ ভাগের বেশি নয়, তাই তাদের বেতন বাড়ালে বাকিদের কী হবে? আসলে এখন প্রয়োজন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ৷ তা না করে বেতন বাড়ালে মূল্যস্ফীতি আরও বাড়বে৷ মে মাসে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যে মূল্যস্ফীতির হিসাব দিয়েছে তা গত এক দশকে সর্বোচ্চ ৯.৯৪ শতাংশ৷

জনপ্রশাসন মন্ত্রণকের তথ্য বলছে, দেশে সরকারি চাকরিজীবী প্রায় ১৪ লাখ৷ তবে বিভিন্ন কর্পোরেশন এবং এমপিওভুক্ত শিক্ষক-সহ এই সংখ্যা প্রায় ২২ লাখ৷ চলতি অর্থবছরে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা খাতে ৭৩ হাজার ১৭৩ কোটি টাকা লাগছে৷ প্রস্তাবিত বজেটে (২০২৩-২৪) বেতন-ভাতা বাবদ ৭০ হাজার ৭০১ কোটি টাকা এবং পেনশন বাবদ ২৩ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে৷ সব মিলিয়ে বরাদ্দ ৯৩ হাজার ৭০১ কোটি টাকা৷

সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা, পেনশন-সহ অন্যান্য খরচ বাবদ মোট বাজেটের ২২ থেকে ২৮ শতাংশ ব্যয় হয়৷ আর গত এক দশকে সরকারি চাকুরেদের বেতন-ভাতা বাবদ সরকারের খরচ ২২১ ভাগ বেড়েছে৷ সর্বশেষ জনশুমারি বলছে, দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ৷ সেই হিসেবে সরকারি চাকরিজীবীরা দেশের মোট জনগোষ্ঠীর দেড় শতাংশেরও কম৷

গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মহাসচিব নজরুল ইসলাম বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেই অনুযায়ী অর্থ মন্ত্রক কাজ শুরু করেছে বলে আমরা জেনেছি৷ আমাদের প্রতি বছর যে পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট দেয়, এবার মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে আরও কিছু বাড়িয়ে দেওয়া হবে৷ তবে সেটা আসলে না দেওয়ার আগে আমরা বুঝতে পারছি না যে, আমাদের কী পরিমাণ দেয়া হবে৷ তবে মহার্ঘ ভাতা না দেওয়ায় এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে, আমাদের বেতন বাড়ানোর জন্য এখন আর নতুন পে কমিশন হচ্ছে না৷’

‘বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ’-এর সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বলেন, ‘গত আট বছরে গড়ে প্রতি বছর মূল্যস্ফীতি ছিল আট শতাংশের উপরে৷ আর ইনক্রিমেন্ট দেওয়া হয় পাঁচ শতাংশ করে৷ মূল্যস্ফীতির হিসেবে আমাদের পাওনা হয়েছে ৬৪ শতাংশ৷ কিন্তু আমরা ইনক্রিমেন্ট পেয়েছি মোট ৪০ শতাংশ ৷ তাহলে আরও ২৪ শতাংশ আমাদের এখানেই পাওনা হয়ে গেছে৷ এখন যদি সরকার বলে চলতি বছরে যে মূল্যস্ফীতি সেই পরিমাণ দেওয়া হবে, তাহলে তো আমাদের প্রতি সুবিচার করা হবে না৷’

তিনি আরও বলেন, ‘এখন আমরা অপেক্ষায় আছি৷ প্রধানমন্ত্রী বাজেট অধিবেশনের সমাপনী বক্তৃতায় হয়ত পরিষ্কার করবেন, আমাদের কত কী দেওয়া হবে৷’

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘পরিস্থিতি বিবেচনায় এখন যা মূল্যস্ফীতি, এটা দেখে প্রধানমন্ত্রী সাময়িক ক্ষতিপূরণ ভাতা দেওয়ার কথা বলেছেন৷ কারণ অন্য কোনও পদ্ধতিতে দিলে সেটা স্থায়ী হয়ে যায়৷ এখন এটা অর্থ মন্ত্রকের কাজ৷ কীভাবে দেবে তা, তারা ঠিক করবে৷’

