বাংলা নিউজ > ঘরে বাইরে > Mamata Banerjee: বেঙ্গালুরুতে বিরোধীদের নৈশভোজে অংশ নেবেন না মমতা, দাবি রিপোর্টের

Mamata Banerjee: বেঙ্গালুরুতে বিরোধীদের নৈশভোজে অংশ নেবেন না মমতা, দাবি রিপোর্টের

মমতা বন্দ্যোপাধ্যায় (PTI)

রক্তস্নাত পঞ্চায়েত নির্বাচনের পর বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হতে চলেছে বিরোধীদের এই বৈঠক। রাজ্যে চরম রাজনৈতিক বিরোধী বাম-কংগ্রেসের সঙ্গে একই টেবিলে বসে মমতাকে কষতে হবে বিজেপি বিরোধিতার অঙ্ক। ১৮ তারিখের সেই বৈঠকের আগে অবশ্য ১৭ জুলাইয়ের রাতে একটি নৈশভোজের আয়োজন করা হয়েছে। তাতে হয়ত থাকবেন না মমতা।

বিরোধী ঐক্যে শান দিতে জুন মাসে পটনায় একত্রিত হয়েছিল ১৭টি বিরোধী দল। আগামী ১৮ জুলাই, মঙ্গলবার বেঙ্গালুরুতে ফের মিলিত হবে বিজেপি বিরোধী দলগুলি। এবারের বৈঠকে অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়ছে। জানা গিয়েছে, মোট ২৪টি দল বেঙ্গালুরুর বিরোধী বৈঠকে যোগ দিতে পারে। এই আবহে বিরোধীদের মধ্যে সখ্যতা বাড়াতে ১৭ জুলাই একটি বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়েছে বেঙ্গালুরুতেই। সেই নৈশভোজে আমন্ত্রিত লালু, নীতীশ, হেমন্ত সোরেন, উদ্ধব ঠাকরে, শরদ পাওয়ার, মমতা বন্দ্যোপাধ্যায়রা। তবে তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, এই নৈশভোজে খুব সম্ভবত যোগ দেবেন না মমতা। তবে ১৮ তারিখের বৈঠকে তিনি অংশ নেবেন। তাঁর সঙ্গে সেই বৈঠকে হাজির থাকার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। তবে পায়ের অস্ত্রোপচারর কারণেই ১৭ তারিখের নৈশভোজে অংশ নিতে পারবেন না মমতা।

উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের আগে উত্তরবঙ্গে হেলিকপ্টার বিভ্রাটে গুরুতর চোট পেয়েছিলেন মমতা। এর জেরে তাঁর পায়ে অস্ত্রোপচার হয় এসএসকেএস হাসপাতালে। তারপর থেকে তিনি প্রায় দুই সপ্তাহ বাড়িতেই ছিলেন। সেখান থেকেই সরকারের কাজ সামলেছেন। পঞ্চায়েতে দলের হয়ে অনলাইনে প্রচার করেছেন। এরই মধ্যে চিকিৎসকরা মমতাকে বিমানে চড়ে বেঙ্গালুরু যাওয়ার অনুমতি দিয়েছে। তবে যথা সম্ভব বিশ্রামে থাকার পরামর্শই দেওয়া হয়েছে তৃণমূল সুপ্রিমোকে। এই আবহে ১৭ জুলাইয়ের নৈশভোজে সম্ভবত থাকবেন না মমতা। তবে মমতার বদলে তাঁর প্রতিনিধি হয়ে সেই নৈশভোজে অংশ নিতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও'ব্রায়েন।

উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনে লাগামহীন হিংসার সাক্ষী থেকেছে বাংলা। রাজনৈতিক হিংসার বলি হয়েছে সব দলেরই কর্মীরা। তবে শাসকদল তৃণমূল কংগ্রেসের রক্ত ঝরেছে সবথেকে বেশি। 'প্রতিরোধ'-এর নামে বহু জায়গায় আক্রান্ত হয়েছে তৃণমূল কর্মীরা। ঘাসফুল শিবিরের কর্মীদের ওপর হামলার ঘটনায় বহু ক্ষেত্রেই অভিযোগের আঙুল উঠেছে বাম-কংগ্রেসের দিকে। এহেন হিংসাত্মক, রক্তাক্ত পঞ্চায়েত নির্বাচনের পর এই প্রথম বাম-কংগ্রেস নেতৃত্বের মুখোমুখি হতে চলেছেন মমতা। তাই বেঙ্গালুরুর এই বৈঠকের দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের।

