HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ঘরে বাইরে > কালো টাকা সাদা করার সর্বকালীন রেকর্ড বাংলাদেশে, করোনাই কি কারণ?

কালো টাকা সাদা করার সর্বকালীন রেকর্ড বাংলাদেশে, করোনাই কি কারণ?

দেশ স্বাধীনের পর কালো টাকা সাদা করা অতীতের সব রেকর্ড এবার ভেঙে গিয়েছে৷

কালো টাকা সাদা করার সর্বকালীন রেকর্ড বাংলাদেশে। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স)

গত অর্থবছরে রেকর্ড ২০ হাজার ৬০০ কোটি কালো টাকা সাদা হয়েছে৷ ১১ হাজার ৮৫৯ জন ব্যক্তি কালো টাকা বৈধ করেছেন৷ দেশ স্বাধীনের পর কালো টাকা সাদা করা অতীতের সব রেকর্ড এবার ভেঙে গিয়েছে৷

করোনা মহামারির মধ্যে হঠাৎ করে এত কালো টাকা এল কোথা থেকে? কেন প্রায় ১২ হাজার মানুষ কালো টাকা সাদা করলেন? জানতে চাইলে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) গবেষণা পরিচালক মাহফুজ কবীর ডয়চে ভেলেকে বলেন, ‘বাংলাদেশে কালো টাকার উৎস তো কখনওই জানা যায় না৷ আর এবার অনেক বেশি কালো টাকা সাদা হওয়ার দু'টো কারণ আমার কাছে মনে হয়েছে৷ প্রথমত, করোনার কারণে সারা বিশ্বই আক্রান্ত৷ যাঁরা টাকা পাচার করেন, তাঁরা এই সময়ে পাচারের সুযোগটা পাননি৷ ফলে তাঁদের কাছে যে বিশাল অঙ্কের টাকা রয়ে গেছে সেটা সরকারের বিশেষ সুযোগের ফলে সাদা করে নিয়েছেন৷ আর দ্বিতীয় কারণ হল, এর আগে কখনই কোন সরকার এমন সুযোগ দেয়নি, যেটা গত অর্থবছরে ছিল৷ সেটা হল, কালো টাকা সাদা করলে কেউ কোনও ধরনের প্রশ্ন করতে পারবে না এবং পুরো টাকার উপর মাত্র ১০ শতাংশ কর দিলেই টাকাটা বৈধ হয়ে যাবে৷ এটা তো বিশাল সুযোগ৷’

বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, কালো টাকা সাদা করার তালিকায় আছেন চিকিৎসক, সরকারি চাকরিজীবী, তৈরি পোশাক রফতানিকারক, ব্যাংকের উদ্যোক্তা মালিক ও স্বর্ণ ব্যবসায়ীসহ আরও অনেকে৷ এর মধ্যে নগদ টাকা সাদা হয়েছে প্রায় ১৭ হাজার কোটি৷ ব্যাঙ্ক বা নগদে রাখা এই বিপুল পরিমাণ টাকা সাদা করেছেন প্রায় সাত হাজার ব্যক্তি৷ বাকি টাকা জমি-ফ্ল্যাট ও শেয়ারবাজারে বিনিয়োগ হয়েছে৷ কালো টাকা সাদা করার ফলে ১০ শতাংশ কর হিসেবে এনবিআর ২ হাজার ৬০ কোটি টাকা রাজস্ব পেয়েছে৷

এই বিপুল পরিমাণ কালো টাকা সাদা হলেও মূল কালো টাকার মালিকরা তাঁদের অর্থ সাদা করেননি বলেই মনে করেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘সরকার বিশেষ সুবিধা দেওয়ার কারণে কিছু মানুষ কালো টাকা সাদা করেছেন৷ তাঁদের মধ্যে আইনজীবী, চিকিৎসক-সহ বিভিন্ন পেশাজীবী আছেন৷ তাঁদের টাকাগুলো অপ্রদর্শিত ছিল৷ ১০ শতাংশ কর দিয়ে বৈধ করে নিয়েছেন৷ কিন্তু যাঁরা কালো টাকার মালিক, তাঁরা কিন্তু তাদের টাকা সামনে আনেননি৷ যদিও সরকার বারবার এই সুযোগ দিচ্ছে, এটা অবশ্যই অনৈতিক৷ আমি মনে করি, এই সুযোগটা এখন সীমিত করতে হবে৷ এটা যদি অব্যাহত থাকে তাহলে বৈধ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন৷’