কিন্তু যাঁরা সরকারি চাকরি করেন না, তাঁদের সরকার কীভাবে ক্ষতিপূরণ দেবে জানতে চাইলে তিনি বলেন, ‘মূল্যস্ফীতি কমানোর উদ্যোগ নিচ্ছে সরকার৷ এই যেমন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়ে পেঁয়াজের দাম কমানো হয়েছে৷ আরও পণ্যের ক্ষেত্রে এটা করা হবে৷ তবে ডলার সংকট না কাটলে অনেক কিছুই করা যাবে না৷ উপায় নেই৷’

তাঁর কথায়, ‘মূল্যস্ফীতি না কমাতে পারলে বেতন বাড়িয়ে কোনও সমাধান হবে না৷ আর সরকার কৃচ্ছতা সাধনের চেষ্টা করছে৷ কিন্তু আমাদের যা স্বভাব তা তো সহজে বদলায় না৷’

এবার বাজেটে সাধারণ মানুষের ওপর করের বোঝা আরও বাড়ানো হয়েছে৷ সারচার্জ সীমা তিন কোটি থেকে বাড়িয়ে চার কোটি টাকা করা হয়েছে৷ পাশাপাশি টিআইএন-ধারীদের মধ্যে যাদের কোনো করযোগ্য আয় নেই তাদেরও রিটার্ন সাবমিট করতে কমপক্ষে দুই হাজার টাকা দিতে হবে৷ কর দেওয়ার যোগ্যদের করের আওতায় না এনে, কর ফাঁকির বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে, বাজেটে ইনডিরেক্ট ট্যাক্স (যেমন: ভ্যাট) বাড়ানো হচ্ছে৷ এই ট্যাক্স ধনী-গরিব সবাইকে সমান হারে দিতে হয়৷

কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সহ-সভাপতি এস এম নাজের হোসেন বলেন, ‘এবার বাজেটে যেভাবে ইনডাইরেক্ট ট্যাক্স বাড়ানো হয়েছে, তাতে সাধারণ মানুষ করের ভারে পিষ্ট হবে৷ মূল্যস্ফীতি আরও বেড়েছে৷ বাজেটে এটা কমানোর কোনও পদক্ষেপ নেই৷ সরকার এখন বাজটের বাইরে গিয়ে সরকারি চাকুরেদের বেতন বাড়ানোর উদ্যোগ নিয়েছে ভিন্ন উপায়ে৷ কিন্তু সাধারণ মানুষের জন্য তো কিছু করা হয়নি৷ তাদেঁর তো বেতন বাড়বে না৷ তাহলে তাঁরা চলবে কীভাবে? কৃচ্ছতাসাধন তাহলে কার জন্য?’

তাঁর কথায়, ‘আমার ধারণা, রাজনৈতিক কারণে সরকার সরকারি চাকুরিজীবীদের ভিন্ন উপায়ে বেতন বাড়াতে যাচ্ছে৷ হয়ত সামনে নির্বাচন, তাই তাঁদের খুশি রাখতে চাইছে৷ কিন্তু এতে মূল্যস্ফীতি আরও বাড়বে৷ সরকার যদি মূল্যস্ফীতি কমানোর ব্যবস্থা করত, তাহলে সবার লাভ হত৷ সবাই স্বস্তি পেতে৷’’

সিপিডির ২০১৮ সালের সমীক্ষায় দেখা গিয়েছিল বাংলাদেশে বছরে কোটি টাকা আয় করেন, এমন জনগোষ্ঠীর ৬৭ শতাংশ কর আওতার বাইরে আছেন৷ তাঁরা সারা দেশেই ছড়িয়ে আছেন৷ কিন্তু তাঁদের করের আওতায় আনা যাচ্ছে না৷

অন্যদিকে বাংলাদেশের শীর্ষের ১০ ভাগ লোকের হাতে জাতীয় আয়ের ৩৫ ভাগ৷ তাঁরা যদি কমপক্ষে ১০ শতাংশ করও দেন, তাহলে জিডিপির অনুপাতে ৩.৫ শতাংশ কর সেখান থেকে আসার কথা৷ কিন্তু সেটা আসছে না৷

সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)-এর নির্বাহী পরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সেলিম রায়হান বলেন, ‘আমাদের পুরো কর কাঠামোর কারণেই সাধারণ মানুষ পিষ্ট হচ্ছে৷ ধনীদের একটি বড় অংশ, যাঁরা কর দিতে সক্ষম, তাঁরা কর দেন না বা কর কম দেন৷ তাঁরা কর ফাঁকি দেয়৷ যাঁদের সম্পদ ও আয় বেশি, তাঁরা বেশি কর দেবেন৷ এটাই ন্যায়সংগত কর ব্যবস্থা৷ কিন্তু এখানে তার উল্টো৷ আমাদের ইনডিরেক্ট ট্যাক্স তো ধনী যা দেয়, গরিবও তা দেয়৷ এটা তো হতে পারে না৷’

আরও পড়ুন: Pori Moni: ‘সেলিব্রেশন শেষ, রাজ চলে গেল রাজের মতো…’, মিলন নয়, বিচ্ছেদের পথেই হাঁটছেন পরীমনি!

এই পরিস্থিতিতে সরকারি কর্মচারীদের বেতন বাড়ানো কোনও সমাধান আনবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘সরকারি কর্মচারীরা আমাদের শ্রম বাজারের পাঁচ ভাগেরও কম৷ তাঁদের বেতন বাড়লে বাকি ৯৫ ভাগ কী করবে? মূল্যস্ফীতি সরকার যা বলছে, তার চাইতে অনেক বেশি৷ মজুরি বাড়ার হার তার তুলনায় অনেক কম৷ কিন্তু বাজেটে মূল্যস্ফীতি কমানোর কোনও ব্যবস্থা রাখা হয়নি৷ এবার বজেটে সর্বাধিক গুরুত্ব পাওয়া দরকার ছিল মূল্যষ্ফীতির৷ সরকার হয়ত সামনের চাপ সামলাতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের খুশি করতে, বাজেটের বাইরে গিয়ে কোওন একটা প্রক্রিয়ায় তাদের বেতন বাড়াচ্ছে৷ কিন্তু ব্যক্তি খাত বা শ্রম বাজারে যারা আছেন, তাঁদের কী হবে? তাঁরা বেতন বাড়ানোর কথা বললে তো চাকরিও চলে যেতে পারে৷ তাই সবাইকে স্বস্তি দিতে হলে মূল্যস্ফীতি কমানোর কোনও বিকল্প নেই৷’

তাঁর কথায়, ‘মূল্যস্ফীতির অনেকগুলো কারণ আছে, তার মধ্যে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো হলে তার প্রভাবেও মূল্যস্ফীতি বাড়বে৷ যাঁদের বেতন বাড়বে, তাঁরা হয়ত সেটা সামলাতে পারবে, কিন্তু যাঁদের বাড়বে না, তাঁরা কী করবে?’

আরও পড়ুন: Hero Alom: বিস্ফোরক দাবি হিরো আলমের, বললেন ‘গতবার জোর করে হারানো হয়েছে আমায়, এবার জিতবই’

প্রস্তাবিত বাজটে সরকারি চাকুরিজীবীদের আবাসন সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে৷ অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল বাজেট বক্তৃতায় জানিয়েছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ছয় হাজার ৫০৮টি ফ্ল্যাট নির্মাণ করা হবে এবং পাঁচ হাজার ২১১টি ফ্ল্যাট নির্মাণের কাজ চলমান আছে৷ এছাড়া সরকারি কর্মচারীদের জন্য বিদ্যমান আবাসন সুবিধা ৮ শতাংশ থেকে ৪০ শতাংশে উন্নিত করার লক্ষ্য অর্জনে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে৷