এদিকে ১৮ জুলাইয়ের বৈঠকে কংগ্রেসের তরফে অংশ নেবেন সোনিয়া গান্ধীও। এর আগে পটনা বৈঠকে কংগ্রেসের তরফে অংশ নিয়েছিলেন রাহুল গান্ধী এবং দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এদিকে বর্তমানে কংগ্রেস সভাপতি না হলেও সোনিয়া এবং ইউপিএ চেয়ারপার্সন। তাই তাঁর এই বৈঠকে অংশগ্রহণ বেশ তাৎপর্যপূর্ণ। তাছাড়া মমতার সঙ্গে সোনিয়ার ব্যক্তিগত রসায়নের বিষয়টি অজানা নয় রাজনৈতিক মহলের। এদিকে পটনার বৈঠকে দিল্লি অর্ডিন্যান্স নিয়ে আম আদমি পার্টির সঙ্গে কংগ্রেসের মতবিরোধ দেখা দিয়েছিল। তবে বেঙ্গালুরুর বৈঠকেও আম আদমি পার্টির ডাক পড়েছে। এই বৈঠকে দুই দলের মত পার্থক্য মিটে যায় কি না, সেদিকেও নদর থাকবে রাজনৈতিক মহলের। এছাড়া, গতবারের বৈঠকের পর চিড় ধরেছে শরদ পাওয়ারের এনসিপি-তে। পটনার বৈঠরে শরদ পাওয়ারের সঙ্গে এনসিপির হয়ে উপস্থিত ছিলেন প্রফুল্ল প্যাটেল। তবে এখন তিনি অজিত পাওয়ারের শিবিরে। এই আবহে শরদ পাওয়ারের দিকেও নজর থাকবে ওয়াকিবহল মহলের।

 

 

ঘরে বাইরে খবর

Latest News

কলকাতার হোটেলে হেনস্থা বাংলাদেশের রূপান্তরিত নারীকে,পরিচয় গোপন রেখে বিয়ে কি কারণ ‘বাবার সান্নিধ্য থেকে সন্তানদের বঞ্চিত…', বিস্ফোরক অভিযোগ অ্যাঞ্জেলিনার বিরুদ্ধে পরের বছর মোদীর ৭৫ হলেই অবসর, যোগীর নাম কাটা যাবে, শাহ হবেন PM-বোমা ফাটিয়ে দাবি ICC T20 WC 2024-এর জন্য দল ঘোষণা নামিবিয়ার, নেতৃত্বে অলরাউন্ডার জেরার্ড ইরাসমাস আর ১০০ বছর, তার পরে পৃথিবীতে শুধুই মশা আর মশা! বলছে গবেষণা আবেদন করেও পার পেলেন না, চলতি IPL-এ বারবার নিয়ম ভাঙায় নির্বাসিত হলেন ঋষভ পন্ত বিয়ের পর বাড়িতে সত্যনারায়ণ! ছেলেকে ছাড়াই পারিবারিক ছবি দিলেন রূপাঞ্জনা বৈশাখ পূর্ণিমা কবে? এই দিন কী বিশেষ করবেন যাতে ভাগ্য চমকাবে, দূর হবে অর্থ সংকট 'ছেলেটির হিংস্র রূপ…,খুনও হতে পারত…'!রাতে অ্যাপ বাইকে ভয়াবহ অভিজ্ঞতা অভিনেত্রীর পাক জঙ্গি শিবিরে ভারতের এয়ারস্ট্রাইক নিয়ে এবার প্রশ্ন তুললেন তেলাঙ্গানার CM

Latest IPL News

আবেদন করেও পার পেলেন না, চলতি IPL-এ বারবার নিয়ম ভাঙায় নির্বাসিত হলেন ঋষভ পন্ত সঞ্জীব গোয়েঙ্কা ও কেএল রাহুলের ইস্যুতে আফগান তারকার রহস্যময় বার্তা ওর স্ট্রাইকরেট নিয়ে এখনও প্রশ্ন তুলবেন সকলে… কোহলির হয়ে ব্যাট ধরলেন শৈশবের কোচ IPL-এর ইতিহাসে এক ম্যাচের এক ইনিংসে জোড়া শতরান, RCB, SRH-এর বিরল নজির ছুঁল GT জুটিতে লুটি- ২১০ রানের পার্টনারশিপ করে GT-র ২ ওপেনার সাই-শুভমনের IPL-এ নয়া নজির কী কারণে রাহুলের উপর চটে গিয়েছিলেন সঞ্জীব গোয়েঙ্কা? রিপোর্টে উঠে আসছে আসল কারণ 'ছেড়ে যাবেন না, আপনি যেতে এত কষ্ট হয়েছিল', গম্ভীরের সামনে কেঁদে ফেলল KKR ফ্যান ম্যাচ জেতানোর পরেই এল খারাপ সংবাদ! শাস্তির মুখে পড়তে হল GT ক্যাপ্টেন শুভমন গিল এটাই আমার শেষ… ভাইরাল রোহিত-অভিষেকের কথোপকথন! দেখুন KKR-এর ডিলিট করা সেই ভিডিয়ো ধোনির উন্মাদনা! সব নিরাপত্তা ভেঙে মাঠে ঢুকে মাহির সামনে মাথা নত করলেন ভক্ত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.