বাংলা নিউজ > ঘরে বাইরে > Gold prices in Kolkata: সস্তায় সোনা কেনার দিন শেষ? আবারও ৫২,০০০ টাকা ছুঁল হলুদ ধাতু, কমল রুপোর দাম

Gold prices in Kolkata: সস্তায় সোনা কেনার দিন শেষ? আবারও ৫২,০০০ টাকা ছুঁল হলুদ ধাতু, কমল রুপোর দাম

আবারও ধীরে ধীরে বাড়ছে সোনার দাম। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

Gold and Silver prices in Kolkata: বুধবার ভারতেও সোনা এবং রুপোর দাম বেড়েছে। সপ্তাহের তৃতীয় কর্মদিবসে এমসিএক্স সূচকে ১০ গ্রাম সোনার দাম ০.২১ শতাংশ না ১০৮ টাকা কমে ঠেকেছে ৫১,০১৫ টাকায় ঠেকেছে। এক কিলোগ্রাম রুপোর দর ০.২৯ শতাংশ বা ১৮০ টাকা বেড়ে হয়েছে ৬১,৪৮৩ টাকা। 

তুলনামূলকভাবে সস্তায় সোনার কিনছিলেন? কিন্তু সেই সুখের দিন শেষ হয়ে গেল। আবারও ধীরে ধীরে বাড়ছে সোনার দাম। বুধবার কলকাতার বাজারে ১০ গ্রাম সোনার দাম ১০০ টাকা বেড়েছে। তবে কমেছে রুপোর দাম। ৪০০ টাকা সস্তা হয়ে গিয়েছে এক কিলোগ্রাম রুপো।

মঙ্গলবার (২৪ মে) কলকাতায় বাজার বন্ধের সময় সোনা এবং রুপোর দাম কত থাকল, তা দেখে নিন -

• ২৪ ক্যারাট, পাকা সোনা (১০ গ্রাম)- ৫২,০০০ টাকা (আগে ছিল ৫১,৯০০ টাকা)।

• ২২ ক্যারাট, গয়না সোনা (১০ গ্রাম) – ৪৯,৩৫০ টাকা (আগে ছিল ৪৯,২৫০ টাকা)।

• ২২ ক্যারাট, হলমার্ক সোনার গয়না (১০ গ্রাম)- ৫০,১০০ টাকা (আগে ছিল ৫০,০০০ টাকা)।

• এক কিলোগ্রাম রুপোর বাট - ৬১,৯৫০ টাকা (আগে ছিল ৬২,৩৫০ টাকা)।

• এক কিলোগ্রাম খুচরো রুপো - ৬২,০৫০ টাকা (আগে ছিল ৬২,৪৫০ টাকা)।

(ভারত এবং কলকাতায় সোনা ও রুপোর দাম কত থাকছে? রোজ দেখুন এখানে)

ভারতে সোনা এবং রুপোর দাম 

বুধবার ভারতেও সোনা এবং রুপোর দাম বেড়েছে। সপ্তাহের তৃতীয় কর্মদিবসে এমসিএক্স সূচকে ১০ গ্রাম সোনার দাম ০.২১ শতাংশ না ১০৮ টাকা কমে ঠেকেছে ৫১,০১৫ টাকায় ঠেকেছে। অন্যদিকে, এক কিলোগ্রাম রুপোর দামও কিছুটা বেড়েছে। এক কিলোগ্রাম রুপোর দর ০.২৯ শতাংশ বা ১৮০ টাকা বেড়ে হয়েছে ৬১,৪৮৩ টাকা।

বন্ধ করুন