মোদী বলেন,'সিডনিতে প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে শুধু অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীই ছিলেন না, উপস্থিত ছিলেন সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী,বিরোধী দলের সাংসদরাও। এটাই গণতন্ত্রের ক্ষমতা। তাঁরা সকলে মিলে প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে যোগ দিয়েছেন।' (
1/5মে মাসের ২৮ তারিখে উদ্বোধন হতে চলেছে নতুন সংসদভবন। মোদী সরকারের ৯ বছর পূর্তিও মে মাসে হচ্ছে। এদিকে, সংসদভবন উদ্বোধন ঘিরে দিল্লির রাজনীতি উত্তাল। সেখানে ২১ টি বিরোধী দল এই উদ্বোধন বয়কট করেছে। এদিকে, অস্ট্রেলিয়ায় প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে সেদেশের প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিরোধী দলের সদস্যরাও ছিলেন উপস্থিত। যে অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী মোদী। আর সেই অনুষ্ঠান নিয়েই দিল্লির রাজনীতির সাপেক্ষে বিরোধীদের খোঁচা দিতে ছাড়লেন না নরেন্দ্র মোদী।(ANI Photo) (ANI)
2/5জাপান, নিউগিনি, অস্ট্রেলিয়া সফর থেকে ফিরে নরেন্দ্র মোদী বলেন,'সিডনিতে প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে শুধু অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীই ছিলেন না, উপস্থিত ছিলেন সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী,বিরোধী দলের সাংসদরাও। এটাই গণতন্ত্রের ক্ষমতা। তাঁরা সকলে মিলে প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে যোগ দিয়েছেন।' (PTI Photo)(PTI05_25_2023_000039A) (ANI)
3/5উল্লেখ্য. সদ্য অস্ট্রেলিয়া সফরে সিডনির কুদোস ব্যাঙ্ক এরিনায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একযোগে সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানেই মোদী জানান যে, খুব তাড়াতাড়ি ব্রিসবেনে ভারত একটি কনস্যুলেট খুলতে চলেছে প্রবাসী ভারতীয়দের স্বার্থে।. (PTI Photo)(PTI05_25_2023_000038A) (ANI)
4/5উল্লেখ্য. নতুন সংসদভবনের উদ্বোধন ঘিরে তুঙ্গে দিল্লির রাজনৈতিক চাপানোতর। উদ্বোধন অনুষ্ঠানে দেশের রাষ্ট্রপতিকে উদ্বোধন করার জন্য আমন্ত্রণ না জানিয়ে, দেশের প্রধানমন্ত্রীকে সেই সংসদভবন উদ্বোধনের আমন্ত্রণ জানানো হয়েছে। আর সেই কারণেই এই সংসদভবনের উদ্বোধন বয়কটের ডাক দিয়েছে ২১ টি বিরোধী দল। তারা সেই অবস্থান এক যৌথ বিবৃতিতে তুলে ধরেছে। (PTI Photo)(PTI05_25_2023_000030A) (ANI)
5/5এভাবে ২১ টি বিরোধী দলের বয়কট ঘিরে মুখ খুলেছে এনডিএ-ও। তারা বলছে, 'এটি গণতন্ত্রকে' অপমানের সামিল। সব মিলিয়ে সংসদভবন উদ্বোদন ঘিরে মে মাসের গরমে দিল্লির রাজনৈতিক গরমাগরমিও তুঙ্গে! REUTERS/Willy Kurniawan/Pool/File Photo (ANI)