ভারতে আর দেখা যাবে না পাকিস্তানি সরকারের টুইটার অ্যাকাউন্ট। টুইটারের তরফে জানানো হয়েছে, ভারত সরকারের তরফে আইনি প্রক্রিয়ার ফলেই ভারতে পাকিস্তানি সরকারের টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়েছে। টুইটারে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, আইনি সমস্যার কারণে পাক সরকারের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করা হল ভারতে। (আরও পড়ুন: ঝাঁঝ বাড়বে ডিএ আন্দোলনের, সরকারি কর্মীদের আক্রমণ শানানো মমতা এবার পড়বেন চাপে?)
এদিকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকা, কানাডার মতো দেশে পাক সরকারের টুইটার অ্যাকাউন্ট এখনও সক্রিয় রয়েছে। যদিও এ বিষয়ে ভারত বা পাকিস্তানের তরফে এখন পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পায়নি বার্তা সংস্থা রয়টার্স। তবে দেখা গিয়েছে, ভারত থেকে কেউ যদি এখন টুইটারে পাকিস্তান সরকারের অ্যাকাউন্ট সার্চ করেন, তাহলে স্ক্রিনে ভেসে উঠছে - 'অ্যাকাউন্ট উইথহেল্ড' বার্তাটি। বিগত ছয় মাসে এই নিয়ে দ্বিতীয়বার পাক সরকারের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করা হল ভারতে। এর আগে ২০২২ সালের জুলাই ও অক্টোবর মাসে পাক সরকারের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছিল ভারতে।
আরও পড়ুন: শাসককে কটাক্ষ করতে চকোলেট খেয়ে 'অনশন' ডিএ আন্দোলকারীদের, বড় পদক্ষেপের পথে মঞ্চ
উল্লেখ্য, টুইটারের গাইডলাইন অনুযায়ী, আদালতের নির্দেশ অনুযায়ী বা সরকারের তরফে কোনও আইনি পদক্ষেপের প্রেক্ষিতে কোনও ব্যক্তি, প্রতিষ্ঠান বা সরকারের অ্যাকাউন্ট সাময়িকভাবে বা পুরোপুরি বন্ধ করে দিতে পারে টুইটার। সংবাদ সংস্থা এএনআই-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে দু'বার ভারতে ব্লক করা হলেও পরে ফের চালু করা হয়েছিল পাক সরকারের টুইটার অ্যাকাউন্ট। এদিকে গত বছরের জুনে, ভারত বিরোধী ভুয়ো তথ্য ছড়ানোর জন্য পাকিস্তানের বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছিল। তবে এবারে পাক সরকারের টুইটার অ্যাকাউন্ট বন্ধের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি এখনও।