বাংলা নিউজ > ঘরে বাইরে > Elon Musk's new AI Company: ChatGPT-কে মাত দিতে নয়া সংস্থা চালু ইলন মাস্কের, নাম রাখলেন 'xAI'

Elon Musk's new AI Company: ChatGPT-কে মাত দিতে নয়া সংস্থা চালু ইলন মাস্কের, নাম রাখলেন 'xAI'

ইলন মাস্ক  (REUTERS)

Musk's New company xAI: চ্যাটজিপিটি নিয়ে কয়েকদিন ধরেই 'বিরক্তি' প্রকাশ করছিলেন ইলন মাস্ক। এবার এই ধনকুবের নিজেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংস্থা চালু করলেন। তবে সংস্থার আসল লক্ষ্য নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। জানা যাচ্ছে, মাস্কের 'ফ্যামিলি অফিস' গত মার্চ মাসেই এক্সএআই নামক সংস্থা রেজিস্টার করিয়েছিল। 

বিগত বেশ কেক মাস ধরেই প্রযুক্তি বিশ্বে রীতিমতো ঝড় তুলেছে 'চ্যাটজিপিটি' নামক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাটবলট। 'ওপেন এআই' সংস্থার এই চ্যাটবট যেন সব কিছুরই উত্তর দিয়ে দিতে পারে। বললে গোটা একটা বই বা সিনেমার চিত্রনাট্য বা গানও রচনা করে দেবে। এবং তার সঙ্গে বর্তমান কোনও শিল্পকর্মের কোনও মিলও থাকবে না। অফিসের কাজ থেকে শুরু করে স্কুলের টাস্ক বা পরীক্ষার জবাব, সবই দিয়ে দিতে পারে চ্যাটজিপিটি। তবে এখনও বেশ কিছু ক্ষেত্রে 'খামতি' রয়েছে এই চ্যাটবটের। তবে এর আগে এই ধরনের প্রযুক্তি মানুষের সামনে আসেনি। এই আবহে কয়েক মাস আগেই ইলন মাস্ক আভাস দিয়েছিলেন যে তিনি চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী কোনও চ্যাটবট বাজারে আনতে আগ্রহী। সেই মতো এবার নিজের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংস্থা চালু করলেন মাস্ক। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির এই নয়া সংস্থার নাম 'এক্স এআই'।

ইলন মাস্ক নিজে এক টুইটে বলেছেন, 'বিশ্বের বাস্তবতা বুঝতে এক্সএআই চালু করছি।' জানা গিয়েছে, বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংস্থায় কাজ করা অভিজ্ঞ আধিকারিকদের সঙ্গে নিয়ে এই এক্সএআই সংস্থাটি চালাবেন মাস্ক। গুগলের 'ডিপমাইন্ড', মাইক্রোসফট, টেসলা থেকে আধিকারিকদের এক্সএআই-এ নিয়েছেন মাস্ক। নেভাডার এক স্টেট ফাইলিং থেকে জানা যাচ্ছে, মাস্কের 'ফ্যামিলি অফিস' গত মার্চ মাসেই এক্সএআই নামক এক সংস্থা রেজিস্টার করিয়েছিল। ইতিমধ্যেই এক্সএআই সংস্থার ওয়েবসাইট 'লাইভ' হয়েছে।

এদিকে সম্প্রতি একাধিক ক্ষেত্রে চ্যাটজিপিটি ও ওপেনএআই-এর সমালোচনা করতে দেখা গিয়েছিল মাস্ককে। তাঁর অভিযোগ ছিল, টুইটারের সাহায্যে চ্যাটজিপিটি তৈরি করেছে ওপেনএআই। এই আবহে গত এপ্রিল থেকেই নাকি টেসলার বিনিয়োগকারীদের সঙ্গে মাস্ক বৈঠক শুরু করেছিলেন নয়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংস্থা খোলার জন্য। এদিকে এনভিডিয়া থেকে কয়েক হাজার প্রোসেসর কিনেছেন মাস্ক। এক্সএআই-এর জন্যই সেই প্রোসেসর কেনা হয়েছে বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, টেসলার মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে অনেক কাজ করেছিলেন মাস্ক। তবে এই বছরের শুরুর দিকে তিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ 'বন্ধ রাখার' আবেদন করেছিলেন। এখন সেই মাস্ক নিজেই আলাদা একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংস্থা খুললেন। যদিও এই সংস্থার মূল লক্ষ্য যে কী হবে, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। জানা গিয়েছে, আগামী ১৪ জুলাই টুইটার স্পেসে ইলন মাস্কের তাঁর নতুন এআই সংস্থা নিয়ে একটি আলোচনাসভার আয়োজন করেছেন।

বন্ধ করুন