বাংলা নিউজ > ঘরে বাইরে > Manipur CM N Biren Singh: পদত্যাগ পত্র লিখেও কেন পদ ছাড়লেন না বীরেন? মুখ খুললেন মণিপুরের মুখ্যমন্ত্রী

Manipur CM N Biren Singh: পদত্যাগ পত্র লিখেও কেন পদ ছাড়লেন না বীরেন? মুখ খুললেন মণিপুরের মুখ্যমন্ত্রী

মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং (PTI)

N Biren Singh on Resignation Episode: বীরেন রাজ্যপালের কাছে নিজের পদত্যাগপত্র জমা দিতে যাওয়ার সময় সমর্থকদের বাধার মুখে পড়েন। তারা বীরেনকে পদত্যাগ না দেওয়ার অনুরোধ করেন। এমনকী তাঁর পদত্যাগপত্র নিয়ে তা ছিঁড়ে দেন তারা। সেই ঘটনা নিয়ে এবার মুখ খুললেন মণিপুরের মুখ্যমন্ত্রী।

দীর্ঘদিন ধরেই জাতিগত হিংসায় জর্জরিত মণিপুর। গত মে মাস থেকে শুরু হওয়া হিংসার আগুনে পুড়ে এখনও পর্যন্ত কয়েকশো মানুষ প্রাণ হারিয়েছেন উত্তরপূর্বের এই রাজ্যে। বাড়বাড়ন্ত বেড়েছে সশস্ত্র জঙ্গিদের। এরই মাঝে আবার নিজের দলের একটা অংশ থেকে ক্রমশ চাপে থাকছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। বীরেনের পদত্যাগের দাবিতে দিল্লিতেও গিয়েছেন বিজেপি বিধায়করা। এই সবের মাঝেই সম্প্রতি নিজের পদত্যাপত্র লিখে রাজ্যপালের কাছে জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বীরেন। তবে পদ থেকে সরে দাঁড়ানোর কথা স্থির করলেও শেষ পর্যন্ত আর তা করা হয়নি তাঁর। রাজভবনের পথে মুখ্যমন্ত্রীকে আটকান তাঁর সমর্থকরা।

এদিকে কেন পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন বীরেন সিং? এই প্রশ্নের জবাবে সংবাদসংস্থা এএনআই-কে মণিপুরের মুখ্যমন্ত্রী বলেন, 'আমি দেখেছি যে আমার রাজ্যে জায়গায় জায়গায় প্রধানমন্ত্রী মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। বিজেপির পার্টি অফিসে হামলা চালানো হয়েছে... গত কয়েক বছরে কেন্দ্র মণিপুরের জন্য যা করেছে এবং রাজ্যের বিজেপি সরকার মানুষের জন্য যা করেছে তাতে একটা বিশ্বাসের জায়গা গড়ে উঠেছিল। তবে আমার মনে হয় মানুষের সেই বিশ্বাস আমরা হারিয়ে ফেলেছি। এটা ভেবে আমার খারাপ লেগেছিল। কয়েকদিন আগে বাজারে আমার নামে অথ্য ভাষায় গালি দিয়েছিল একদল মানুষ। এগুলো আমার ভালো লাগেনি। আমি মেনে নিতে পারিনি। তাই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলাম।'

এদিকে বীরেন রাজ্যপালের কাছে নিজের পদত্যাগপত্র জমা দিতে যাওয়ার সময় সমর্থকদের বাধার মুখে পড়েন। তারা বীরেনকে পদত্যাগ না দেওয়ার অনুরোধ করেন। এমনকী তাঁর পদত্যাগপত্র নিয়ে তা ছিঁড়ে দেন তারা। এর কিছুক্ষণ পর বীরেন টুইট করে লেখেন, 'এই কঠিন পরিস্থিতিতে আমি পদত্যাগ করছি না।' এই সিদ্ধান্ত প্রসঙ্গে বীরেন এএনআই-কে বলেন, 'কোনও নেতা মানুষের আস্থা ছাড়া নেতা থাকতে পারেন না। আমি মুখ্যমন্ত্রীর আবাস থেকে বেরিয়ে দেখি অনেক মানুষ জড়ো হয়ে রয়েছেন। আমি তা দেখে শান্তি পাই মনে। তারা আমার প্রতি আস্থা দেখান। আমার মনে যে সংশয় তৈরি হয়েছিল, তা ভুল প্রমাণিত করে এই ভিড়। কারণ মানুষ আমার সমর্থনে দাঁড়িয়ে ছিল সেখানে। তারা আমাকে পদত্যাগ করতে বারণ করে। আর তারা যদি আমাকে পদত্যাগ করতে বলে, আমি তাহলে পদত্যাগ করব। তবে তারা যদি বাধা দেয়। আমি পদত্যাগ করব না।'

