বাংলা নিউজ > ঘরে বাইরে > বর্ষা বিদায়, স্বাভাবিক বৃষ্টি হয়েছে তবু কেন ক্ষতি ফসলের? আরও দুর্যোগের আশঙ্কা?

বর্ষা বিদায়, স্বাভাবিক বৃষ্টি হয়েছে তবু কেন ক্ষতি ফসলের? আরও দুর্যোগের আশঙ্কা?

বর্ষা বিদায়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)

অক্টোবরেও স্বাভাবিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তবে এবার কোথাও কোথাও অতিবৃষ্টি, বজ্র বিদ্যুতের জেরে অন্তত ১৩২২ জনের মৃত্য়ু হয়েছে। বিভিন্ন রাজ্য় সরকারের তরফে এই রিপোর্ট মিলেছে।

শুক্রবারই বর্ষা বিদায় নিয়েছে। মোটামুটিভাবে গড়ে এবার প্রায় ৬ শতাংশ বৃষ্টি বেশি হয়েছে। তবে জুলাই-অগস্ট সময়সীমার মধ্যে গাঙ্গেয় অববাহিকায় বৃষ্টি কিছুটা কম হয়েছিল। এর জেরে খারিফ ফসলের ক্ষেত্রে উৎপাদনে কিছুটা ঘাটতি হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, মোটামুটি গড়পরতা বৃষ্টি বেশি হয়েছে দেশে। কিন্তু গ্রীষ্মের ঠিক পরপরই বৃষ্টি কম হওয়ার জেরে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড সহ ৬ রাজ্যে খরা পরিস্থিতি তৈরি হয়েছিল। গোটা দেশজুড়ে ডাল ও তৈলবীজ আগের তুলনায় কিছুটা কম উৎপাদন হয়েছে।

তবে সার্বিকভাবে ২০১৯ সালের পর মোটামুটি এনিয়ে চারবার স্বাভাবিক বৃষ্টিপাত হল গোটা দেশে।এদিকে আবহাওয়া দফতরের ধারণা অক্টোবর থেকে ডিসেম্বর এই সময়কালের মধ্যে দেশের দক্ষিণ উপকূলীয় এলাকায় স্বাভাবিক বৃষ্টি হবে।

এদিকে পরিসংখ্যান অনুসারে দেখা যাচ্ছে দক্ষিণভারতের তামিলনাড়ু, পুডুচেরি, করাইক্কাল, অন্ধ্র ও ইয়ানামের উপকূল, কেরল, কর্ণাটকের দক্ষি অংশে বার্ষিক বৃষ্টিপাতে ৩০ শতাংশ হয়েছে। এদিকে শীতকালীন মরসুমে তামিলনাড়ু বার্ষিক বৃষ্টিপাতের অন্তত ৪৮ শতাংশ পায়।

এদিকে উত্তরভারতে আরও কিছুদিন বৃষ্টি হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। ইন্ডিয়ান মেটোরলিকাল ডিপার্টমেন্টের ডিরেক্টর জেনারেল এম মহাপাত্র জানিয়েছেন, বঙ্গোপসাগরের উত্তর পূর্বে একটি ঘূর্ণাবর্ত হওয়ার কথা রয়েছে। এটি মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের দিকে যেতে পারে। তবে এর জেরে গাঙ্গেয় সমভূমি এলাকায় ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে অক্টোবরেও স্বাভাবিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তবে এবার কোথাও কোথাও অতিবৃষ্টি, বজ্র বিদ্যুতের জেরে অন্তত ১৩২২ জনের মৃত্য়ু হয়েছে। বিভিন্ন রাজ্য় সরকারের তরফে এই রিপোর্ট মিলেছে।

বন্ধ করুন