HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ঘরে বাইরে > Pakistan Election Highlights: পাকিস্তানে কি শেষ হাসি নওয়াজের? ইমরান কি আদৌ বাজিমাত করবেন? ফলাফলের কাউন্টডাউন শুরু

Pakistan Election Highlights: পাকিস্তানে কি শেষ হাসি নওয়াজের? ইমরান কি আদৌ বাজিমাত করবেন? ফলাফলের কাউন্টডাউন শুরু

Pakistan Election 2024: সন্ত্রাসবাদ, রাজনীতিতে সেনার প্রভাব খাটানো, আর সর্বোপরী আর্থিক সংকট, এই সমস্ত ফ্যাক্টরকে কাঁধে নিয়ে ২০২৪ সাধারণ নির্বাচন সম্পন্ন হয়েছে পাকিস্তানে। আপাতত ফলাফলের অপেক্ষা। ফের একবার সেদেশের কুর্সিতে নওয়াজ শরিফ? নাকি ইমরানই শেষ রাতে বাজিমাত করবেন? এই লাখ টাকার প্রশ্নের উত্তর রয়েছে পাকিস্তান ভোটের ফলাফলে। যে ফলাফলের দিকে তাকিয়ে দিল্লিও। 

নওয়াজ শরিফ। Photographer: Betsy Joles/Bloomberg

Pakistan Election Live Update: ২০২৪ সাধারণ নির্বাচন সম্পন্ন হয়েছে পাকিস্তানে। ২০২২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী পদ থেকে ইমরান খানের গদিচ্যূত হওয়ার পর পাকিস্তানে একাধিক রাজনৈতিক তোলপাড় দেখা দিয়েছে। একের পর এক দুর্নীতির অভিযোগে জেরবার হয়েছেন ইমরান। এবারের ভোটে জেলবন্দি ইমরান কারাবাস থেকেই তেহরিক এ পাকিস্তানকে নেতৃত্ব দিচ্ছেন। অন্যদিকে, পাক রাজনীতিতে ঘূর্ণিপাক দিয়ে ইসলামাবাদে কয়েক মাস আগেই পা রেখেছেন পিএমএলএন পার্টির নওয়াজ শরিফ। দুর্নীতির অভিযোগে একসময় কাঠগড়ায় থাকা নওয়াজ বহুদিন ছিলেন স্বেচ্ছা নির্বাসনে। সেই নওয়াজের দিকেই এই ভোটের পাল্লাভারী। এছাড়াও পাক ভোটের রাজনীতিতে অন্যতম মুখ বিলাওয়াল ভুট্টো জারদারি। ভুট্টো পরিবারের এই তরুণ তুর্কী পাক ভোটে তাঁর দলকে কোন জায়গায় নিয়ে যান সেদিকে তাকিয়ে কূটনৈতিক মহল। এদিকে, খাইবার পাখতুনখোয়ায় এক বিস্ফোরণে ৪ জন পুলিশকর্মীর মৃত্যু বাদে পাকিস্তানের ভোটে সেভাবে হিংসার বড় খবর আসেনি। আর্থিক সংকট, সন্ত্রাসবাদ ইস্যু, রাজনৈতিক কুর্সিতে সেনার প্রভাব, এই সমস্ত ফ্যাক্টরকে মাথায় নিয়ে ৮ ফেব্রুয়ারি সম্পন্ন হল পাকিস্তানের সাধারণ নির্বাচন। এবার অপেক্ষা ভোটের ফলাফলের।

08 Feb 2024, 08:48 PM IST

আত্মবিশ্বাসী নওয়াজ 

পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কি নওয়াজ শরিফকে দেখা যেতে চলেছে? এই লাখ টাকার প্রশ্নের উত্তর রয়েছে সেদেশের ভোটগ্রহণের ব্যালটে। তবে ভোট শেষে নওয়াজ শরিফ জানিয়েছেন, তিনি আত্মবিশ্বাসী ভোটে তাঁর পার্টির সাফল্য নিয়ে।

08 Feb 2024, 08:46 PM IST

পাকিস্তানে ভোট গণনা শুরু

পাকিস্তানে ভোট গণনা শুরু হয়েছে। এদিকে পাকিস্তানের মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন, ভোট মোটের উপর শান্তিপূর্ণ ১০০ শতাংশ।  এদিকে. রিগিং নিয়ে বড়সড় অভিযোগ তুলছে পিটিআই। তাদের দাবি সিয়ালকোটে রিগিং হয়েছে ভরপুর।

08 Feb 2024, 07:57 PM IST

পাকিস্তানে শেষ হাসি কার?

