বাংলা নিউজ > ঘরে বাইরে > LIVE News:জাপানে ভূমিকম্প, ৬.১ কম্পনের মাত্রা নিয়ে কেঁপে উঠল হোক্কাইডো
জাপানে ভূমিকম্প

LIVE News:জাপানে ভূমিকম্প, ৬.১ কম্পনের মাত্রা নিয়ে কেঁপে উঠল হোক্কাইডো

রাজ্যে ডিএ মামলা, নিয়োগ দুর্নীতি, জাতীয় রাজনীতিতে সনিয়া গান্ধীর রাজনৈতিক সফর নিয়ে বড় বার্তা থেকে জার্মানির চ্যান্সেলারের ভারত সফরের মতো বিষয় দিনভর নজর কেড়েছে। রাজ্য,দেশ, বিদেশ, আন্তর্জাতিক স্তরের গুরুত্বপূর্ণ খবরের লাইভ আপডেট জানতে চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়।

রাজ্যে নিয়োগ দুর্নীতিকাণ্ডে পরতে পরতে গোপাল দলপতিকে ঘিরে নানান তথ্য উঠছে। উঠে এসেছে রহস্যময়ী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নাম। সেই সমস্ত তথ্য এদিনের গোটা নিউজ আপডেট জুড়ে ছিল। এছাড়াও হুগলি নদীতে জাহাজ ডুবির ঘটনা ও বসিরহাটের ৭ শ্রমিকের মৃত্যুতে চাঞ্চল্য নজর কেড়েছে দিনভর। অন্যদিকে, দেশে ২ দিনের সফরে এসেছেন জার্জামির চ্যান্সেলার ওলাফ শলৎস। তাঁকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী উপহার দিয়েছেন মেঘালয়ের স্টোল ও নাগাল্যান্ডের শাল। এছাড়াও নতুন করে ভূমিকম্পে এদিন কেঁপে ওঠে জাপান। দিনের সমস্ত নিউজ আপডেট দেখে নিন এখানে।  

25 Feb 2023, 09:06:52 PM IST

জাপানে ভূমিকম্প

জাপানের হোক্কাইডোতে জোরদার ভূমিকম্প। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.১। উত্তর জাপানের হোক্কাইডোতে এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির খবর প্রাথমিকস্তরে এখনও আসেনি। তবে সুনামি সতর্কতা এই বিষয়ে জারি হয়নি।

25 Feb 2023, 06:55:40 PM IST

এমসিডি ভোট নিয়ে দিল্লি হাইকোর্ট কী জানাল?

দিল্লি এমসিডির স্ট্যান্ডিং কমিটির সদস্যদের নির্বাচন নিয়ে নব নির্বাচিত মেয়র শেলি ওবেরয়ের নোটিসের ওপর স্থগিতাদেশ জারি করেছে দিল্লি হাইকোর্ট। এই নির্বাচন আগামী ২৭ ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল। 

25 Feb 2023, 04:42:24 PM IST

মাধ্যমিকের ইংরেজি প্রশ্নপত্র ঘিরে অন্তর্ঘাতের অভিযোগ 

মাধ্যমিক পরীক্ষা ২০২৩ ঘিরেও অব্যাহত বিতর্ক। মধ্যশিক্ষা পর্ষদের অভিযোগ, ইংরেজির প্রশ্নপত্রকাণ্ডে অন্তর্ঘাত রয়েছে। এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ইংরেজির প্রশ্নপত্রের ৩ পাতার ছবি ফাংসের ঘটনায় ২৩ জনকে চিহ্নিত করা গিয়েছে।  বিষয়টি মালদা জেলাপ্রশাসনকে জানানো হয়েছে বলে খবর।

25 Feb 2023, 03:30:49 PM IST

নিশীথ প্রামাণিকের কনভয়ে বোমা, পাথর ছোড়ার অভিযোগ

কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে বোমা, গুলি এবং পাথর ছোড়ার অভিযোগ উঠল দিনহাটায়। জানা গিয়েছে, দিনহাটার বুড়িরহাট এলাকায় পূর্বঘোষিত কর্মসূচিতে গেলে নিশীথের গাড়িকে কালো পতাকা দেখায় তৃণমূল কর্মীরা। এরপরই ধুন্ধুমার কাণ্ড বাঁধে। 

25 Feb 2023, 03:26:49 PM IST

হৈমন্তীর ফ্ল্যাটের সিঁড়িতে মিলল বেশ কিছু কাগজ

নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত গোপাল দলপতির প্রাক্তন স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের বেহালার ফ্ল্যাটের সিঁড়িতে মিলল বেশ কিছু সিরিয়াল নম্বর লেখা কাগজ। যে সংখ্যাগুলি লেখা রয়েছে, সেগুলি প্রত্যেকটাই ৯ সংখ্যার। ওই কাগজগুলি শিক্ষক পদে চাকরিপ্রার্থীদের কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