উল্লেখ্য, গত ৩ মে থেকে জাতিগত হিংসার সাক্ষী মণিপুর। মাঝে পরিস্থিতি কিছুটা শান্ত ছিল। তবে পুরোপুরি স্বাভাবিক হয়নি অবস্থা। এখনও পর্যন্ত কয়েক হাজার জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। চূড়াচাঁদপুর, মোরে, কাকচিং এবং কাংপোকপি জেলা থেকে অধিকাংশ মানুষকে সরানো হয়েছে। এরই মধ্যে হিংসায় মৃতের সংখ্যা বেড়ে চলেছে। অভিযোগ উঠেছে কুকি ‘জঙ্গিরা’ অটোমেটিক রাইফেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এরই মধ্যে কুকি জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চলছে সেই রাজ্যে।

প্রসঙ্গত, ইম্ফল উপত্যকায় সংখ্যাগরিষ্ঠ হল মৈতৈ জনজাতি। তবে তারা সম্প্রতি দাবি তুলেছে যে তাদের তফসিলি উপজাতির তকমা দিতে হবে। তাদের এই দাবির বিরোধ জানিয়েছে স্থানীয় আদিবাসীরা। এই আবহে গত এপ্রিলের শেষ সপ্তাহে মণিপুরের অল ট্রাইবাল স্টুডেন্ট ইউনিয়ন একটি মিছিলের আয়োজন করেছিল। সেই মিছিল ঘিরেই হিংসা ছড়িয়ে পড়ে চূড়াচাঁদপুর জেলায়। এদিকে তফশিলি উপজাতির ইস্যুর পাশাপাশি সংরক্ষিত জমি এবং সার্ভে নিয়েও উত্তাপ ছড়িয়েছে। এই আবহে গত এপ্রিল মাসে এই চূড়াচাঁদপুর জেলাতেই মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের সভাস্থলে আগুন লাগিয়ে দিয়েছিল ইন্ডিজেনাস ট্রাইবাল লিডারস ফোরামের সদস্যরা। এদিকে এই জেলা থেকে আদিবাসী বনাম মৈতৈদের এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে অন্যান্য জেলাতেও।

ঘরে বাইরে খবর

Latest News

সচিন কন্যা এখন কোরিয়ান বিউটি ব্র্যান্ডের অ্যাম্বাসাডর! কোন পণ্য প্রমোট করবেন ভোট দিলে দুগ্ধ প্রস্তুতকারকদের বেশি টাকা দেবে আমুল, অফার গুজরাটে ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে ম্যাচেই প্রয়াত কলকাতার জনপ্রিয় ইউটিউবারকে শ্রদ্ধা চেলসির এটিএম থেকে 'কার্ড' কৌশলে এভাবেই হচ্ছে টাকা চুরি, প্রতারকদের থেকে সাবধান! প্রাথমিকেও দেদার দুর্নীতি, রিপোর্ট দিল CBI, খাঁড়া ঝুলছে ৩২ হাজার চাকরির ওপর Video: ভোটের মাঝে অযোধ্যায় মোদী, রামলালাকে ষাষ্টাঙ্গে প্রণাম প্রধানমন্ত্রীর জাপানের অনন্য বিমানবন্দর! ৩০ বছরে হারায়নি কোনও যাত্রীর লাগেজ কত টাকার গাড়ি আছে অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের? বইয়ের হিসেব জানলে ‘গর্ব’ হবে আপনারও পোল্যান্ডে সাবেক নাৎসি ঘাঁটি থেকে পাওয়া গেল পাঁচটি কঙ্কাল, সেগুলি কোন সময়ের IAF কনভয়ে হামলার ২৪ ঘণ্টা পার, জঙ্গিদের খোঁজে ব্যাপক তল্লাশি কাশ্মীরে, আটক বহু

Latest IPL News

জাদেজার অলরাউন্ড পারফরম্যান্স, বোলারদের নিখুঁত স্ট্র্যাটেজি, ২৮ রানে জিতল CSK আইপিএলে চতুর্থবার গোল্ডেন ডাক ধোনির, হার্ষালের বলে আউট, ভিডিয়ো IPL- দুরন্ত বলে বিরাটকে করেছিলেন আউট, সেই নূরকেই ম্যাচের পর উপহার ‘দাদা’ কোহলির ‘এসব দলের বিরুদ্ধে খেলে বিশ্বকাপের স্বপ্ন দেখা উচিত নয়’, বিস্ফোরক শাকিব আল হাসান ৩৫ বছর বয়সেও এমন ফিল্ডিং, নিখুত থ্রো! কোহলিকে দেখে গ্রিনও অবাক হয়ে গেলেন IPL 2024- লাস্ট বয়ের কাছে হেরে ৯ নম্বরে দল, কি সাফাই দিলেন গুজরাট অধিনায়ক শুভমন? সামনে WC,তাই অসুস্থতা উপেক্ষা করে খেলেছেন ম্যাচ,সেরার পুরস্কার পেয়ে বললেন সিরাজ পার্পেল ক্যাপ জিতে মেয়েকে নিলেন কোলে,সোমবার ফের ক্যাপ পুনর্দখল করতে মরিয়া নটরাজন IPL 2024: T20 তে বড় রেকর্ড গড়লেন SA-র ডু প্লেসি, গেইলকে পিছনে ফেলল RCB-র ফ্যাফ হঠাৎই Undertaker-এর ভূমিকায় কেকেআর ক্রিকেটার, মারলেন চোকস্লাম, দেখুন ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.