২০০৭ সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের পর বর্তমান সরকারের তিন মেয়াদে একাধিকবার কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হলেও তেমন একটা কাজে লাগেনি৷ ওই তত্ত্বাবধায়ক সরকার আমলে ৩২ হাজার ৫৫৮ জন ব্যক্তি কালো টাকা সাদা করার সুযোগ নিয়েছিলেন৷ তখন অবশ্য সাড়ে তিন হাজার কোটি টাকার মতো কালো টাকা সাদা হয়েছিল৷ তখনও বিদায়ী অর্থবছরের মতো এত ঢালাওভাবে কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া হয়নি৷ এনবিআরের হিসেবে স্বাধীনতার পর থেকে ২০১৭ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে জরিমানা দিয়ে বৈধ করার মোট টাকার পরিমাণ প্রায় সাড়ে ১৮ হাজার কোটি৷

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান ডয়চে ভেলেকে বলেন, ‘‘বরবার কালো টাকা সাদা করার সুযোগ দেওয়াটা কালো টাকার মালিকদের ফুলের মালা দিয়ে বরণ করার মতো৷ এটা শুধু অন্যায়ই না, অনৈতিক, সুশাসনের পরিপন্থী ও সংবিধান বিরোধী৷ আপনি বৈধ ব্যবসায়ীদের অনুৎসাহিত করে অবৈধ টাকার মালিকদের বারবার সুযোগ দিয়ে যাচ্ছেন৷ মাত্র ১০ শতাংশ কর দিয়ে তাঁরা অবৈধ টাকাকে বৈধ করে নিলেন, অথচ বৈধ ব্যবসায়ীদের কর দিতে হচ্ছে এর চেয়েও অনেক বেশি৷ তাহলে সরকার কী বার্তা দিচ্ছে? তোমাদের বৈধ কর দিতে হবে না? এটা কোনওভাবেই গ্রহণযোগ্য হতে পারে না৷ সরকার বলছে, তারা এখান থেকে বড় ধরনের রাজস্ব তুলবে৷ অথচ গত অর্থবছরে মহামারির মধ্যেই এনবিআর ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা রাজস্ব তুলেছে৷ এখন ২০ হাজার কোটি টাকা বৈধ করে এনবিআর কর পেয়েছে ২ হাজার ৬০ কোটি টাকা৷ এই টাকা এনবিআরের রাজস্বের এক শতাংশও না৷ তাহলে কেন এই কালো টাকার মালিকদের এই সুযোগ দিতে হবে?’

কালো টাকার মালিকরা বিশেষ সুবিধা পাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন ব্যবসায়ীরা৷ বরাবরই ব্যবসায়ীরা এটার বিরোধিতা করে আসছেন৷ ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি রিজওয়ান রাহমান ডয়চে ভেলেকে বলেন, ‘কালো টাকা যদি ১০ শতাংশ কর দিয়ে সাদা করা যায়, অর্থাৎ বৈধ করা যায় তাহলে আমি কেন ব্যবসা করে ২৫-৩০ শতাংশ কর দেব? এ নিয়ে আমরা নিয়মিতই চেঁচামেচি করছি৷ তারপরে এবার বাজেটে কালো টাকা সাদা করার জন্য নিয়মিত ট্যাক্সের সঙ্গে ১০ শতাংশ অতিরিক্ত কর ধার্য্য করা হয়েছে৷ তাতেও সাড়ে ২৬ শতাংশের বেশি হবে না৷ স্বল্পোন্নত দেশে এই সুবিধার দরকার হয়৷ কিন্তু সেটা কত দিনের জন্য? আমায় যেভাবেই বোঝান না কেন বিশেষ সুবিধার কারণে টাকা পাচার না হয়ে দেশেই থেকে গিয়েছে? যে পাচার করবে সে করবেই৷’