25 Feb 2023, 11:50:38 AM IST

অগ্নিপথ মামলায় ২৭ ফেব্রুয়ারি রায়দান করবে দিল্লি হাই কোর্ট

বছরই চালু হয় ভারতীয় সামরিক বাহিনীর অগ্নিপথ নিয়োগ প্রক্রিয়া। তবে এই স্কিমের ঘোষণা হতেই দেশ জুড়ে এর বিরোধিতায় আগুন জ্বলতে শুরু করেছিল। এই স্কিমের বিরুদ্ধে মামলা রুজু হয় দিল্লি হাই কোর্টে। সেই মামলার প্রেক্ষিতে এবার ২৭ ফেব্রুয়ারি রায়দান করবে দিল্লির উচ্চ আদালত।

25 Feb 2023, 10:32:02 AM IST

ভারতে পা রাখলেন জার্মান রাষ্ট্রপ্রধান

ভারতে এসে পৌঁছলেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ। আজ তিনি দিল্লিতে সাংবাদিকদের বলেন, ‘জার্মানি এবং ভারতের মধ্যে ইতিমধ্যেই ভালো সম্পর্ক রয়েছে এবং আমি আশা করি আমরা এই সম্পর্ককে আরও শক্তিশালী করব। আমি আশা করি আমরা আমাদের দেশের উন্নয়ন এবং বিশ্বের শান্তির সাথে প্রাসঙ্গিক সমস্ত বিষয় নিয়ে গভীরভাবে আলোচনা করব।’

25 Feb 2023, 09:54:00 AM IST

ডিএ নিয়ে বিজ্ঞপ্তি জারি নবান্নর

গত ১৫ ফেব্রুয়ারি বাজেটে ঘোষণার পর অবশেষে ২৪ ফেব্রুয়ারি সরকারি বিজ্ঞপ্তি জারি করা হল ডিএ নিয়ে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আগামী ১ মার্চ থেকে ছয় শতাংশ ডিএ পাবেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা। 

25 Feb 2023, 09:54:00 AM IST

কীভাবে টলিউডে প্রবেশ হৈমন্তীর?

ইডির দাবি, বিয়ে করে টালিগঞ্জে ফ্ল্যাট কিনে থাকতেন গোপাল ও হৈমন্তী। গোপালের অবশ্য এটি দ্বিতীয় বিয়ে। গোপালের সঙ্গে পরিচয়ের পর রকেটের গতিতে উত্থান হয় হৈমন্তীর। শাসকদলের সঙ্গে ঘনিষ্ঠতা কাজে লাগিয়ে টলিউডে জায়গা করেন তিনি। অভিনয় করেন ‘অচেনা উত্তম’, ‘জাল’ এবং ‘আনটোল্ড’ নামে তিনটি চলচ্চিত্রতে। নিয়োগ দুর্নীতির টাকায় সিনেমা প্রযোজনার ব্যবস্থা করে দিয়েছিলেন হৈমন্তী। এই বিপুল অর্থের উৎস সন্ধানে নেমেছেন তদন্তকারীরা।

25 Feb 2023, 09:54:00 AM IST

হৈমন্তী অ্যাগ্রো প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড সংস্থাটির মালিক কে?

২০১৩ সালের মার্চ মাসে তৈরি হওয়া হৈমন্তী অ্যাগ্রো প্রোডাক্টস প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর পদে দু’‌জন রয়েছেন। প্রথম নাম হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের। আর দ্বিতীয় নাম গোপাল দলপতির। অফিসের ঠিকানা ডালহৌসি।

25 Feb 2023, 09:54:00 AM IST

হৈমন্তী অ্যাগ্রো প্রোডাক্টস প্রাইভেট লিমিটেডের নামে রাখা ছিল টাকা

ইডি তদন্তে নেমে তথ্য পেয়েছে, বড়বাজারে একটি বেসরকারি ব্যাঙ্কে এই টাকা রাখার জন্য অ্যাকাউন্ট খোলেন গোপাল। ২০২৩ সালের ৩০ জানুয়ারি পর্যন্ত অ্যাকাউন্টের নমিনি ছিলেন হৈমন্তী গঙ্গোপাধ্যায়। এমনকী কেন্দ্রীয় বাণিজ্য বিষয়ক মন্ত্রকের অধীনে রেজিস্ট্রার অফ কোম্পানিসের নথিতে উল্লেখ আছে একটি কোম্পানির নাম— হৈমন্তী অ্যাগ্রো প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড।

25 Feb 2023, 09:54:00 AM IST

কীভাবে কালো টাকা সাদা করা হত?

