ফের মাওবাদী অভিযানে বড়সড় সাফল্য পেল পুলিশ। গড়চিরোলিতে দুই মহিলা-সহ ৫ জন মাওবাদীকে খতম করল পুলিশ। এর আগে এই ছত্তিশগড়ে বস্তারের জঙ্গলে দুই মাওবাদী শীর্ষনেতাকে খতম করা হয়েছিল। ফের আরও এক মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে সাফল্য এল।
গোপন সূত্রে খবর পেয়ে গড়চিরোলিতে কোবরামেন্দ্রার জঙ্গলে মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। আগে থেকেই গড়চিরোলির জঙ্গলে বেশ কয়েকজন মাওবাদী ঘাঁটি গেড়েছিল বলে পুলিশের কাছে খবর ছিল। সেই খবরের উপর ভিত্তি করেই জওয়ানরা গড়চিরোলির জঙ্গলে তল্লাশি অভিযান চালায়। তখনই দু'পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। গড়চিরোলির ডেপুটি আইজি সন্দীপ পাটিল জানান, এক ঘণ্টা ধরে দু'পক্ষের মধ্যে তীব্র গুলির লড়াই চলে। দু'পক্ষের মধ্যে লড়াইয়ে পাঁচজন মাওবাদী খতম হয়। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে মাওবাদীদের বিভিন্ন নথিও পাওয়া গিয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, এই অভিযানের পর মাওবাদী অভিযানের তীব্রতা আরও বাড়ানো হবে।
এর আগে বস্তারে মাওবাদীদের বিরুদ্ধে বড়সড় অভিযান চালানো হয়েছিল। তাতে সাফল্যও এসেছিল। সেই ঘটনার পর বড়সড় নাশকতা চালিয়েছিল মাওবাদীরা। মাওবাদীরা বস্তারের জঙ্গলে আইইডি বিস্ফোরণ ঘটিয়ে বেশ কয়েকজন নিরাপত্তার বাহিনীর জওয়ানকে হত্যা করেছিল।