HTLS 2022: ৬%-এর উপরে মুদ্রাস্ফীতি হলেই তা ভারতের ... more
HTLS 2022: ৬%-এর উপরে মুদ্রাস্ফীতি হলেই তা ভারতের বৃদ্ধির পক্ষে বাধা হয়ে দাঁড়াতে পারে, মত তাঁর। তিনি বলেন, আগামি সপ্তাহেই অক্টোবরের পরিসংখ্যান প্রকাশিত হবে। তাঁর বিশ্বাস, এটি সম্ভবত ৭%-এর নিচেই আসবে। অর্থাত্ ক্রমেই অর্থনীতি যে সুষ্ঠ পরিস্থিতিতে ফিরছে, এটি তারই ইঙ্গিত বলা যেতে পারে।
1/5শনিবার হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট ২০২২-এ যোগ দেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। সেই মঞ্চ থেকে তিনি ভারতীয় অর্থনীতির পরিস্থিতির বিষয়ে আলোচনা করেন। তনি বলে, ৪-৬%-এর মধ্যে মুদ্রাস্ফীতি থাকলে তবেই কেন্দ্রীয় ব্যাঙ্ক অর্থনীতির পক্ষে সহায়ক পরিস্থিতি ধরে রাখতে পারবে। ফাইল ছবি: ব্লুমবার্গ (REUTERS)
2/5৬%-এর উপরে মুদ্রাস্ফীতি হলেই তা ভারতের বৃদ্ধির পক্ষে বাধা হয়ে দাঁড়াতে পারে, মত তাঁর। তিনি বলেন, আগামি সপ্তাহেই অক্টোবরের পরিসংখ্যান প্রকাশিত হবে। তাঁর বিশ্বাস, এটি সম্ভবত ৭%-এর নিচেই আসবে। অর্থাত্ ক্রমেই অর্থনীতি যে সুষ্ঠ পরিস্থিতিতে ফিরছে, এটি তারই ইঙ্গিত বলা যেতে পারে। ফাইল ছবি: পিটিআই (REUTERS)
3/5এমনিতেই করোনা পরিস্থিতির বোঝা ছিল। তার পরপরই ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ। গত বেশ কয়েক মাস ধরেই ভারতে মুদ্রাস্ফীতির হার ৬.৩ শতাংশ থেকে ৭.৩ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছিল। ফাইল ছবি: পিটিআই (REUTERS)
4/5আরবিআই গভর্নর জানান, ফেব্রুয়ারি মাসেই মূল্যস্ফীতির হার ৪ শতাংশে নেমে আসবে বলে অনুমান করা হয়েছিল। তিনি বলেন, অপরিশোধিত তেলের রেকর্ড দামের পরিস্থিতিতেও সরকার আশাবাদী ছিল। ফাইল ছবি: রয়টার্স (REUTERS)
5/5কিন্তু ইউক্রেন যুদ্ধের পর, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম হঠাৎ করে বেড়ে যায়। এমন পরিস্থিতিতে একটি অনিশ্চয়তা দেখা দিয়েছে। এটি বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতির সূত্রপাত করেছে। এর ফলে ভারতও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এমন পরিস্থিতিতেও ভারতীয় অর্থনীতি যে তার দৃঢ় মোকাবিলা করেছে, সেই কথা মনে করিয়ে দেন আরবিআই গভর্নর। ফাইল ছবি: পিটিআই (REUTERS)