
দূরপাল্লার ট্রেনের টিকিট কাটবেন? এই ‘কোড’ জেনে নিন, নাহলে পড়তে হবে সমস্যায়
১ মিনিটে পড়ুন . Updated: 09 Aug 2021, 11:39 AM IST- জেনে নিন সেই বিশেষ ‘কোড’।
একাধিক নয়া কোচ চালু করেছে ভারতীয় রেল। সেই মোতাবেক রেলের অধীনস্থ কোচগুলির জন্য নয়া বুকিং কোডও (অর্থাৎ বিভিন্ন ধরনের কোচের চিহ্নিতকরণ) শুরু করা হয়েছে। যা বিভিন্ন দূরপাল্লার ট্রেনে টিকিট কাটার সময় ব্যবহার করে থাকেন যাত্রীরা।
ইতিমধ্যে যে নয়া কোচ চালু করেছে ভারতীয় রেল, তার মধ্যে অন্যতম হল ভিসতাডোম কোচ। যা দেশের বিভিন্ন রেলওয়ে জোনে চলাচল করছে। যে সব রুটে পর্যটনের সম্ভাবনা আছে, সেরকম সব রুটেই ভিসতাডোম কোচ চালু করার পরিকল্পনা করছে রেল। অন্যান্য কোচের মধ্যে 'এসিতে বিশ্বের সবথেকে সস্তায় যাতায়াতের' জন্য আরও বেশি সংখ্যক বাতানুকূল থ্রি-টিয়ার ইকোনমি কোচ চালু করা হবে। সূত্রের খবর, সেই পরিস্থিতিতে সব জোনের চিফ কমার্শিয়াল ম্যানেজারদের নয়া বুকিং কোডের বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে।
কীরকম হবে বুকিং কোড?
তারইমমধ্যে সূত্রের খবর, চলতি অর্থবর্ষে ৮০৬ টি বাতানুকূল থ্রি-টিয়ার ইকোনমি কোচ নামাবে ভারতীয় রেল। সাধারণ কোচে যেখানে ৭২ টি বার্থ থাকে, নয়া কোচে ৮৩ টি বার্থ আছে। সঙ্গে একাধিক বাড়তি সুযোগ-সুবিধা পাবেন যাত্রীরা। মিডল এবং আপার বার্থের মাথার উপরের ফাঁকা জায়গা বাড়ানো হয়েছে। তার ফলে আরও স্বস্তি পাবেন যাত্রীরা। কোচগুলিতে ঘোষণার বন্দোবস্ত করা হয়েছে। সঙ্গে আরও দৃষ্টিনন্দন হবে সেই কোচ। রাতের জন্য বিশেষ আলো থাকবে। আসনের নম্বর জ্বলজ্বল করবে। ভাড়াও কম রাখা হবে বলে দাবি করা হয়েছে।