শুধুমাত্র প্রিপেইড পেমেন্ট ইনস্ট্রুমেন্টের(PPI) মাধ্যমে মার্চেন্ট লেনদেনে UPI পেমেন্টের উপর ফি প্রযোজ্য হবে। সাধারণ ব্যাঙ্কের মাধ্যমে UPI লেনদেনের ক্ষেত্রে কোনও ফি আরোপ করা হবে না। বুধবার এমনটাই জানিয়েছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)।
ভর্তুকি ব্যবস্থা বন্ধ করার জন্য বিভিন্ন দফতর থেকে সুপারিশ করা হয়েছে। ভারত ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমকে আরও উন্নত করার জন্যই UPI পেমেন্টের ক্ষেত্রে চার্জ কাটার অনুমতি দেওয়া হয়েছে। আরও পড়ুন: UPI দিয়ে পেমেন্ট করেন? এই ৬টি বিষয়ে সব সময়ে সাবধান থাকুন
এক সাম্প্রতিক NPCI সার্কুলার অনুযায়ী, ক্রেডিট কার্ড বা ওয়ালেটের মতো প্রিপেইড পেমেন্ট ইনস্ট্রুমেন্ট (PPI)-এর মাধ্যমে পরিচালিত UPI লেনদেনের ক্ষেত্রে ১.১% পর্যন্ত ইন্টারচেঞ্জ চার্জ দিতে হবে। ২,০০০ টাকার উপর মার্চেন্ট লেনদেনের ক্ষেত্রেই এটি প্রযোজ্য হবে।
'ধরুন আমি কোনও মার্চেন্টের কাছে গেলাম। আমার ওয়ালেট লিঙ্ক করলাম। সেটা Paytm ওয়ালেট, MobiKwik ওয়ালেট, Google Pay বা অন্য যে কোনও ওয়ালেট হতে পারে। এরপর আমি সেটি দিয়ে পেমেন্ট করলাম। যদি লেনদেনের মূল্য ২০০০ টাকার বেশি হয়, সেক্ষেত্রে মার্চেন্ট কিন্তু ২,০০০ টাকা পাবেন না। তাঁরা ১.১% ফি কাটার পরে ১৯৭৮ টাকা পাবেন (২০০০-২২),' এমনটাই জানালেন বিশেষজ্ঞ মিহির গান্ধী। PwC ইন্ডিয়ায় পেমেন্ট ট্রান্সফরমেশনের পার্টনার তিনি।
'চার্জ আরোপ করা হলে আরও ইন্টার-অপারেবল প্ল্যাটফর্ম তৈরি করা যেতে পারে। এর ফলে পেমেন্ট ল্যান্ডস্কেপে আরও বেশি উদ্ভাবন, প্রতিযোগিতা এবং সুযোগ আসবে বলে আশা করা হচ্ছে,' জানালেন ইন-সলিউশন গ্লোবাল লিমিটেডের আধিকারিক অনুপ নায়ার।
বিশ্বের অন্যতম সহজ, দ্রুত ও কম খরচের লেনদেন পদ্ধতি UPI। কীভাবে এই বিশাল ব্যবস্থা সরকার বিনা খরচে প্রদান করে তা বিশ্বের কাছে বিস্ময়ের বিষয়। তবে দীর্ঘমেয়াদে এতে ভর্তুকির অঙ্ক কমানো ছাড়া উপায় নেই। সেই কারণেই নির্দিষ্ট ক্ষেত্রে চার্জ আরোপের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মাধ্যমে গোটা ব্যবস্থাটিকে দীর্ঘমেয়াদে আরও কার্যকর করে তোলা হবে।
তবে বিশেষজ্ঞদের মতে, টাকা প্রেরণকারী আমজনতার থেকে অদূর ভবিষ্যতে ফি কাটার সম্ভাবনা কম। মার্চেন্টদের উপরেই ফি আরোপিত হবে। কেন? কারণ ডিজিটাল পেমেন্টের মাধ্যমে ব্যবসা বৃদ্ধি পেয়েছে। আগের তুলনায় দ্রুত, সঙ্গে সঙ্গে অর্থ পেয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। সেই কারণে তাদের থেকেই চার্জ কাটা হতে পারে। আরও পড়ুন: UPI-PayNow: ভারত-সিঙ্গাপুরের পর UAE, মরিশাস, ইন্দোনেশিয়া থেকেও UPI পেমেন্ট
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup