অস্ত্র বিরতির প্রথম দিন। আর প্রথম দিনে এই প্রথম হামাস জঙ্গি গোষ্ঠী রেড ক্রশের হাতে তুলে দিল বেশি কয়েকজন যুদ্ধবন্দিকে। কাতারের বিদেশমন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, ১৩জন ইজরায়েলি, ১০জন থাই ও একজন ফিলিপিনোকে এদিন মুক্তি দেওয়া হয়েছে। সব মিলিয়ে যুদ্ধ বিরতির প্রথম দিনে ২৪জন পণবন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।
একাধিক ভিডিয়ো সামনে এসেছে সেই পণবন্দিদের মুক্তি সংক্রান্ত। সেখানে দেখা গিয়েছে একাধিক সাদা গাড়িতে তাদের চাপিয়ে বের করা হচ্ছে। সেখানে রেড ক্রশের পতাকা দেওয়া আছে। একাধিক সংবাদ মাধ্যমের ক্য়ামেরাও দেখা যায়। গাড়ি বোঝাই পণবন্দিদের বের করা হয়।
কাতারের বিদেশমন্ত্রকের তরফে গোটা বিষয়টি জানানো হয়েছে। আপাতত জানা গিয়েছে, ওই পণবন্দিরা বর্তমানে ইজরায়েলের দিকে যাচ্ছেন। ইজরায়েলের ডিফেন্স ফোর্স জানিয়েছে,মুক্তি পাওয়া পণবন্দিদের প্রাথমিক মেডিক্যাল সহায়তা দেওয়া হয়েছে। একজন ইজরায়েলি অফিসার জানিয়েছেন, সব মিলিয়ে ৩৯ প্য়ালেস্তানীয় জেলবন্দিকে এর বদলে শুক্রবার ছাড়া হবে।
সিএনএন-এর প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, চারদিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। তার মধ্য়ে সব মিলিয়ে ৫০জন যুদ্ধবন্দিকে মুক্তি দেওয়া হবে। এরপর প্যালেস্তানীয় বন্দিদেরও একে একে মুক্তি দেওয়া হবে। প্রয়োজনীয় সহায়তাও দেওয়া হচ্ছে। তবে ইজরালেয়ের প্রতিরক্ষামন্ত্রী অবশ্য় জানিয়েছেন, অন্তত দু মাসের এই যুদ্ধ চলবে। তবে বৃহস্পতিবারও গাজাতে তীব্র বোমা বর্ষণ হয়েছে বলে খবর।তবে শুক্রবার যুদ্ধবিরতি ছিল। সেদিনই কয়েকজনকে মুক্তি দেওয়া হল এদিন। পরে দফায় দফায় একাধিক পণবন্দিকে মুক্তি দেওয়া হবে বলে খবর।