চিনের জিনজিয়াং অঞ্চলে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে ‘গুরুতর মানবাধিকার লঙ্ঘনের’ বিষয়ে রাষ্ট্রসংঘের মানবাধিকার অফিসের প্রতিবেদনটি নিয়ে নিজেদের মতামত প্রকাশ করল ভারত। বৃহস্পতিবার এই বিষয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, ‘আমাদের বুঝতে পেরেছি যে রিপোর্টটি জিনজিয়াংয়ে সংখ্যালঘুদের সাথে গুরুতর অত্যাচারের বিষয়ে। কিন্তু এটি ইউএনএইচআরসি রিপোর্ট, তাই আপাতত রাষ্ট্রসংঘকেই এই বিষয়ে মন্তব্য করতে দেওয়া হোক।’ বাগচি বলেন, ‘এই মুহূর্তের জন্য আমার আর কিছু বলার নেই। শুধু এটা উল্লেখ করতে পারি যে জিনজিয়াংয়ে সংখ্যালঘুদের প্রতি গুরুতর অত্যাচারের বিষয়টি নিয়ে যে রিপোর্ট পেশ হয়েছে, তার দিকে নজর রয়েছে ভারতের।’
উল্লেখ্য, চিনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের উপর অত্যাচার নিয়ে বেজিংয়ের বিরুদ্ধে অভিযোগ বহুদিনের। এই নিয়ে চাঞ্চল্যকর এক রিপোর্ট প্রকাশ করে রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশন। রাষ্ট্রসংঘের মানবাধিকার হাইকমিশনার হিসেবে মিশেল ব্যাচেলেটের চার বছরের মেয়াদ শেষ হওয়ার ১৩ মিনিট আগে ৩১ অগস্ট জেনেভার সময় রাত ১১টা ৪৭ মিনিটে নাটকীয় ভাবে এই রিপোর্ট প্রকাশ করা হয় রাষ্ট্রসংঘের তরফে।
রিপোর্টে বলা হয়েছে, ‘চিনা সরকারের সন্ত্রাস দমন এবং উগ্রবাদ দমনের নাম করে জিনজিয়াংয়ে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে।’ রিপোর্টে আরও বলা হয়েছে, ‘নির্যাতনের যেসব অভিযোগ সামনে এসেছে তার মধ্যে রয়েছে - জোরপূর্বক চিকিৎসা, যৌন হেনস্থা ও লিঙ্গ ভিত্তিক সহিংসতার ঘটনা।’ রিপোর্টে আরও দাবি করা হয়েছে, শি জিনপিংয়ের আমলেই উইঘুর মুসলিমদের অবস্থা সবচেয়ে শোচনীয়। ভোকেশনাল এডুকেশন এবং ট্রেনিং সেন্টারের আড়ালে আদতে উইঘুরদের নির্যাতন করা হয় বলে দাবি করা হয় রিপোর্টে।