রাগে তিনি এতই মত্ত ছিলেন যে পুলিশের গায়ে হাত তুলতেও পিছপা হননি এই ব্যক্তি। ঘটনা বেঙ্গালুরুর। সেখানে দিনে দুুপুরে ভরা রাস্তার মাঝে এক পুলিশ কর্মীর আঙুল কামড়ে দিলেন ব্যক্তি। ঘটনায় আশপাশে অনেকেই স্তম্ভিত হয়ে পড়েন। অবাক হন পুলিশকর্মীরাও। যে কারণে এই ঘটনা ঘটেছে, তার নেপথ্যে রয়েছে ট্রাফিকের নিয়ম না মেনে, হেলমেট না পরে ওই ব্যক্তির পাকড়াও হওয়ার ঘটনা। ব্যক্তি হেলমেট না পড়াতেই পুলিশ রাস্তায় দাঁড় করায় তাঁর গাড়ি। গাড়ি দাঁড় করানোর পর থেকেই বচসা শুরু করে দেন ব্যক্তি। আর তা ঘিরেই এই কাণ্ড!
বেঙ্গালুরুর এই কামড়-কাণ্ডের ভিডিয়ো ছয়লাপ সোশ্যাল মিডিয়ায়। যে ক্লিপটি সদ্য ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তি, সাদা রঙের স্কুটিতে করে যাচ্ছিলেন রাস্তা দিয়ে। তাঁর চোখে কালো গগলস। তবে মাথায় হেলমেটের জায়গায় ছিল সাধারণ টুপি। হেলমেট কেন নেই মাথায়? এই প্রশ্ন করেন পুলিশ কর্মীরা। তার উত্তর দিতে গিয়েই ওই ব্যক্তি চরম ক্ষোভ দেখাতে থাকেন। একেবারে সরাসরি চড়াও হন পুলিশের ওপর। এরপর থেকেই দুই পক্ষের বচসা শুরু হয়। সেই বচসার মাঝে আচমকা পুলিশের সঙ্গে হাতাহাতি করতে দেখা যায় ব্যক্তিকে। কথা-কাটাকাটির মধ্যে চোখের নিমেষে পুলিশের আঙুলে কামড়ে দেন ব্যক্তি। ঘটনায় ততক্ষণে হতচকিত সকলে। কীভাবে একজনের এতটা সাহস হয়, তা নিয়ে ওঠে প্রশ্ন।
জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির বয়স ২৮। তিনি কর্তব্যরত ট্রাফিক পুলিশ কনস্টেবলের গায়ে হাত তোলার দায়ে অভিযুক্ত। এই গোটা ঝগড়ার পর্ব স্থানীয় ভাষায় চলতে থাকে। তাঁকে বলতে শোনা যায় যে তিনি একটি হাসপাতালে যাওয়ার সময় হেলমেট পরতে ভুলে গিয়েছিলেন এবং তাঁর ভিডিও ভাইরাল হয়ে গেলে তিনি পাত্তা দেন না। তিনি চোখের সামনে দেখতে পান, তাঁর ভিডিয়ো তোলা হচ্ছে, তবে তাতে পরোয়া করতে দেখা যায়নি ব্যক্তিকে। পরে দেখা যায়, ব্যক্তি পুলিশ কনস্টেবলেক থেকে ফোনটি ছিনিয়ে নিতে চান। সেই ফোনেই তোলা হচ্ছিল গোটা পরিস্থিতির দৃশ্য। যদিও পরে তাঁকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা।