সন্ত্রাসবাদ বিষয়ে তালিবানকে ক্লিনচিট পাক বিদেশমন্ত্রীর, আঙুল তুললেন ভারতের দিকে!
1 মিনিটে পড়ুন . Updated: 18 Jun 2021, 04:50 PM IST- আফগানিস্তানে চলমান হিংসার জন্যে তালিবানকে দায়ী করতে নারাজ পাকিস্তানি বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি।
আফগানিস্তানে চলমান হিংসার জন্যে তালিবানকে দায়ী করতে নারাজ পাকিস্তানি বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। উলটে কুরেশির বক্তব্য, আফগানিস্তানে নাকি ভারত সন্ত্রাস চালাচ্ছে। যেই মন্তব্যের জেরে তাঁর সমালোচনায় সরব হয়েছেন আফগানিস্তানের রাজনৈতিক নেতারা। শুধু তাই নয় পাকিস্তানের পাস্তুন নেতারাও কুরেশির সমালোচনায় সরব হন এই মন্তব্যের জেরে।
আফগানিস্তানের সংবাদ সংস্থা টোলো নিউজকে দেওয়া এখটি সাক্ষাৎকারে কুরেশি দাবি করেন, আফগানিস্তান অশান্ত করার নেপথ্যে ভারতের হাত রয়েছে। তাঁর প্রশ্ন, আফগানিস্তানে কেন ভারতের উপস্থিতি এত বেশি। তিনি বলেন, 'তালিবানের জন্যে আফগানিস্তানে হিংসা ছড়াচ্ছে, এই কথা বললে তা বাড়িয়ে বলা হবে। আমি এটা কেন বলছি? কারণ এই পুরো বিষয়টার নেপথ্যে আরও গোষ্ঠী রয়েছে যাঁরা ঝামেলা তৈরি করছে এখানে।'
কুরেশি প্রশ্ন করেন, 'আফগানিস্তানে যুদ্ধ হলে, অর্থনীতি তলানিতে গিয়ে ঠেকলে কার লাভ? এই গোষ্ঠী শুধু ক্ষমতা নিজেদের হাতে রাখতে চায়। কেন আফগানিস্তানে ভারতের চারটি দূতাবাস রয়েছে? এখান থেকে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানো হচ্ছে।'
কুরেশি বলেন, 'স্বতন্ত্র দেশ হিসেবে আফগানিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক রয়েছে, তারা ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলেছে। ভারত আফগানিস্তানে এসে পরিকাঠামোগত উন্নয়নের কাজ করে। সব ভালো। আমাদের কোনও আপত্তি নেই। তবে মাঝএ মাঝে মনে হয়, ঙারতের উপস্থিতি এখানে একটু বেশি। দুই দেশ তো কোনও সীমান্ত ভাগাভাগি করে না।' তারপর কুরেশির অভিযোগ, আফগানিস্তানের জমি বযবহার করে ভারত পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদ চালাচ্ছে। এদিকে পাক বিদেশমন্ত্রীর এহেন মন্তব্যের প্রেক্ষিতে এখনও কোনও জবাব দেওয়া হয়নি ভারতের তরফে। উল্লেখ্য, আঞ্চলিক ভাবে আফগানিস্তানের সর্ববৃহৎ ডোনার হল ভারত।