রাজনৈতিক কৌশলবিদ প্রশান্ত কিশোর রবিবার তাঁর একদা রাজনৈতিক গুরু নীতীশ কুমারকে নিয়ে কড়া ভাষায় সমালোচনা করলেন। বিজেপির সহায়তায় ফের বিহারে সরকার গড়তে চলেছেন নীতীশ। বিহারের মানুষকে বোকা বানানো জন্য নীতীশ কুমারকে ‘ধূর্ত ব্যক্তি’ বলে অভিহিত করে প্রশান্ত কিশোর বলেন, বিজেপির সঙ্গে তাঁর জোট ২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচন পর্যন্ত টিকবে না। আর নীতীশ কুমার আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি বা আরজেডি, যার সঙ্গে যে লোকসভা ভোটেই লড়ুন না কেন, নীতীশ কুমারের দল ২০টির বেশি আসন পাবে না।
এদিন তিনি বলেন, ‘আপনার লিখে রাখুন আগামী বিধানসভা নির্বাচনে নীতীশ কুমার ২০টির বেশি আসন পেলে আমি চাকরি থেকে অবসর নেব।'
প্রশান্ত কিশোর বলেন, তিনি যা করলেন, বিহারের মানুষ নীতীশ কুমারকে সুদসমেত ফেরত দেবেন।
পড়ুন। সকালে ইস্তফা, বিকেলে বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নীতীশের, এবার বিজেপির NDAএর সঙ্গে নয়া ইনিংস
পিকে বিজেপি-নীতীশ কুমার জোটের লাইফলাইন নিয়ে ভবিষ্যদ্বাণী করে বলেন, 'বর্তমান বিহারের রাজনৈতিক চিত্রে, দুটি দিক রয়েছে। একদিকে নীতীশ কুমার বিজেপি সমর্থিত মুখ। অন্যদিকে রয়েছে আরজেডি ও অন্যান্য দল। এই ফরমেশনে বিহার বিধানসভা নির্বাচন হবে না। আগামী বিহার নির্বাচনের আগে বিহারে অনেক নাটকীয় ঘটনা ঘটবে। লোকসভা ভোটের পর ছ'মাসের মধ্যে আপনারা সেই ঘটনাগুলি দেখতে পাবেন।'
তিনি বলেন, 'আপনি যদি গত এক বছর ধরে আমার বক্তব্য অনুসরণ করেন তবে আপনি দেখতে পাবেন যে আমিই একমাত্র ব্যক্তি যিনি বলে আসছি যে নীতীশ কুমার যে কোনও সময় উল্টে যেতে পারেন। কিন্তু আজ প্রমাণিত হয়ে গেল নরেন্দ্র মোদী, অমিত শাহও 'পালটুরাম মনিকারের' জন্য লড়তে পারেন।'
তাঁর আগের ভবিষ্যদ্বাণীর কথা উল্লেখ করে পিকে বলেন, যে নীতীশ কুমার মহাজোট চালিয়ে যাবেন না এবং যদি তিনি তা করেন তবে তিনি লোকসভা নির্বাচনে ৫টি আসনও পাবেন না। 'আমার ভবিষ্যদ্বাণীর পর তারা ভয় পেয়ে গিয়েছিল এবং ইতিমধ্যে মহাগঠবন্ধন ছেড়ে চলে গেছে। আমার পরবর্তী ভবিষ্যদ্বাণী হল নীতীশ কুমারের দল রাজ্য নির্বাচনে ২০টির বেশি আসন পাবে না। দয়া করে লিখে রাখুন। বিহারের রাজনীতিতে নীতীশ কুমারের মৃত্যুঘণ্টা বাজিয়ে এবং বিহারে ২০২৫ সালের নির্বাচনে আরজেডির সম্ভাব্য সংখ্যাগরিষ্ঠতার ইঙ্গিত দিয়ে প্রশান্ত কিশোর বলেন, ‘জেডিইউ যদি রাজ্যে ২০টির বেশি আসন পায় তবে আমি অবসর নেব।’