অফিসাররা জানতে পেরেছেন, মডেল–অভিনেত্রী হিসেবে পরিচিত ওই যুবতীর সঙ্গে রাজ্যের শাসকদলের প্রভাবশালী অংশের ভাল যোগাযোগ রয়েছে। স্বামী গোপাল দলপতির সঙ্গে মিলে তিনি একডজন কোম্পানি খুলেছিলেন। সেগুলির মাধ্যমে নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা করা হয়েছে।

25 Feb 2023, 09:54:00 AM IST

হৈমন্তীর পার্লারের হদিশ মিলেছে

মডেলিং ও অভিনয়ের জগতে আসার আগে নাকি একটি বিউটি পার্লার চালাতেন হৈমন্তী। দমদমে গোপাল দলপতির বাড়ি ও লেকটাউনে তাঁর স্ত্রী হৈমন্তীর পার্লারের হদিশ মিলেছে। 

25 Feb 2023, 09:54:00 AM IST

গোপাল দলপতির স্ত্রী হৈমন্তী

জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের মুখেই ইডি'র তদন্তকারীরা গোপাল দলপতির নাম শোনেন। ইতিমধ্যেই ইডি দফতরে এসে তদন্তকারীদের মুখোমুখি হয়েছেন এই ব্যক্তি। বিগত দু'দিন ধরে সংবাদমাধ্যমে যে হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নাম নিয়ে আলোচনা চলছে, জানা গিয়েছে তিনি এই গোপাল দলপতির স্ত্রী।

25 Feb 2023, 09:54:01 AM IST

নিয়োগ দুর্নীতির কয়েক হাজার কোটি টাকা গচ্ছিত হৈমন্তীর হেফাজতে

ইডির চাঞ্চল্যকর দাবি, নিয়োগ দুর্নীতির কয়েক হাজার কোটি টাকা ‘রহস্যময়ী’ হৈমন্তীর হেফাজতে গচ্ছিত রয়েছে। জানা গিয়েছে, গোপাল দলপতির ব্যাঙ্ক অ্যাকাউন্টের নমিনি হৈমন্তী গঙ্গোপাধ্যায়। বড়বাজারের একটি বেসরকারি ব্যাঙ্কে আরমান নামে অ্যাকাউন্ট খোলেন গোপাল দলপতি। আর সেখানে হৈমন্তীকে নমিনি করেছিলেন গোপাল দলপতি ওরফে আরমান। ২০২৩ সালের জানুয়ারি মাস পর্যন্ত ওই অ্যাকাউন্টের নমিনি ছিলেন হৈমন্তী গঙ্গোপাধ্যায়

ঘরে বাইরে খবর

Latest News

আজকের ৮৮ আসনের ধনীতম প্রার্থীর সম্পত্তির পরিমাণে ঘুরবে মাথা! হুঙ্কারে কেঁপে উঠল আলিপুর, বিশাখাপত্তনম থেকে চিড়িয়াখানায় সাদা বাঘ আসল তাঁর প্রতি বিশ্বাস হারালে,পন্ত কী করেন- ভক্তের ভিডিয়ো দেখে উচ্ছ্বসিত DC অধিনায়ক ভারত-পাকিস্তান ম্যাচ যে স্টেডিয়ামে হবে,তার কাজ এখনও অনেকটাই বাকি,তবু আশাবাদী ICC কাজ দেয়নি দিদি,পেটের টানে মোদীর 'দেশে', মালদায় কী বলছে পরিযায়ীদের পরিবার? ‘রুসলান’-এর প্রিমিয়ারে ভাগ্নির কপালে চুমু খেলেন সলমন, মন ছুঁয়ে যাওয়া ভিডিয়ো রক্তের টান এড়াতে পারলেন না! ক্রুষ্ণার সঙ্গে ঝামেলা ভুলে ভাগ্নির বিয়েতে গোবিন্দা টস জিতে ডু'প্লেসির ব্যাটিংয়ের সিদ্ধান্তে সহমত ছিলেন না- স্বীকার করলেন গ্রিন লোকসভা নির্বাচনে VVPAT'র ১০০% ভোট গণনা হবে? রায়দান করে কী জানাল সুপ্রিম কোর্ট বুথের সামনেই সুকান্তকে শুনতে হল ‘গো–ব্যাক’ স্লোগান‌, মেজাজ হারান প্রার্থী

Latest IPL News

তাঁর প্রতি বিশ্বাস হারালে,পন্ত কী করেন- ভক্তের ভিডিয়ো দেখে উচ্ছ্বসিত DC অধিনায়ক টস জিতে ডু'প্লেসির ব্যাটিংয়ের সিদ্ধান্তে সহমত ছিলেন না- স্বীকার করলেন গ্রিন স্টার্ককে বাদ দেবে KKR? বদলে অভিষেক হবে চামিরার? বড় বদল হতে পারে PBKS-এর একাদশে স্টার্ক কিংবদন্তি, কয়েকটি ম্যাচ দেখে ওকে বিচার করা যায় না- বার্তা KKR সতীর্থের ১৪-১৫ ওভার ব্যাট করে, ১১৮ স্ট্রাইকরেট মানা যায় না- কোহলিকে ধুইয়ে দিলেন গাভাসকর টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.