বাংলা নিউজ > ঘরে বাইরে > দেশের সেরা স্মার্ট সিটি ইন্দোর, দ্বিতীয়- তৃতীয় স্থানে সুরাট ও আগ্রা

দেশের সেরা স্মার্ট সিটি ইন্দোর, দ্বিতীয়- তৃতীয় স্থানে সুরাট ও আগ্রা

দেশের সেরা স্মার্ট সিটি ইন্দোর

রাজ্যগুলির মধ্যে মধ্যপ্রদেশ এবং তামিলনাড়ু যথাক্রমে সেরা পারফর্মার হিসাবে নির্বাচিত হয়েছে। রাজস্থান ও উত্তরপ্রদেশ যৌথভাবে তৃতীয় হয়েছে। কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সেরা হয়েছে চণ্ডিগড়।

জাতীয় স্মার্ট সিটি পুরস্কার জিতে নিল ইন্দোর। দেশে ১০০টি স্মার্ট শহরের মধ্যে সেরার শিরোপা পেল মধ্যপ্রদেশের এই জনবহুল শহরটি। এছাড়া সুরাট ও আগ্রা যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় হয়েছে।

শুক্রবার চতুর্থ স্মার্ট সিটি পুরস্কার ২০২২ ঘোষণা করেছে কেন্দ্র। কোভিডের কারণে ২০২১-এর ফল ঘোষণা করা যায়নি গত বছর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিজয়ীদের পুরস্কার দেবেন আগামী ২৭ সেপ্টেম্বর মধ্যেপ্রদেশের ইন্দোরে।

রাজ্যগুলির মধ্যে মধ্যপ্রদেশ এবং তামিলনাড়ু যথাক্রমে সেরা পারফর্মার হিসাবে নির্বাচিত হয়েছে। রাজস্থান ও উত্তরপ্রদেশ যৌথভাবে তৃতীয় হয়েছে। কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সেরা হয়েছে চণ্ডিগড়।

২০১৫ সালের ২৫ জুন স্মার্টসিটি মিশন চালু হয়। 'স্মার্ট সমাধান'-এর মাধ্যমে শহরের নাগরিকদের জন্য পরিবেশবান্ধব এবং উন্নতমানের জীবনযাত্রার পরিকাঠামোকে উন্নত করাই এর লক্ষ্য। 

(পড়তে পারেন। ব্যাঙ্কে মাত্র ১৭ টাকা রেখে ১০০ কোটির চেক প্রণামী বাক্সে ফেললেন ভক্ত! কোন মন্দিরে ঘটল এমন?)

(পড়তে পারেন। ১ সেপ্টেম্বর থেকে আধার না সংযুক্ত থাকলে মিলবে না মনরেগার মজুরি)

এই লক্ষ্যে ১.১১ লক্ষ কোটির ৬,০৪১টি প্রকল্প সম্পন্ন হয়েছে। এখনও ১,৮৯৪টি প্রকল্প রয়েছে। যার জন্য বরাদ্দ ৬০,০৯৫ কোটি টাকা। যা আগামী বছর জুন মাসের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

নির্বাচিত ১০০টি শহর জীবনাযাত্রার মানকে উন্নত করতে বিভিন্ন ধরনের প্রকল্প নেয়। তার মধ্যে রয়েছে শহরের গতিময়তা, শক্তি, জল, নিকাশি, কঠিন বর্জ্য পরিচালনা, সামাজিক পরিকাঠামো, ডিজিট্যাল গর্ভনেন্সের মতো বিষয়গুলি। এই প্রকল্পগুলিকে সঠিক ভাবে রূপায়ণের উপর ভিত্তি করেই বেছে নেওয়া হয়েছে সেরা শহরকে। 

বন্ধ করুন