বিভিন্ন সূত্রেবখবর বলছে, এখনও পর্যন্ত পাকিস্তানে পাল্লা ভারী রয়েছে পিএমএনএল নেতা নওয়াজ শরিফের। প্রাক্তন পাকিস্তানি প্রধানমন্ত্রীর ফের একবার তখতে ফিরে আসা কি সময়ের অপেক্ষা নাকি, শেষরাতে বাজি মারতে চলেছেন ইরমরানরা? আপাতত ফল গণনা পর্যন্ত চলছে টানটান অপেক্ষার পালা।

08 Feb 2024, 07:54 PM IST

বালুচিস্তানে ফলাফল প্রকাশ হতে পারে আজই 

বালুচিস্তানের তত্ত্বাবধায়ক তথ্যমন্ত্রী জান আচাকজাই বলেছেন যে সন্ধ্যার পরে বেলুচিস্তান নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। এমনই তথ্য দিয়েছে সংবাদপত্র দ্য ডন। তিনি বলেন, ‘অন্যান্য প্রদেশের মতো বেলুচিস্তানও বিকেল ৫টার পর ফলাফল জানাবে।’

08 Feb 2024, 05:35 PM IST

বিকেল ৫ টায় পাকিস্তানে শেষ ভোটগ্রহণ

পাকিস্তানের নির্বাচন কমিশন সাফ জানিয়েছে, এদিন বিকেল ৫ টায় শেষ হবে ভোটগ্রহণ। তবে ভোটদানের কেন্দ্রের ভিতর যাঁরা রয়েছেন, তাঁদের ক্ষেত্রে ভোটগ্রহণের বিষয়ে আলাদা নিয়ম থাকবে।

08 Feb 2024, 05:01 PM IST

খাইবার পাখতুনখোয়ায় বিস্ফোরণ

পাকিস্তানে ভোট চলাকলীন খাইবার পাখতুনখোয়ায় ভয়াবহ বিস্ফোরণ হয়। সেখানে ৪ জন পুলিশের মৃত্যু হয়েছে বলে খবর। সেখানে গুলিও চলেছে বলে খবর রয়টার্স সূত্রে।

08 Feb 2024, 03:44 PM IST

কখন প্রকাশিত হবে পাকিস্তানের ভোটের ফল?

পাকিস্তানের সময় রাত ৮টা থেকে ৯টার মধ্যে প্রকাশিত হবে নির্বাচনের ফলাফল। এমনটাই জানাল সেদেশের মুখ্য নির্বাচন কমিশনার সিকন্দার রাজা। অর্থাৎ, ভারতীয় সময়ে রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যেই জানা যাবে ইসলামাবাদের মসনদে আগামী পাঁচবছরের জন্য কে বসতে চলেছেন। 

08 Feb 2024, 02:25 PM IST

ভোট দিলেন নওয়াজ, বিলাওয়াল

নিজের নিজের কেন্দ্রে ভোট দিলেন পাকিস্তান মুসলিম লিগ নওয়াজের প্রধান তথা সেই দেশের তিন বারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এবং পাকিস্তান পিপলস পার্টির নেতা তথা দেশের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জরদারি। 

08 Feb 2024, 02:01 PM IST

পাকিস্তানের দুই নাম করা সংবাদ চ্যানেলকে ধমক কমিশনের

এআরওয়াই নিউজ এবং জিও নিউজ নামক দুই জনপ্রিয় সংবাদ চ্যানেলকে ‘ধমক’ পাক নির্বাচন কমিশনের। অভিযোগ, দুই চ্যানেলই ভোট চলাকালীন আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছে এবং বিভিন্ন রাজনৈতিক নেতার বক্তব্য লাইভ সম্প্রচার করেছে। 

08 Feb 2024, 01:08 PM IST

‘ইসলামী, সাংবিধাবিনক, নাগরিক দায়িত্ব’

ভোট দেওয়ার আহ্বান পাক প্রেসিডেন্টের। সোশ্যাল মিডিয়া বার্তায় আরিফ অলভি লেখেন, ‘পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদে প্রতিনিধি নির্বাচন করার জন্য আপনার ভোটের মাধ্যমে ব্যক্তিগত পরামর্শ প্রদান করুন। এটা আপনার ইসলামী, সাংবিধানিক ও নাগরিক দায়িত্ব।’