রিজওয়ান রাহমান বলেন, ‘এভাবে চলতে থাকলে বৈধ ব্যবসায়ীরা ট্যাক্স দিতে অনুৎসাহিত হবেন৷ কালো টাকা সাদা করতে গেলে কাউকে কোন প্রশ্ন করা যাবে না? এটা কেন? আমরা তো বৈধভাবে ব্যবসা করি, ট্যাক্স দেওয়ার সময় তো এনবিআর আমাদের এক লাখ প্রশ্ন করে? তাহলে কালো টাকা আপনি কোথা থেকে পেলেন সেটা কেন প্রশ্ন করা যাবে না? জাতীয় অর্থনীতিতে আপনার ভূমিকা কী? যে আপনাকে প্রশ্নই করা যাবে না? আসলে কালো টাকা আর অপ্রদর্শিত অর্থ এটা আলাদা করতে হবে৷ এখন একজন ব্যবসায়ী আগের বছর ব্যবসা করে কিছু ট্যাক্স কম দিয়েছেন, এবার ট্যাক্সটা তিনি দিয়ে টাকাটা বৈধ করছেন৷ এটা এক ধরনের৷ আর আরেকজন মাদক ব্যবসা করে টাকা উপার্জন করেছেন বা দুর্নীতির মাধ্যমে টাকা উপার্জন করেছেন, এই দুইটা বিষয় এক হয়ে যাচ্ছে৷ এখন মাদক চোরাকারবারীর কাছ থেকে ১০ শতাংশ কর নিয়ে তারা টাকাও সরকার বৈধ করে দিচ্ছে৷ দুর্নীতিবাজকেও বৈধ করে দিচ্ছে, এটা হতে পারে?’

ঘরে বাইরে খবর

Latest News

তামিলনাড়ুর খাদানে ভয়াবহ বিস্ফোরণ, মৃত বহু অক্ষয় তৃতীয়ায় পড়ছে ১০০ বছর পর এই শুভ যোগ! হঠাৎ করে আসবে টাকা, লাকি ৩ রাশি নেতৃত্ব ফিরে পেয়েই ICC T20I Rankings-এ বড় লাফ দিলেন বাবর, সূর্য থাকলেন একেই বড় চ্যালেঞ্জ মুর্শিদাবাদ, তৃতীয় দফায় কোথায় মোতায়েন হবে কত বাহিনী জানাল কমিশন 'ভারত সুপারপাওয়ার... আর আমরা ভিক্ষা চাই', পাক সংসদে বিস্ফোরক কট্টরপন্থী সাংসদ ৬৫-তে পা অপুর সংসারের! সৌমিত্রের বিপরীতে প্রথম ছবিতে শর্মিলা কত পারিশ্রমিক পান? আমেঠিতে লড়ব না! খাড়গের কথাও শুনতে নারাজ রাহুল, রায়বরেলিতে ‘রিস্ক’ নেবেন কি? আইপিএল আর বিশ্বকাপ এক নয়, সমালোচনা উপেক্ষা করেই ছন্দে ফিরবেন হার্দিক, দাবি সানির তাপস রায়ের সঙ্গে একমঞ্চে কুণাল, বললেন, মানুষ ঠিক করবে প্রকৃত প্রার্থী ইনস্টায় লাইকের উপর দলে সুযোগের যোগ থাকা উচিত নয়- রিঙ্কু বাদ পড়ায় চটেছেন রায়ডু

Latest IPL News

IPL 2024- আবার চোট মায়াঙ্কের, দুশ্চিন্তায় LSG-র কোচ ল্যাঙ্গার ‘মিষ্টি ও বাজি কিনে এনেছিলাম….’, রিঙ্কু বিশ্বকাপের দলে না থাকায় হৃদয় ভাঙল বাবার IPL 2024-কোচ, অধিনায়ক নয়, কার ভোকাল টনিকে কামব্যাক নাইটদের? ICC T20 World Cup-বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পেয়ে…কাকে কৃতিত্ব দিলেন সঞ্জু? ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মই কাল হল রিঙ্কুর? বিশ্বকাপ থেকে বাদ পড়ায় উঠছে প্রশ্ন T20 বিশ্বকাপের সহ-অধিনায়ক হওয়ার দিনেই বিরাট শাস্তি পান্ডিয়ার, জরিমানা রোহিতদেরও হার্দিক গড়পড়তা, সিরাজের ফর্ম খুব খারাপ,ভারতের WC দলের ১৫ জন IPL-এ কেমন খেলছেন? ইনফ্লুয়েন্সারকে যৌন হেনস্থা! দিল্লি ক্যাপিটালের পৃথ্বীকে সমন মুম্বই কোর্টের ব্যর্থ রোহিত-হার্দিক-বুমরাহ! মুম্বইকে চার উইকেটে হারিয়ে দিল রাহুলের লখনউ শুভমন গিলকে টপকে কী করে ভারতীয় দলে জায়গা করলেন যশস্বী? সামনে এল আসল কারণ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.