বাংলা নিউজ > ঘরে বাইরে > দিল্লির অভিশপ্ত বাড়িতে ফের আগুন
দিল্লির রানি ঝাঁসি রোডের অভিশপ্ত বাড়িতে ফের আগুন লাগল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন। আপাতত নিয়ন্ত্রণে এসেছে আগুন।
আনাজ মান্ডির কাছে চারতলা বাড়িটিতে একাধিক কারখানা আছে। রাতে সেখানেই থাকেন চুক্তিভিত্তিক কর্মী ও শ্রমিকরা। গতকাল ভোরে সেখানে আগুন লাগে। সেই সময় ঘুমোচ্ছিলেন অধিকাংশ কর্মী ও শ্রমিক। মৃত্যু হয় ৪৩ জনের। দমকল জানায়, অধিকাংশেরই ঘুমের মধ্যেই দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে।
সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ সকাল ফের বাড়িটিতে আগুন লাগে। কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।দমকলের ডিরেক্টর অতুল গর্গ বলেন, "ছোটোখাটো আগুন লেগেছিল। স্থানীয়রা ধোঁয়া দেখতে পেয়ে দমকলে খবর দিয়েছিলেন। আগুন নিয়ন্ত্রণে এসেছে।"
পরবর্তী খবর