এর বাইরে আরও আট হাজার ৮৩৫টি ফ্ল্যাট নির্মাণ ও ৬৪ জেলায় সরকারি কর্মকর্তাদের জন্য ডরমেটরি ভবন নির্মাণের পরিকল্পনা আছে বলে উল্লেখ করা হয় প্রস্তাবিত বাজেটে৷

(বিশেষ দ্রষ্টব্য : প্রতিবেদনটি ডয়চে ভেলে থেকে নেওয়া হয়েছে। সেই প্রতিবেদনই তুলে ধরা হয়েছে। হিন্দুস্তান টাইমস বাংলার কোনও প্রতিনিধি এই প্রতিবেদন লেখেননি।)

ঘরে বাইরে খবর

Latest News

ভোটে জেতার ৬ মাসের মধ্যে ভারতের অংশ হবে পাক অধিকৃত কাশ্মীর, দাবি আদিত্যনাথের রিজপুরের গদি দখলের লড়াইয়ে দিতিপ্রিয়া, কৌশিক, কনীনিকা! কবে আসছে আবার রাজনীতি? বইয়ে ‘সংবেদনশীল তথ্য’ প্রকাশের অভিযোগ, জম্মুতে গ্রেফতার প্রাক্তন পুলিশ সুপার স্পার্কলিং গাউন গায়ে, বিবাহ বার্ষীকিতেও দেদার খরচ মিষ্টি-রেমোর! কী দিলেন উপহার ইস্টবেঙ্গলের যুব দলও পারল না, অধরাই থাকল ট্রফি,ডেভেলপমেন্ট লিগ চ্যাম্পিয়ন পঞ্জাব ভারী বৃষ্টিপাতের কবলে আফগানিস্তানও, বন্যায় ৫০ জনের মৃত্যু রায়বরেলি লোকসভা কেন্দ্র ২০২৪: মায়ের আসনে রাহুলের ভরসা অখিলেশ যাদব ‘দেশের সুরক্ষা নিয়ে আপস করছেন মমতা!’ মতুয়া গড়ে ভোটের আগে সিএএ নিয়ে নড্ডার তোপ তৈরি হবে নিম্নচাপ, তার আগেই অত্যধিক ভারী বৃষ্টির পূর্বাভাস, ঘূর্ণিঝড় কি আসবে? ৪ দিনে ১৯৫০ টাকা বাড়ল দাম, রবিবাসরীয় কলকাতায় কততে বিকোচ্ছে সোনা?

Latest IPL News

ধোনির ১১০ মিটারের ছক্কাই ‘প্লে-অফে পৌঁছে দিল’ RCB-কে! বলের রহস্য ফাঁস কার্তিকের মিলল আনুগত্যের ফল! RCB প্লে অফে যেতেই রাস্তা বন্ধ করে উন্মাদনায় ভাসল বেঙ্গালুরু ভগবানের প্ল্যান..ইউপি-র সতীর্থ যশকে বিশেষ দিনে বার্তা,তাঁকে পাঁচ ছয় মারা রিঙ্কুর IPL প্লে অফে RCB, মাঠে চোখ ভর্তি জল বিরাটের, আপ্লুত অনুষ্কার একাজ দেখার মতো ৩ জন প্রধান প্লেয়ারের চোট পার্থক্য গড়ে দিল- প্লে-অফে উঠতে না পারার অজুহাত রুতুর রুদ্ধশ্বাস লড়াইয়ে ধোনিদের ছিটকে দিয়ে প্লে-অফের টিকিট পকেটে পুরল আরসিবি আদৌ আউট ছিলেন ফ্যাফ? তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে ফের প্রশ্ন উঠে গেল- ভিডিয়ো নীতা আম্বানির সঙ্গে দীর্ঘ কথোপথন রোহিতের, থেকে যাওয়ার অনুরোধ করলেন MI-এর মালকিন? শুরু হয়েই বৃষ্টিতে থমকাল RCB vs CSK ম্যাচ, আতঙ্কের চোরা স্রোত বেঙ্গালুরু শিবিরে WPL-এ খেলেন RCB-তে, IPL-এ সমর্থন CSK-কে, তারকাকে ‘লাথি মেরে তাড়াতে’ বলল ফ্যানরা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.