বাংলা নিউজ > ঘরে বাইরে > INDIA on Manipur: নগ্ন ভিডিয়ো কাণ্ডের 'প্রায়শ্চিত্ত', ২ মণিপুরী নারীকে রাজ্যসভায় পাঠাতে রাষ্ট্রপতির কাছে আর্জি INDIA-র

INDIA on Manipur: নগ্ন ভিডিয়ো কাণ্ডের 'প্রায়শ্চিত্ত', ২ মণিপুরী নারীকে রাজ্যসভায় পাঠাতে রাষ্ট্রপতির কাছে আর্জি INDIA-র

ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি

ভিডিয়ো কাণ্ডের ৭৭ দিন পর মূল অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ। যে ব্যক্তি সেই ভিডিয়ো তুলেছিল, তাকেও গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাজেয়াপ্ত হয়েছে সেই মোবাইলও। জানা যায়, ভাইরাল ভিডিয়োর ঘটনাটি ঘটে ইম্ফল থেকে প্রায় ৩৫ কিমি দূরে কাংপোকপি জেলায়।

গত ৪ মে মণিপুরে ঘটে গিয়েছিল এক বর্বর ঘটনা। সেই ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে। এদিকে মণিপুরে বিক্ষিপ্ত হিংসা জারি রয়েছে। এই পরিস্থিতিতে মণিপুর ইস্যু নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সম্প্রতি দেখা করেছিলেন ইন্ডিয়া জোটের সাংসদরা। তাঁরা একটি স্মারকলিপি তুলে দেন রাষ্ট্রপতির হাতে। সঙ্গে তাঁরা দাবি জানান, রাষ্ট্রপতি যেন দুই মণিপুরী নারীকে রাজ্যসভায় মনোনীত করেন। তাছাড়া প্রধানমন্ত্রী মোদীর মণিপুরে যাওয়া উচিত বলেও দাবি জানান বিরোধী সাংসদরা। 

এর আগে এই ভিডিয়ো কাণ্ডের ৭৭ দিন পর মূল অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ। এরপর আরও বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল। যে ব্যক্তি সেই ভিডিয়ো তুলেছিল, তাকেও গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাজেয়াপ্ত হয়েছে সেই মোবাইলও। জানা যায়, ভাইরাল ভিডিয়োর ঘটনাটি ঘটে ইম্ফল থেকে প্রায় ৩৫ কিমি দূরে কাংপোকপি জেলায়। সেই ঘটনায় নির্যাতিতা মহিলাদের পরিবারের দুই সদস্যকেও খুন করা হয়েছিল। প্রধানমন্ত্রী মোদী বাদল অধিবেশনের আগে এই ঘটনাকে 'জাতির লজ্জা' হিসেবে আখ্যা দিয়েছিলেন। তবে সংসদে এই নিয়ে মোদীর বিবৃতির দাবিতে শোরগোল জারি রেখেছেন বিরোধীরা। প্রায় প্রতিদিনই নিয়ম করে মুলতুবি হচ্ছে অধিবেশন।

উল্লেখ্য, গত ৩ মে থেকে জাতিগত হিংসার সাক্ষী মণিপুর। মাঝে পরিস্থিতি কিছুটা শান্ত ছিল। তবে পুরোপুরি স্বাভাবিক হয়নি অবস্থা। এখনও পর্যন্ত কয়েক হাজার জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। চূড়াচাঁদপুর, মোরে, কাকচিং এবং কাংপোকপি জেলা থেকে অধিকাংশ মানুষকে সরানো হয়েছে। এরই মধ্যে হিংসায় মৃতের সংখ্যা বেড়ে চলেছে। রেহাই পাচ্ছে না মহিলা ও শিশুরাও। এরই মধ্যে সম্প্রতি মণিপুরে তিন মহিলাকে নগ্ন করে রাস্তায় ঘোরানো এবং গণধর্ষণের ঘটনা সামনে এসেছিল। সেই ঘটনার বিভীষিকাময় এক ভিডিয়ো ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

প্রসঙ্গত, ইম্ফল উপত্যকায় সংখ্যাগরিষ্ঠ হল মৈতৈ জনজাতি। তবে তারা সম্প্রতি দাবি তুলেছে যে তাদের তফসিলি উপজাতির তকমা দিতে হবে। তাদের এই দাবির বিরোধ জানিয়েছে স্থানীয় কুকি-জো আদিবাসীরা। এই আবহে গত এপ্রিলের শেষ সপ্তাহে মণিপুরের অল ট্রাইবাল স্টুডেন্ট ইউনিয়ন একটি মিছিলের আয়োজন করেছিল। সেই মিছিল ঘিরেই হিংসা ছড়িয়ে পড়ে চূড়াচাঁদপুর জেলায়। এদিকে তফশিলি উপজাতির ইস্যুর পাশাপাশি সংরক্ষিত জমি এবং সার্ভে নিয়েও উত্তাপ ছড়িয়েছে। এই আবহে গত এপ্রিল মাসে এই চূড়াচাঁদপুর জেলাতেই মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের সভাস্থলে আগুন লাগিয়ে দিয়েছিল ইন্ডিজেনাস ট্রাইবাল লিডারস ফোরামের সদস্যরা। এদিকে এই জেলা থেকে আদিবাসী বনাম মৈতৈদের এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে অন্যান্য জেলাতেও। আর এখনও পর্যন্ত সেই হিংসায় মৃতের সংখ্যা এখন ১৫০ ছুঁই ছুঁই।

পরবর্তী খবর

Latest News

কোলে বসিয়ে চুমু নাকি ‘অ্যাক্সিডেন্ট’, ‘একঘরে’ অরিন্দমের সাফাইতে চটল অভিযোগকারিণী ৬৯ হাজার সহকারি শিক্ষকের নতুন তালিকা তৈরির নির্দেশে সুপ্রিম স্থগিতাদেশ ওই রাজ্যে 'জাস্টিস ফর আর জি কর'-সুদূর কানাডাতেও ফের গর্জে উঠলেন প্রতিবাদীরা গণপতি বিসর্জনে নবদম্পতি অনন্ত-রাধিকা, কিছু মুহূর্ত প্রকাশ্যে খেলতে খেলতেই খেলার দল কিনে ফেললেন সঞ্জু স্যামসন, হয়ে গেলেন ফ্র্যাঞ্চাইজি মালিক কোন কোন জিনিসের দাম কমছে GST কাউন্সিলের বৈঠকের পরে? বিমার কী হবে? দেখে নিন দেশে মাঙ্কিপক্সের ‘বিচ্ছিন্ন’ কেস-র হদিশ! কেন্দ্র জানাল জরুরি তথ্য, উপসর্গ কী? ক্যানসারের ওষুধে, নিমকিতে কমছে জিএসটি, স্বাস্থ্য বিমা নিয়ে সিদ্ধান্ত কবে? মুম্বই থেকে সোজা লন্ডনে ছুট! রাস্তায় ছেলে কোলে অনুষ্কা, পাশে বিরাট, ব্যাপারটা কী বাবরদের চুনকাম করে ভারতে আসছে বাংলাদেশ, কেন সতর্ক থাকতে হবে, স্পষ্ট জানালেন গিল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.