08 Feb 2024, 11:08 AM IST

ইন্টারনেট বন্ধ নিয়ে ইমরান খানের দলের 'আবেদন'

এদিকে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার পরে পিটিআই সেদেশের নেটিজেনের উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছে। ইমরান খানের দলের আবেদন, শহরে যাতে সবাই নিজেদের ওয়াইফাই থেকে পাসওয়ার্ড সরিয়ে তা ‘ওপেন’ করে দেন, যাতে আশেপাশের সবাই সেই ইন্টারনেট ব্যবহার করতে পারেন। 

08 Feb 2024, 10:43 AM IST

এজেন্সির নির্দেশে বন্ধ ইন্টারনেট

পাকিস্তানে ইন্টারনেট পরিষেবাও বন্ধ হয়ে গিয়েছে অধিকাংশ জায়গায়। নিরাপত্তার দায়িত্বে থাকা এজেন্সির নির্দেশেই এই পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে সেদেশের নির্বাচন কমিশন। ইন্টারনেট বা মোবাইল পরিষেবা ব্যাহত করার সিদ্ধান্ত কমিশনের নয় বলে স্পষ্ট করেছেন কমিশনার সিকন্দার রাজা সুলতান। তবে তিনি আশা ব্যক্ত করেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠ হবে।

08 Feb 2024, 10:11 AM IST

ব্যাহত মোবাইল পরিষেবা, উঠছে রিগিংয়ের অভিযোগ

প্রাক্তন পিপিপি সেনেটর মুস্তফা নওয়াজ খোকর অভিযোগ করেছেন, পাকিস্তানের নির্বাচনে রিগিং শুরু হয়ে গিয়েছে। উল্লেখ্য, পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম মোবাইল নেটওয়ার্ক প্রদানকারী সংস্থা জং-এর পরিষেবা ব্যাহত হয়েছে। এই আবহে রিগিংয়ের অভিযোগ উঠতে শুরু করেছে। 

08 Feb 2024, 09:24 AM IST

ভোট দিয়েছেন ইমরান

পাকিস্তানের নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। এদিকে ইমরানের স্ত্রী বুশরা বিবি ভোট দিতে পারেননি। কারণ তাঁকে পোস্টাল ব্যালট প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে গ্রেফতার করা হয়েছিল। 

08 Feb 2024, 08:47 AM IST

শুরু ভোটগ্রহণ পর্ব

কিছুক্ষণ আগে শুরু হয়ে গেল পাকিস্তানের নির্বাচনের ভোটগ্রহণ পর্ব। ৩৩৬ আসন বিশিষ্ট ন্যাশনাল এসেম্বলির বা সংসদের মধ্যে আজ ২৬৬ আসনে ভোটগ্রহণ হচ্ছে। পাকিস্তানের বাকি ৭০টি সংসদ আসন মহিলা এবং অ-মুসিলমদের জন্য সংরক্ষিত।

08 Feb 2024, 07:58 AM IST

শান্তি রক্ষা করতে তৎপর পাক প্রশাসন

পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনওয়ার-উল-হক কাকর বলেছেন, 'ভোটের দিন দেশের শান্তি বিঘ্নিত করতে এবং নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘন করতে কোনও রকমের চেষ্টা করা হলে তা কড়া হাতে প্রতিহত করা হবে।'

08 Feb 2024, 07:58 AM IST

পাকিস্তানের আগামী প্রধানমন্ত্রী কে?

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়ে দিলেন, পিএমএল-এন যদি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে তাহলে নওয়াজ শরিফই হবেন প্রধানমন্ত্রী। তবে যদি ত্রিশঙ্কু ফলাফল হয়, সেই ক্ষেত্রে যাদের সঙ্গে জোট গঠন করা হবে, তাদের সঙ্গে আলোচনা করে নেতা বেছে নেওয়া হবে।

08 Feb 2024, 07:57 AM IST

ভোটের দিনও কি অশান্তি হবে পাকিস্তানে?

ভোটের দিন অশান্তি ঠেকাতে আফগানিস্তান এবং ইনের সঙ্গে নিজেদের সীমান্ত সিল করে দিয়েছে পাকিস্তান। আগামিকাল, ৯ ফেব্রুয়ারি ফের স্বাভাবিক ভাবে খুলে দেওয়া হবে সীমান্ত।

08 Feb 2024, 07:57 AM IST

এগিয়ে কে?

ব্রিটেন থেকে দেশে ফিরে ফের নির্বাচনে চড়ছেন নওয়াজ শরিফ। তাঁর দল পাকিস্তান মুসলিম লিগ নওয়াজই এবারের নির্বাচনে এগিয়ে থাকবে বলে জানা যাচ্ছে সেদেশের মিডিয়া রিপোর্ট থেকে। বিলাওয়া ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি এবং ইমরান খানের পিটিআই এই নির্বাচনে অনেকটাই পিছিয়ে থাকবে বলে মত সেই দেশের রাজনৈতিক বিশ্লেষকদের।

08 Feb 2024, 07:57 AM IST

বুধে রক্তপাত পাকিস্তানে

ভোটের আগে বুধবার রক্তে ভেসেছে পাকিস্তান। দু'টি পৃথক বিস্ফোরণে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। এই আবহে আজ বির্বাচন হবে সেই দেশে। গতকালকের দু'টি বিস্ফোরণের দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট।

08 Feb 2024, 07:57 AM IST

১২.৮৫ ভোটার পাকিস্তানে

পাকিস্তানের ১২.৮৫ রেজিস্টার্ড ভোটার আজকের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। পাকিস্তানের সময় ৮টা, অর্থাৎ ভারতীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে শুরু হবে ভোটগ্রহণ প্রক্রিয়া। নির্বাচন চলবে স্থানীয় সময় বিকেল ৫টা পর্যন্ত।

Latest News

আর ৪% নয়, জুলাইয়ে ৫% DA বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের! কবে ঘোষণা? আর একদিন পর মিথুন সংক্রান্তি, ৪ রাশির খুলবে সাফল্যর দরজা, আসবে নতুন চাকরির সুযোগ কুয়েতের অগ্নিকাণ্ডে মৃত্যু বাংলার ১ জনের, বায়ুসেনার বিমানে শুক্রবার আনা হবে দেহ শাকিব-রিশাদের জোড়া ফলায় বিদ্ধ ডাচরা, সুপার এইটের পথে এক পা বাংলাদেশের ‘আমি তৃণমূল নেতাদের সঙ্গে…’ পদ্ম ছাড়ছেন সৌমিত্র খাঁ? 13 ওভার শেষে Oman-র স্কোর 47/9 UEFA EURO 2024: কবে, কোন দেশের ম্যাচ! ভারতীয় সময়ে কখন শুরু হবে কোন দলের খেলা? শাকিবের সঙ্গে বাংলাদেশে 'তুফান'-এর প্রচার শেষ, দেশে ফেরার পথে ঘোর বিপদে মিমি এবার আর হচ্ছে না ‘বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন!’ লাটে উঠল বিনিয়োগ? হবে প্রদর্শনী T20 বিশ্বকাপের মাঝেই দুই ক্রিকেটারকে দেশে ফেরাচ্ছে ভারত- রিপোর্ট

T20 WC 2024

শাকিব-রিশাদের জোড়া ফলায় বিদ্ধ ডাচরা, সুপার এইটের পথে এক পা বাংলাদেশের T20 বিশ্বকাপের মাঝেই দুই ক্রিকেটারকে দেশে ফেরাচ্ছে ভারত- রিপোর্ট সৌরভের জন্য আর্শদীপকে উপেক্ষা! ক্রিকেটের নবতম তারকার পিছনে সব সাংবাদিক দিওয়ালি হো ইয়া হোলি,অনুষ্কা লভস কোহলি, খেলার মাঝে বিরাটকে হাসিয়ে ছাড়লেন দর্শকরা তাঁর সঙ্গে ছবি তুলছেন ভেবে ঝুঁকে দাঁড়ান যুবরাজ সিং, তবে তার পরেই চরম অস্বস্তি! সৌরভ নেত্রভালকর ক্যাচ মিস করতেই কেন হাসছিলেন সূর্যকুমার যাদবের স্ত্রী? অস্ট্রেলিয়ার কাছে লজ্জার হারের দিনেই হতাশাজনক বিশ্বরেকর্ড নমিবিয়ার ক্যাপ্টেনের বন্ধু সূর্যকুমারের সঙ্গে অনূর্ধ্ব১৫ পর্যায়ের ক্রিকেটের দিনের স্মৃতিচারণায় সৌরভ মনে হয়েছিল রঞ্জি ট্রফি খেলছি- নিউইয়র্কের পিচে ব্যাটিং করা প্রসঙ্গে শিবম দুবে IPL-এ ছিলাম, খেলিনি, প্রস্তুত হচ্ছিলাম: WI-কে জিতিয়ে রাদারফোর্ডের গলায় KKR-র কথা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