বাংলা নিউজ > ঘরে বাইরে > Leopard attack: আচমকা হামলা চালাচ্ছে লেপার্ড, অসমে আহত ১৩, জোরহাটে ২০০ বিঘা জমির এলাকায় চলছে খোঁজ

Leopard attack: আচমকা হামলা চালাচ্ছে লেপার্ড, অসমে আহত ১৩, জোরহাটে ২০০ বিঘা জমির এলাকায় চলছে খোঁজ

অসমের জোরহাটে লেপার্ডের হানা। (Representative Photo) (HT_PRINT)

'রেইন ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট' এর সংলগ্ন জঙ্গলের ভিতর থেকে এই লেপার্ড লোকালয়ে বেরিয়ে আসে। এরপর থেকেই মানুষকে আক্রমণ করতে থাকে সে। ফলে লেপার্ড যে বেশ ভয়ঙ্কর তা বলাই বাহুল্য। জানা গিয়েছে, কোনও রকমের উস্কানি ছাড়াই লেপার্ড এভাবে হানা দিয়েছে মানুষের ওপর। এলাকার পুলিশ জানিয়েছে, বনবিভাগের ৩ জন কর্মী সমেত ১৩ জনকে হামলা করেছে লেপার্ড।

বিশ্বকল্যাণ পুরকায়স্থ

লেপার্ডের হানায় অসমের জোরহাটে ১৩ জনের আহত হওয়ার খবর এসেছে। আহতদের মধ্যে রয়েছেন ৩ জন বনদফতরের কর্মী। সোমবারের এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। অসমের চেনিজান এলাকায় এক লেপার্ডের হানার জেরে ঘটে গিয়েছে এই ঘটনা। সেখানের 'রেইন ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট'-এ এই ঘটনা ঘটেছে।

'রেইন ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট' এর সংলগ্ন জঙ্গলের ভিতর থেকে এই লেপার্ড লোকালয়ে বেরিয়ে আসে। এরপর থেকেই মানুষকে আক্রমণ করতে থাকে সে। ফলে লেপার্ড যে বেশ ভয়ঙ্কর তা বলাই বাহুল্য। জানা গিয়েছে, কোনও রকমের উস্কানি ছাড়াই লেপার্ড এভাবে হানা দিয়েছে মানুষের ওপর। এলাকার পুলিশ জানিয়েছে, বনবিভাগের ৩ জন কর্মী সমেত ১৩ জনকে হামলা করেছে লেপার্ড। ১০ জন স্থানীয়ের ওপর হামলার পর থেকে এলাকা জুড়ে রয়েছে চাঞ্চল্য, আতঙ্ক। উল্লেখ্য, প্রশাসনের মতে এই লোপার্ডটির হাবভাব বেশ অন্যরকমের। কারণ লেপার্ডরা সাধারণত কোনও মানুষকে হামলা করে না। এছাড়াও লেপার্ড কোনও মতেই উস্কানি ছাড়া কারোওর ওপর ঝাঁপিয়ে পড়ে না। তবে সদ্য জোরহাটে যে লেপার্ডের হানার ঘটনা উঠে এসেছে, তাতে দেখা গিয়েছে, আহতরা কেউই গুরুতর আহত নন। তবে এলাকা জুড়ে আতঙ্ক ছড়াতে শুরু করেছে। কবে ওই লেপার্ড ধরা পড়বে তার দিন গোনা শুরু হয়ে গিয়েছে।

জানা গিয়েছে, বেশিরভাগেরই হাতে ও পায়ে হামলা করা হয়েছে। এলাকা জুড়ে ট্র্যাঙ্কুলাইজার নিয়ে লেপার্ডের খোঁজে বেরিয়েছে বনদফতর। লেপার্ডকে অচৈতন্য করে পাকড়াও করা চেষ্টা চলছে। একি ভিডিয়োয় দেখা গিয়েছে, লেপার্ড ওই এলাকায় একটি কাঁটা তার পেরিয়ে একটি ভ্যানের ওপর ঝাঁপিয়ে পড়েছে। যদিও ভ্যানের কাচ বন্ধ ছিল ও দরজা বন্ধ ছিল, তাই কোনও মতেই ওই লেপার্ড কাউকে আক্রমণ করতে পারেনি। ফরেস্ট ইনস্টিটিউটের ২০০ বিঘা জমির মধ্যে আপাতত চলছে ওই লেপার্ডের খোঁজ।

 

 

 

 

 

 

বন্ধ করুন